অতীতে আমরা অনেক ভালো সদস্য শুধু নয়, অনেক ভালো স্টাফ মেম্বারও হারিয়েছি। পরবর্তীতে দেখা গেছে তারা আসলে ভালো সদস্য ছিলেন না। অন্তত এখন পর্যন্ত আমাদের কাছে তারা ভালো সদস্য হবার কোন প্রমান দিতে পারেননি। ফের মামার সাথে দেখা না হলে হয়তো ওনাকে তাদের কাতারে ফেলানো যেতো। কিন্তু তিনি হয়তো সেরকম নন।স্বৈরত্রন্ত্র চালানো বন্ধ করেন, নাহলে আরও অনেক ভালো সদস্য হারাবেন।
তবে আপনি যেটাকে স্বৈরতন্ত্র বলছেন এখন আমি পরিস্কার সে সম্মন্ধে আপনার কোনো ধারনাই নেই। এখানে স্টাফ প্যানেলের কেউ বেতনভুক্ত কর্মচারী নন। ফোরামের প্রতি আন্তরিকতা আর পারফরম্যান্সের ভিত্তিতে তারা ফোরামের জন্য সময় দেন বা ফোরামের উন্নয়নে নিজেদের সম্পৃক্ততা বজায় রাখেন। এসব কিছুর মূলে থাকে ফোরামকে আন্তরিকভাবে ভালোবাসা। স্বৈরতন্ত্র কেনো চালানো হবে ? আর কার বিরুদ্ধে সেটা চালানো হবে ? যেখানে ফোরাম মেম্বাররাই হচ্ছেন ফোরামের প্রান শক্তি।