না, এটা ওরকম কিছুই না। আপনি যা বলেছেন এসবগুলোই করা সম্ভব। তবে প্রয়োজন হলেই কেবল তা করা হয়/হবে। বিনা কারনে কিংবা অপ্রয়োজনে করার কোনো যৌক্তিকতা নেই। আগেও বলেছি, আবারো বলছি প্রত্যেকটা ফোরামের একটা নিজস্বতা আছে। সেই নিজস্বতা বা স্বকীয়তা বজায় রেখে যা যা প্রয়োজন তা প্রতিনিয়তই করা হচ্ছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যাই করা হউক না কেনো করা হবে ফোরামের প্রয়োজনে, ফোরামের কল্যানের জন্য। এতে সদস্যদের অভিমত বা পরামর্শ থাকতে পারে। এর জন্য আলাদা সেকশনও আছে, যেখানে সদস্যরা এসব অভিমত বা পরামর্শ প্রদান করে থাকেন। সেসব পরামর্শকে আমরা সব সময়ই স্বাগত জানাই। তবে কোনো সদস্য যদি মনে করেন তার দেয়া পরামর্শ বা অভিমতটা ফোরামে প্রতিফলিত হতেই হবে, না হলে ওনার দৃস্টিতে ফোরামের কিংবা ওনার সমস্যা হতে পারে তবে সেটা একান্তই তার নিজস্ব ভাবনা। সদস্যদের দেয়া প্রতিটা পরামর্শ আমরা যেমন গুরুত্বের সাথে বিবেচনা করি, ঠিক একইভাবে অহেতুক আবদারকেও আমরা পাশ কাটিয়ে যাই। আর এসব কিছুই করা হয় ফোরামকে সঠিক ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে সম্মিলিত আলোচনা ও পর্যবেক্ষনের মাধ্যমে। এখানে কারো কোনো ব্যাক্তিগত স্বার্থের দিকে তাকিয়ে নয়, বরং ফোরামের মর্যাদা বিবেচনা করেই সকল ধরনের সিদ্ধান্ত নেয়া হয়। আপনি একজন বিবেকবান মানুষ হিসাবে জ্ঞাত আছেন, যেকোনো ধরনের গৃহিত পদক্ষেপে সকল পক্ষ সন্তুষ্ট হতে পারে না। আপনার কাছে আপনার উত্থাপিত বিষয়টা যতোটা যুক্তিপূর্ণ মনে হবে, অপরপক্ষের কাছে সেটা নাও হতে পারে। একজন সৎ লোক সেই হতে পারে, যে অন্যের যৌক্তিক মতকে সম্মান জানাতে পারে। ফের মামার সাথে একাধিকবার সরাসরি দেখা হবার প্রেক্ষিতে মামাকে আমি যতোটুকু চিনেছিলাম, তাতে মামার এই সিদ্ধান্তের ব্যাপারে আমি প্রচন্ড রকম হতাশ... আর দশটা মানুষের চাইতে ওনাকে অনেক বেশী আন্তরিক মনে হয়েছে আমার কাছে। একজন ভালো মানুষের সবগুলো গুনই ওনার মাঝে আমি দেখতে পেয়েছিলাম। যার কারনেই ওনি যখনই আমার কাছে কিছু বলেছেন, কিংবা কারো জন্য কোনো কিছু দাবী করেছেন আমি সাথে সাথেই তা উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে পূরণ করে দেবার প্রয়াস পেয়েছি। আর এটা এই কারনে যে, ওনি এই ফোরামকে ভালোবেসেই আপন মনে করেই এসব কিছুর দাবী উত্থাপন করেছেন। আমি আসলেই আমার জীবনে ওনার মতো একজন ভালো মানুষের অভাব বোধ করবো। হয়তো আরো অনেকদিন। যতোদিন ওনি আমার অন্তরে এরকম ভালো মানুষ হয়ে থাকবেন...