What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২১ (5 Viewers)

Status
Not open for further replies.
মামা, ইরটিক নন ইরটিক, বলা সোজা, কিন্তু ভাগ করা কঠিন। আসলে সেক্স এর ব্যবহার
একটা কাহিনিকে অন্য মোর দিতে পারে, তবে সুধু সফট কোর সেক্স দেখানর জন্য যদি
কাহিনি লেখা হয় তবে তাকে আর ইরটিক না বলে সফট কোর পর্ণ বলাই ভাল। তাই না!
আমি মামা বহুকাল আগে থেকে মুভি ও টিভি সিরিস দেখি, যখন আমাদের দেশে টিভি
সিরিস কি জিনিস সেটা অনেকে জানত না তখন আমার Friends, How I met your
Mother, Breaking Bad, Supernatural, থেকে Dr. Who, The Mentalist এর মত সিরিস
দেখে ফেলেছিলাম। এখনো নিয়মিত দেখি নতুন পুরনো সিরিস।

আসলেই আপনার অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ !
এক সময় টিভি সিরিজ বলতে টারজান, সিক্স মিলিয়ন ডলার ম্যান, ফলগাই, দি এ টিম এইগুলোকেই বুঝাতো দেশী কোনো টিভি সিরিয়াল তৈরী হতো না। এখন তো সিরিয়াল ছাড়া কোনো টিভি চ্যানেল চলবে সে আশাও করা যায় না।
 
অধীর অপেক্ষায় থাকলাম বিজ্ঞদের বচন সরাসরি শুনতে এবং তাদের দর্শনের জন্য

জেনে ভালো লাগছে, মামা।
আল্লাহর রহমতে অতিমারীর অবস্থাটা একটু উন্নত হলেই আমরা একসাথে বসে এক বেলা আড্ডা মেরে নেবো, মামা।
 
বাড়ির পাশে জঙ্গল আর আমার হয় নাই মঙ্গল

জঙ্গলের লোক ধইরা আননের ব্যবস্থা করেন। দেখবেন ওনিই আপনের সব কিছু মঙ্গল কইরা দিবোনে...
 
আগাই আসেন গাড়ি চলেতো

গাড়ী তো চলেই। তবে সে গাড়ীগুলো ছোটম মামার নিজস্ব সম্পত্তি না।
যেটার কথা আলোচনা হয়েছিলো, সেটি ছিলো মামার নিজস্ব সম্পত্তি !
 
The Family Man কে আমার এখনও কোন সিরিজ বলে মনে হচ্ছে না, মনেহচ্ছে এটা একটা থ্রিলার মুভি আমি একবারে না দেখে ভেঙ্গে ভেঙ্গে দেখছি। মনোজ বাজপেয়ীই আমার বেশ পছন্দের এক্টর আর ভালই লাগছে। পরের সিজনে যুক্ত হবে সামান্থা আক্কিনেনি, ওর অভিনয়টাও দেখার লোভ আছে বলে আগে এই সিরিজটাই ধরেছি।



Spoiler Alert সামান্থার অভিনয় দেখে মামা একেবারে মুগ্ধ হয়ে যাবেন, চরিত্র নেগেটিভ, কিন্তু অভিনয় আলাদা মাত্রা।
 
এখন যদি দিপু মামা আগেই গান্দি বাত দেখে ফেলেন তাহলে কি আর করা।
AltBalaji_Gandii_Baat_Publicity_Poster.jpg


মামা, এইগুলা দেখতে এখন আর ইচ্ছা জাগে না!!! তারচে আধা ঘণ্টা পানু দেখে বেশি মজা।
গল্পের নামে গুল, আর সেক্স এর নামে ডিপ কাট ব্লাউসে বড় বড় ওই। ব্যাস।
 
তৎকালীন সময়ে বাংলাদেশী ওয়েব সিরিজের দুয়েকটা কাটপিস আমাদের ফেসবুক ফান পেইজে স্থান করে নিয়েছিলো। ঐ সময় আপনি সেসব কাটপিস কিংবা ট্রেলার দেখেছেন বলেই আমার মনে পড়ছে...

ফেন্সীডিল বললেই আমাদের দেশের সবাই ধরে নেয় নেশার উপাদান। ভারতে কিন্তু সেটা মনে করে না। ভারতে উৎপাদিত এই পন্যটি অন্যতম বড় একটা মাল্টিন্যশনাল ফার্মাসিটিউক্যাল কোম্পানীর পণ্য। ঐ কোম্পানীর বেশ কিছু শিশুখাদ্য আমাদের দেশে বেশ জনপ্রিয়। গ্রহণযোগ্যতার দিক থেকে প্রায় শীর্ষে।
আমরা যেমন ফেন্সীডিল বললেই নেশার বস্তু মনে করি, তেমনি যারা ইন্ডিয়ান ওয়েব সিরিজ দেখে তারা ওয়েব সিরিজ মানেই সফট কোর পর্ণ মনে করে... অবশ্য সফট কোরের পাশাপাশি খুঁজলে হার্ডকোর পেয়ে যাবেন...


জি মামা, ঠিক তাই, আসলে আমাদের দেশের একজন বিশেষ কয়েকজন গুনি বেক্তি যেমন একতা কাপুর, সানি লিওন এরা।
আপনি TVF এর যে কোন সিরিস দেখুন, IMDB টপ লিস্টে দেখুন 18. Scam 1992, 46. TVF Pitcher, 54. Asperents, 56 Kota
Factory, 78. Gullak, এগুলি সব ভারতীও হিন্দি সিরিস।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top