সত্যিই আর আড্ডা জমে না।
জানেন কি, দধি জমাতে বীজের দরকার হয়? আমাদের বীজ গুলা আর অঙ্কুরিত হয় না অথবা করনা তাদের অংকুরুদ্গমের ক্ষমতা কেড়ে নিয়েছে। করোনার জোয়ারে ভেসে গেছে মনি, যুবি আর অপু। আসলে আমাদের কথা আর ওনাদের মনেই পড়ে না।
সেই সাথে কর্মব্যস্ত হয়ে গেছেন সানি, রবিন, রেইনবো, ব্লাকনাইট আর ডুব দিয়েছে হালনর।
সাপের পাঁচ পা দেখার মত আপনাকে কালেভদ্রে এ ঘরে দেখা যায়।
তিন আকাইম্যা দিপু, আরন আর আমি তালের আঁটি আম মনে করে চুসে চলেছি। অপেক্ষ্যায় আছি কবে রবীন্দ্রনাথ বলে বসেন আমার দাঁড়ি আর চুষিস না।
নতুন মুখ অবশ্য দুয়েকজন আসে তাদের কাউন্ট বাড়াতে। সেঞ্চুরী হলেই বেমালুম গায়েব।
অবশ্য এখন বশীর মামা আছেন আর বলেছেনও আমাদের চাখাওয়াবেন। আশায় আছি চাখাওয়ানোর আগ পর্যন্ত যেনউনি না হারান।
অনেকদিন পর মামীর কাছে এসেছেন এদিকে ঘুরার চেয়ে খেয়েসের দিকে মনোযোগ দিলে ভবিষ্যৎ ফলদায়ক হবে এই আশা নিয়ে "শুভ পরেরদিন সকাল"।