রোববার দুপুরে বাংলাদেশ থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশের সব জেলা থেকেই দেখা যাবে এই গ্রহণ। যখন দিনের বেলায় সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়ে, তখন। আপনারা মাঝে মাঝে নিশ্চয়ই দেখেছেন, বিকেলবেলা চাঁদ আকাশে দেখা যায়। তবে পূর্ণিমার কাছাকাছি সময় না হলে দিনের বেলায় চাঁদ দেখার তেমন...
সকাল দশটা পর্যন্ত মনে ছিলো যে আজ সূর্যগ্রহণ... এখন আবার আপনার এই পোস্ট দেখে মনে পড়লো। আসল সময়টুকুতে একবারের জন্যও মনে পড়েনি। না হলে একবারের জন্য হলেও দেখতে মিস করতাম না !