What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (11 Viewers)

Status
Not open for further replies.
বরফ নিয়ে ফেরার পথে বরফের পোটলাটা বার কয়েক গালে ঘসে নিতেন না ?




মাথা ও পুরো মুখমণ্ডলেই ঘসে নিতাম।
বরফ ডেলিভারি দিয়ে হাতটাও যতক্ষণ ঠাণ্ডা অনুভূতি পেতাম গালে ও গলায় ধরে রাখতাম।
 
আসসালামুয়ালাইকুম।

দশ মিনিটে দুইটা রিপ্লাই।
তাই নিঃশ্বাস বন্ধ করে লাফ দিয়ে চলে এলাম।
সবাই ভালো আছেন আশা করি।
পাখী মামাকে দেখলাম না।
হয়ত ইবাদতে ব্যস্ত।
সৌদি আরবে চাঁদ দেখার হিসাবে আজ ২৭ এর রাত।
আগামীকাল সন্ধায় উপকুলে আঘাত হানবে সিম্ফন।
আল্লাহ্‌ সবাইকে হেফাজত করুন। আমিন।
 
আসসালামুয়ালাইকুম।

দশ মিনিটে দুইটা রিপ্লাই।
তাই নিঃশ্বাস বন্ধ করে লাফ দিয়ে চলে এলাম।
সবাই ভালো আছেন আশা করি।
পাখী মামাকে দেখলাম না।
হয়ত ইবাদতে ব্যস্ত।
সৌদি আরবে চাঁদ দেখার হিসাবে আজ ২৭ এর রাত।
আগামীকাল সন্ধায় উপকুলে আঘাত হানবে সিম্ফন।
আল্লাহ্‌ সবাইকে হেফাজত করুন। আমিন।
আমিন. তিনিই সবকিছুর মালিক.
বেশ কিছুক্ষন বৃষ্টি হলো কিন্তু পরিমানে বেশি নয়, গরমের প্রভাব কমেনি তেমন :(
 
নিজেদের দোষ করোনার ঘাড়ে দিয়ে কি লাভ বলেন মামা! আমরা যেভাবে করোনার সাথে টুক পলান্তিস (কানা মাছি) খেলছি তাতে করোনা আমাদের বাগে পেলে ছাড়বেনা সেটা তো স্বাভাবিক ব্যাপার
গুটি গুটি পায়ে এগিয়ে আসছে মুসলমানের অন্যতম খুশীর দিন ঈদুল ফিতর...
ঈদ উপলক্ষ্যে আমরা যদি এবার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা না নেই তবে ঈদের পরে মহা বিপর্যয় নেমে আসবে আমাদের মাঝে। কিন্তু অবস্থাদৃস্টে মনে হচ্ছে আমরা বুঝি সেই বিপর্যয়ই প্রত্যাশা করছি...
 
মাথা ও পুরো মুখমণ্ডলেই ঘসে নিতাম।
বরফ ডেলিভারি দিয়ে হাতটাও যতক্ষণ ঠাণ্ডা অনুভূতি পেতাম গালে ও গলায় ধরে রাখতাম।
বরফ ধরতে অথবা ফ্রিজের পানি খেতে আর সাহস করিনা এখন মামু :rolleyes:
 
গুটি গুটি পায়ে এগিয়ে আসছে মুসলমানের অন্যতম খুশীর দিন ঈদুল ফিতর...
ঈদ উপলক্ষ্যে আমরা যদি এবার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা না নেই তবে ঈদের পরে মহা বিপর্যয় নেমে আসবে আমাদের মাঝে। কিন্তু অবস্থাদৃস্টে মনে হচ্ছে আমরা বুঝি সেই বিপর্যয়ই প্রত্যাশা করছি...
না যাই আর অতদূর. মহান পাক পরওয়ারদিগার যেন মানুষের প্রতি দয়া করেন আমিন..............
 
