What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (9 Viewers)

Status
Not open for further replies.
অবশেষে ছোট পাখী
আড্ডায় মেলে আঁখি
আরন মামার হাত খুঁজে পায়
হাতের কর্ম দেখে
চোখ মুখ এঁকে বেঁকে
হাসির দমকে তার পেট ফাটে প্রায়।

অতি উপাদেয়...
 
এইবার পরিষ্কার বুঝলাম।
আপনার বোধটা মানবীয় হইলেও কর্মটা যান্ত্রিক ! হে হে হে...


কিছুটা সেরকম বলতে পারেন, তবে জান্ত্রিক না হয়ে সেটা প্রজুক্তিক হলে বেশি ভাল হয়।
 
না মামা, কিছু সাধারন নিয়ম
এই যেমন আপনার বেক্তিগত বা কোন ধরনের তথ্য আপনি অনিওন নেটে দিবেন না, পুরাই Autonomous থাকবেন।
কখনই আপনার সাধারন নেটের কোন পেজ অনিওন ব্রাউজার এ খুলবেন না, সোশাল মিডিয়া পেজ কখনই না।
কথাও কোন নাম বা ইউজার নাম ব্যবহার করতে হলে যে সকল নাম আপনি সাধারন নেটে ব্যবহার করেন সেগুলো
নাম দূর অস্ত তার মিলিত নাম বা কাছে পিঠের নাম ও সেখানে ব্যবহার করবেন না।
সবসময় ধরি মাছ না ছুই পানি ধরনের মানসিকতা নিয়ে থাকবেন।
এই সকল প্রকার আর কি।
আর দেখবেন আসল ডিপ নেটে কোন ধরনের .com/.net/.org এই ধরনের কোন সাইট হয় না, সেখানে সাইট হয় .onion।

আর মামা, আমি কোন হ্যাকার না, তবু আমি সেখানে যাই, তাই সেখানে সবাই হ্যাকার এটা ভাবা ভুল
কিন্তু, কাওকে ভাল মানুষ ভেবে সখ্যতা করা বা কোন ধরনের কিছুতে জরান একদম উচিৎ না।
হায় হায় !
কাম সারছে !
আমি তো এই সবের সব কিছুরই উল্টা কইরা ফালাইছি...
এখন আমার অবস্থা কি হয় কে জানে...
 
কিছুটা সেরকম বলতে পারেন, তবে জান্ত্রিক না হয়ে সেটা প্রজুক্তিক হলে বেশি ভাল হয়।
প্রযুক্তি তো যন্ত্র দ্ধারাই পরিচালিত হয়, মামা ! হে হে হে...
 
অপু মামার কমেন্টে মজা পেলাম
নগদে লিখে ফেললাম

তেমন ভালো কিছু না, কিন্তু মজাটা সবাই নিতে পারবে
কবি নজরুল নাকি পুকুরে স্নান করার সময় সাবান মাখতে মাখতেও লম্বা একখান কবিতা রচনা কইরা ফালাইতেন।
আজকের দিনে নজরুল থাকলে আপনাকে তিনি তার বুকে ডেকে নিতেন...
 
আপনাকে তাহলে বিস্তারিতই বলি। কিছুদিন আগে মাঝে মধ্যে ল্যাপটপ হঠাত বন্ধ হয়ে যাচ্ছিলো, পূনরায় চালু করলে চালু হওয়ার সময় একটা মেসেজ দেখাচ্ছিলো "Thermal shutdown occurred" এই জাতিয় কিছু একটা। তবে তখন আমি লক্ষ্য করে দেখেছি লেপ্টুর কুলিং ফ্যান ঠিকই চলছিলো। তাই তখন বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেইনি। এরপর তিনি রাগ করিয়া কথা সাড়া দেওয়া বন্ধ করিয়া দিয়াছেন। একেবারেই চালু হচ্ছেনা


মামা, যখন "Thermal shutdown occurred" আসছিল তখনি বেবস্থা নেওয়া প্রয়োজন ছিল।
আসলে ল্যাপটপ এ পাখা চালু থাকলেও ল্যাপটপ যখন পুরান হয় তখন ল্যাপটপের Heat Spreader
যেটা থাকে সেখানে প্রচুর পরিমান ধুলো জমে সেটা অকেজো হয়ে পরে, বা প্রসেসর ও Thermal Block
এর মাঝে যে Thermal Pest থাকে টা নষ্ট হয়ে যায়, তাই প্রসেসর ঠাণ্ডা হতে পারে না, ও ওই ধরনের
মেসেজ দেয়, এখন যখন চালু হচ্ছেই না, সুতরাং আমার দারা কোন সাহায্য করার আর কোন অবকাস
নেই, এখন ওখানকার ডাক্তার এর হাতেই নিরভর সব। তবে প্রাথমিক অবস্থায় যানতে পারলে তখন

বাবস্থা নিলে এরকম পরিস্থিতি হত না মামা।

gt76-20160801-10.jpg
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top