What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (12 Viewers)

Status
Not open for further replies.
আপনাকে তাহলে বিস্তারিতই বলি। কিছুদিন আগে মাঝে মধ্যে ল্যাপটপ হঠাত বন্ধ হয়ে যাচ্ছিলো, পূনরায় চালু করলে চালু হওয়ার সময় একটা মেসেজ দেখাচ্ছিলো "Thermal shutdown occurred" এই জাতিয় কিছু একটা। তবে তখন আমি লক্ষ্য করে দেখেছি লেপ্টুর কুলিং ফ্যান ঠিকই চলছিলো। তাই তখন বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেইনি। এরপর তিনি রাগ করিয়া কথা সাড়া দেওয়া বন্ধ করিয়া দিয়াছেন। একেবারেই চালু হচ্ছেনা
তাহলে ডাক্তারের উত্তরের অপেক্ষা করেন।
 
জি মামা, খুবি ভাল লাগল আপনার বইএর সংগ্রহের কথা যেনে,
এখনকার সময়ে বই পরা লোকের খুব অভাব মামা, বিশেষ করে
বাংলা বই, এখন দেখি কিছু teenager হাতে গোনা ২-৪ টা ইংলিশ
বই পরেই বিদ্দান হয়ে যায়।

আমিও মামা নিজে হাতে কলমে সেখা মামা, BCA-MCA আর কই করার
সুযোগ পেলাম মামা, পরিস্থিতি আমাকে এই কাজ সেখায় মামা, তবে নিজেকে
হাতুড়ে বলব না, কর্ম ক্ষেত্রে যথেষ্ট সন্মান পাই মামা।

হা হা হা, ডবল ডিসপ্লে খুবি খুবি সোজা, করেছেন যখন তখন দেখেছেন নিজেই।
আসলে অনেকের হাতের কাছে দিতিও মনিটর থাকে না এই যা।

আর মামা, ওইটা বাদ দেওাই শ্রেয়। ইউটিউব এ যত গল্প শুনেছেন টা আসল
যায়গায় কোন মিল পাবেন না, আর সত্যি বলতে আমিও যতটুকু টর ব্যবহার
করেছি তা সবি নিজেই খুজে বের করেছি। ওখানের কমুনিটি অন্য মামা,
সবচে মজার কথা হল সব সাইট ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই বা তার
ঠিকানা পালটায় নিত্য। আর যা আছে তা সবার জন্য না।
আমার মতে যত দূরে থাকেন ততই মঙ্গল।
শুনেছি ঐসব সাইটে গেলে নাকি নিজের অজান্তেই একাউন্ট হ্যাক হইয়া যায়।
এই ভয়েতে আমি খুব একটা ঐদিকে পা বাড়াই না। কখনো সখনো গেলেও কিছুক্ষনের মাঝেই আবার ফিরা আসি। নিজের একাউন্ট সেফ রাখার জন্য কিছু পদ্ধতি আছে। শুধুমাত্র এক্সপার্টরাই ঐগুলো ভালো জানে আর ঐভাবে অনিয়ন সাইট ভিজিটও করে...
এটা ঠিক, ওখানে যারা নিয়মিত বিচরণ করে, তাদের আশিভাগেরই উপরে হলো হ্যাকার... এরমাঝে ভালো হ্যাকার যেমন আছে, তেমনি খারাপ হ্যাকারও আছে। তবে কথা হলো, আমাদের জন্য হ্যাকার সব সময়ই হ্যাকার... মানে তারা সাদা মানুষ নয়, মুখোশধারী কালো মানুষ !!
 
আমার টা হালে কেনা, তাই ঘুটঘুটে অন্ধকার করার দরকার পরে না, হাল্কা আলোর লাইটে
দিব্বি দেখা যায়, তাই বিশেষ অসুবিধা হয় না, আর আমি একা মানুষ একা আমার রুম।
তাই যখন খুসি লাইট অফ করে চালালেই হয়।
কতো সূখরে...
ঘরে আরেকটা মানুষ আসুক, পরে সেই সূখে পারলে দুজনেই ভাইস্যেন !!
 
হাঃ হাঃ হাঃ...

গল্পটা এরকমও হতে পারে -
এক মহান কবি মামা এক যৈবতী কন্যা (সবিতা) কে ইমপ্রেস করার জন্য একান্তে নিয়ে গিয়ে ভালোবাসার কবিতা শোনাতে লেগে গেল...
নাম সবিতা হলেও সে আবার কবিতা পছন্দ করে না, তাই সে কোন এক অজুহাতে সেখান থেকে কেটে পড়ল...

(আপনাকে বলছি ভাইবেন না, অবশ্য মিলে গেলে কাকতাল মাত্র)... 😜 :LOL::ROFLMAO:
আপনে তখন কোথায় ছিলেন ?
মানে, কোথায় থেকে এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন !!
 
সবিতা
তোমায় নিয়ে লিখেছি একটা কবিতা

কবিতা, সে আবার কি? '
এক দিন না হয় শুনিও।

ভাল্লাগেনা? তবুও আমার কথা ভেবে
নিজেকে একটু মানিও।

নিজেকে পালটানো?
আমাকে দিয়ে হবে না কোন দিন।

তবুও ডার্লিং, একটু শোনো।
কবি হয়ে গেলে স্মরিবো আমি তোমার ঋণ।

যেদিন হবে,
দেখবো ভেবে
তার আগে কি লাভ বৃথাই খেটে।

তাহলে বরং খাতা নিয়েই বসি
তোমার কাছ থেকে পড়ি কেটে।
একেই বলে কবিতা...
একেবারে অসাধারন ! তাল লয় সূর সবই ঠিক আছে। একেবারে পারফেক্ট !!
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top