আসসালামুয়ালাইকুম।

দশ মিনিটে দুইটা রিপ্লাই।
তাই নিঃশ্বাস বন্ধ করে লাফ দিয়ে চলে এলাম।
সবাই ভালো আছেন আশা করি।
পাখী মামাকে দেখলাম না।
হয়ত ইবাদতে ব্যস্ত।
সৌদি আরবে চাঁদ দেখার হিসাবে আজ ২৭ এর রাত।
আগামীকাল সন্ধায় উপকুলে আঘাত হানবে সিম্ফন।
আল্লাহ্‌ সবাইকে হেফাজত করুন। আমিন।
ওয়ালাইকুমুস সালাম, মামা।
রোজার মাসে ওপারের জন্য কিছু করে যাচ্ছেন বলেই হয়তো আপনার এই অনিয়মিত হয়ে যাওয়া। এমতাবস্থায় লাফ মারা ছাড়া উপায়ও নেই। করোনার আশীর্বাদে এখন আমরা প্নেকেই এই ঘরে মোটামুটি নিয়মিত। আর সেই কারনেই আপনার এই লাফ মারার প্রয়োজনীয়তা দেয়া দিয়েছে।
আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি ভালো আছি, মামা।
গতো সন্ধ্যায় আমার বাসার দুই বাসা পরের বাসা থেকে একজন করোনা আক্রান্ত ব্যাক্তিকে পুলিশ আর সিভিল সার্জনের লোকেরা তুলে নিয়ে গেছে। বাসার অন্যান্যদের কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়ে বাসাটি লকডাউন ঘোষনা করে দিয়ে গ্যাছে। এই ব্যাপারে বেশ সন্ধ্যার পর থেকে এলাকার লোকজন সহ প্রশাসনের লোকজনদের বেশ তৎপরতা লক্ষ্য করলাম। জানি না আর কতোটুকু দূরে আছে করোনা...
পাখি মামাকে কি কারনে সন্ধান করেছিলেন ? ওনার হাতের ফোস্কার খবর নেয়ার জন্য বুঝি ? পাখি মামা ইবাদতে মশগুল থাকলেও হাতের ফোস্কা ভালোই পড়েছে মনে হয় !
এই হিসাবটা নিয়ে আমার সব সময়ই একটা সংশয় ছিলো, এখনো আছে। রোযার সাতাইশ তারিখ কিংবা আরাফাত দিবসের জন্য যদি সৌদি হিসাব আমাদের অনুসরণ করতে হয়, তবে ঈদের জন্য কেনো আলাদা হিসাব হবে ?
আর ঈদের হিসাব যদি আলাদা হবে, তবে অন্যান্য হিসাব কেনো আলাদা হয় না ? !!
ঘুর্ণিঝড় আম্ফান এখন যথেষ্ঠ দূর্বল হয়ে পড়েছে।আশা করছি উপকূলে আছড়ে পড়ার সময় আরো দূর্ব্ল হয়ে সেটি একটা সাধারন ঝড়ে রূপ নিবে। প্রার্থনা করি যেনো এরকমই কিছু হয়। না হলে করোনার এই দূর্যোগের সাথে ঝড়ের দূর্যোগ মিলেমিশে দ্যশের লোকজনের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। কারন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে যতোই বলা হউক, সামাজিক দূরত্ব বজায় রাখাটা খুবই দুঃসাধ্য হবে...
আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাযত করুণ, আমিন !!
 
১০ কেজিরে ছিলতে দুইদিন লাগছে, সেই হিসাবে এক দিনের মামলা...

ব্যাপার না, শুরু কইরা দেন...

হাতে ফোস্কা পড়লে ভয় পাইয়েন না, মামী মুখে তুইলা খাওয়াইয়া দিবে... ;)
মুখে তুইল্যা খাওয়াইবো সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই।
তবে কিনা তার বিপরীতে প্রতিদিন সেই ফোস্কা পড়া হাতেই বালতি দুয়েক কাপড় কাঁচতে হইতে পারে...
 
আমিন. তিনিই সবকিছুর মালিক.
বেশ কিছুক্ষন বৃষ্টি হলো কিন্তু পরিমানে বেশি নয়, গরমের প্রভাব কমেনি তেমন :(
বৃস্টিটা হয়েছে সম্ভবত আম্ফানের প্রভাবে।
তবে সাথে বাতাস ছিলো না। এমনকি খুলনা-যশোর অঞ্চলেও একেবারেই বাতাস নেই। ঘুর্ণিঝড়ের আলামত প্রকাশ পেয়ে গেছে। ঝড়ের আগে পরিস্থিতি এরকমই থমকে যায়...
বৃস্টির সাথে যখন কিছুটা বাতাস থাকবে তখন প্রকৃতি আরো ঠান্ডা হয়ে যাবে বলে আশা করছি...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top