What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (7 Viewers)

Status
Not open for further replies.
মামা, এইগুলা দেখতে এখন আর ইচ্ছা জাগে না!!! তারচে আধা ঘণ্টা পানু দেখে বেশি মজা।
গল্পের নামে গুল, আর সেক্স এর নামে ডিপ কাট ব্লাউসে বড় বড় ওই। ব্যাস।

আপনার সাথে সহমত প্রকাশ করছি, মামা।
ভালো গল্প হলে না হয় একটা কথা ছিলো।
গল্পের নামে ঠন ঠানাঠন আবার দেখাতে গিয়ে অর্দ্ধেকটা...
 
মামা, দেখবেন আর বলবেন, পুরো সিরিস জুরে থ্রিলার আর এক্সন।

আগে ছোটম মামায় দেইখ্যা শেষ করুক। পরে না হয়...
মামার কাছ থাইক্যা একখান রিভিউ চাইয়া লমুনে...
 
এই ধরনের সিরিজ দেখাতে আমি ধৈর্য্যের সাথ পাই না।
বরাবরই আমার অস্থির লাগে। তার চাইতে দুই আড়াই ঘন্টার একটা ছবি দেখে ফেলা আমার জন্য সহজ।
ফ্রেঞ্চ বা ইটালিয়ান কিছু ছবি আছে যেগুলো ইংরেজী ডাবিং করা ওগুলো দেখতেও আমার বেশ লাগে। ভালো লাগে ওয়েস্টার্ণ কিছু ছবিও। মেক্সিকোয় চিত্রায়ীত কিছু একশন ছবি পেলে ছেড়ে দেই না ! তবে এই ধরনের নতুন ছবি খুব একটা পাওয়া যায় না।


আসলে কি মামা, উন্মুক্ত চিন্তা নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন উপস্থাপনা দেখলে একধরনের
রুচি তৈরি হয়, তারপর এই ধরনের উপস্থাপনা দেখতে ধৈর্য ও রুচি, কিছুই আর আসে না।
এই সব সিরিস উঠতি বয়সি নতুন নতুন স্বাদ পাওয়া টিনেজার ছেলে মেয়ে বেশি দেখে থাকে
তাই এদের ভিউ বেশি থাকে, আর যারা বানায় তারা এদের লক্ষ রেখেই বানায় এই সব।
জি মামা, ইংরেজি ডাবিং অন্য দেশিও ছবি ভাল মানের হলে দেখে বেশ আনন্দ হয়।
আমি আগে প্রতি বছর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিবেল এ আশা ছবি বেশি দেখার চেষ্টা করতাম
এখন আর কাজের মাঝে হলে বসে মুভি দেখা হয় না, তাই নেট আর পিসি ভরসা।
 
আপাতত সুযোগ নেই, মামা।
তবে লিস্টিটা তুলে রাখলাম, সময় সুযোগে ঘুরে আসবো সে জায়গা থেকে।


চেষ্টা করবেন দেখার, আর আমি নিজে দেখেছি, তাই লিখেছি তাই এটাও জানি নিশ্চয়ই ভাল লাগবে।
 
আসলেই আপনার অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ !
এক সময় টিভি সিরিজ বলতে টারজান, সিক্স মিলিয়ন ডলার ম্যান, ফলগাই, দি এ টিম এইগুলোকেই বুঝাতো দেশী কোনো টিভি সিরিয়াল তৈরী হতো না। এখন তো সিরিয়াল ছাড়া কোনো টিভি চ্যানেল চলবে সে আশাও করা যায় না।


আসলে ছোটবেলায় আমার দিদার বারি টিভি ছিল, কিন্তু এক গানের অনুষ্ঠান ছাড়া আর বিশেষ কিছু দেখতে ইচ্ছে হত না।
একটু বড় হলে পর দেখার নেসা ছিল ফেলুদা ৩০এ, আর হটাথ কখনো রাত জেগে একতা হিন্দি মুভি, তারপর আরেকটু
বড় হলে বারিতে টিভি থাকলেও আমি দেখতাম না, তারপর স্কুলে এক বন্ধুর সাথে প্রথম হলিউড মুভি দেখার হাতে খরি।
প্রথম দেখি Independence Day. সেখানে তাদের কাজ ও স্পেসাল এফেক্ট দেখে আর হিন্দি ছবি দেখার রুচি আসে নি,
হা হা হা। তারপর টরেন্ট এর সাক্ষাৎকার, সেই সুত্রে সেখানে প্রাপ্ত সব মুভি দেখা শেষ, কিন্তু ততদিনে ধরে গেছে নেসা।
সহজে সেই নেসা ছাড়া যায় না, তখন দেখতে শুরু করলাম টিভি সিরিস। কত যে মুভি আর সিরিস দেখেছি আর গুন্তি
রাখি না।
 
আগে ছোটম মামায় দেইখ্যা শেষ করুক। পরে না হয়...
মামার কাছ থাইক্যা একখান রিভিউ চাইয়া লমুনে...


জি মামা, আমি দেখেছি, কিন্তু রিভিউ লিখব না। দিতিও সিজনে কিছু ঘটনা আছে, যা ভারতীও প্রেক্ষাপটে
বাস্তব, কিন্তু সেটি আপনাদের কাছে আপত্তিকর হতে পারে, তাই সেটি আপনাদের ওপর ছেরে দিলাম।
তবে এইটা বলতে পারি, ভারতীও প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, তবে তারিফ না করে পারবেন না।
 
আমার এখনও ইচ্ছেই জাগেনি।
হ্যাঁ, আপনার কথার প্রেক্ষিতে আমি ইন্ডিয়ান ওয়েব সিরিজের ইরোটিক ব্যাপারটা খোজ নিলাম। এতো পর্নকেও হার মানাবে বলে মনে হচ্ছে।
সিরিজগুলো তৈরীই হয় ইরোটিকের জন্য।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top