What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (13 Viewers)

Status
Not open for further replies.
বাজারে গেছিলাম. জানালা দিয়ে মেইন রাস্তা দেখা যায়না 🛣
ঈদের আগে বাজারে যাওয়া মানেই হচ্ছে লাখ লাখ লোকের সাথে করমর্দন করা...
 
রেকর্ড সংখ্যক হাজারের উপরে সনাক্ত করোনা রুগী 😟
এতে যেনো এখন আর লোকজনের কিছুই যায় আসে না !
একেবারে বেপরোয়া হয়ে গেছে সবাই !!
 
আমরা ভালো ভালো মানুষ, ভালো ভালো সাজেশন দেই... :ROFLMAO:
ঠিক না মামা...
তা তো বটেই...
মামীর হাতের খাবারের পরামর্শ কয়জনে দিতে পারে !!
 
একনজরে আম্পান পরিস্থিতিঃ

* সুপার সাইক্লোন ‘আম্পান’ বঙ্গোপসাগর থেকে উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার বিকেলে একই এলাকায় অবস্থান করছে।

* মঙ্গলবার বেলা তিনটায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার ও মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৭০ দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার ও কক্সবাজার থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

* ২০ মে বুধবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে।

* পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর বিপৎসংকেত, চট্টগ্রাম কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

* মঙ্গলবার বিকেলে সুপার সাইক্লোন কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত।

* সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে বৃষ্টি শুরু।

* খুলনার কয়রায় বৃষ্টি শুরু মঙ্গলবার বেলা ১টায়।

* সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ৫ থেকে ১০ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।

* সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ১৪০ থেকে ১৬০ মিটার বেগে ঝোড়ো বাতাসসহ অতি ভারী বৃষ্টি হতে পারে।

* উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরের নৌযানগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে।


সূত্রঃ প্রথম আলো।


আল্লাহ সারাদেশের মানুষদের এ মহাদুর্যোগ থেকে রক্ষা করুন, আমিন...
 
আপনার ধারনাই সম্ভবত ঠিক...
কিন্তু দুঃখজনক হলো মানুষ ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না... 😞
শুরু থেকেই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। এর উপর যথেষ্ঠ গুরুত্বারোপও করা হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে। কিন্তু কোন ধরনের মাস্ক কে ব্যবহার করবে সেটা খুব গুরুত্ব পায়নি তাদের সেই প্রচারনায়। আমরা সাধারণত যেসব মাস্ক পরি, সেগুলো করোনা ঠেকানোর জন্য একভাগও কার্য্যকর নয়। আমাদের বেশীরভাগ লোকেরই ধারনা এতেই বুঝি আমরা নিরাপদ থাকবো। অথচ এই মাস্কগুলো শুধুমাত্র আক্রান্ত ব্যাক্তিদেরই জন্যই উপযুক্ত। সূস্থ্যদের জন্য নয়।
শুধুমাত্র নামকাওয়াস্তের এই মাস্কের কারনেই অনেকে অবাধে বাইরে ঘুর বেড়াচ্ছে নিজেকে নিরাপদ ভেবে। আর এই ফাঁকে দেদারছে করোনা ছড়িয়ে পড়ছে যত্রতত্র...
 
"পদ্মা আর যমুনার ওপারের লোকজনেরা খেলে"...
বাকিরা গোল হইয়া খেলা দেখে? হাততালি দেয়? হাহা হা হা...
আমাদের দিকে তখন এই খেলাটার প্রচলন ছিলো না !
এখনো খুব একটা নেই...
অন্তত আমার চোখে পড়ে না !
 
একনজরে আম্পান পরিস্থিতিঃ

* সুপার সাইক্লোন ‘আম্পান’ বঙ্গোপসাগর থেকে উত্তর, উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার বিকেলে একই এলাকায় অবস্থান করছে।

* মঙ্গলবার বেলা তিনটায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার ও মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৭০ দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার ও কক্সবাজার থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

* ২০ মে বুধবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে।

* পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর বিপৎসংকেত, চট্টগ্রাম কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

* মঙ্গলবার বিকেলে সুপার সাইক্লোন কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত।

* সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে বৃষ্টি শুরু।

* খুলনার কয়রায় বৃষ্টি শুরু মঙ্গলবার বেলা ১টায়।

* সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ৫ থেকে ১০ ফুটেরও বেশি উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।

* সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ১৪০ থেকে ১৬০ মিটার বেগে ঝোড়ো বাতাসসহ অতি ভারী বৃষ্টি হতে পারে।

* উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরের নৌযানগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে।

সূত্রঃ প্রথম আলো।


আল্লাহ সারাদেশের মানুষদের এ মহাদুর্যোগ থেকে রক্ষা করুন, আমিন...
তবে আমার কেনো জানি মনে হচ্ছে অবস্থা ততোটা খারাপ হবে না, যতোটা আমরা ভাবছি...
আল্লাহ আমাদের নিশ্চয়ই হেফাযত করবেন, যদি আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখি...
 
আমি সহজে বাসা থেকেই বের হই না
যদি বের হতেই হয়, লিস্ট হাতে নিয়ে যাই। সাড়ে নয়টায় রাস্তায় দুই চার জন লোক নামতে নামতেই দোকানে গিয়ে লিস্ট দিয়ে আসি।
দোকানদার নিজের সময়মতো (মানে বিকালে/সন্ধ্যায়) মাল পাঠিয়ে দেয়। আমি টাকা দিয়ে দেই

এছাড়া ফোনে/অনলাইনে অর্ডার তো আছেই
আমাদের দিকে এরকম সুযোগ খুব একটা নেই। বাদ ফজরই সব লোক বাজারের দিকে ছুটতে থাকে। রোজা আসার পর বাদ ফজর আমিও একদুই দিন বেরোতে চেয়েছিলাম। রাস্তায় লোকজনের ভীড় দেখে ফিরে এসেছিলাম। পরে সেহরী খেয়েই বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তখনো বাজার আর রাস্তায় লোকজনের অভাব দেখলাম না। যদিও বাদ ফজরের চাইতে কম। খুব ঝটপট কাজ সেরে ফেরার পথে গণ মিছিলের মুখোমুখি হতে হয়েছিলো। তারা যাচ্ছে আর আমি ফিরছি... দোকানী আর লোকজন খুব চালাক হয়ে গেছে। তারা জানে, সকাল আটটার আগে সাধারণত রাস্তায় পুলিশ নামে না। তারা এই ফাঁকে সেরে নিতে চায় তাদের বাজার সওদার কাজটুকু...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top