What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (3 Viewers)

Status
Not open for further replies.
আলহামদুলিল্লাহ, আল্লার ইচ্ছায় এখনো ভালো আছি মামা।

আপনার সাথে ইদানিং আমার পরের দিন দেখা হয়।
আমাদের অনেকের সাথেও...
 
আপনারতো অফিস নেই, তাই টেনশন নেই। আমিতো প্রতিদিন না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, আবার সকালে অফিসে আসতেছি।
অফিস নেই, মানে ?
জানামতে তো যুবি মামা নিয়মিত অফিস করছেন।
তবে হয়তো আগের মতো না, সীমিত আকারে...
 
আজকের রম্যঃ ভাইয়া!
বাসরঘরে ঢুকতেই বউ আমাকে সালাম করে জিজ্ঞেস করল, "কেমন আছেন ভাইয়া?"
ভাইয়া শব্দটা শুনে অবাক না হয়ে পারলাম না, ইচ্ছে করছিল দেয়ালে মাথা ঠুকে সুইসাইড খাই। বিয়েটা করেছি পারিবারিকভাবে। বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্পবয়সী মেয়ে খুঁজে, আমার বেলায়ও অন্যটা হয়নি। পারিবারিক মতামতে বিয়ে করলাম ইন্টারে পড়ুয়া এক সুন্দরী মেয়েকে। বাসর রাতে বউ আমাকে ভাই বলাতে একদম থ হয়ে গেলাম৷ প্রশ্ন করলাম, "আমাকে ভাই বলছো কেন?"
সে স্বাভাবিকভাবে উত্তর দিল, "আপনার আম্মু আমাকে বলেছে, আজ থেকে উনাকে 'মা' বলে ডাকতে।"
"হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। মা'ই তো ডাকবে!"
বউ কিছুক্ষণ চুপ থেকে বলল, "তো আপনার মা যদি আমারও মা হয়, তাহলে তো আমরা ভাই-বোন তাইনা?"
বউয়ের যুক্তি দেখে দু-চোখ থেকে আবেগে আধা ফোটা জল গড়িয়ে পড়ল৷ অধিক শোকে পাথর হয়ে খাটের এক কোণে বসে রইলাম।
"এই যে ভাইয়া, শোনেন!"
'ভাইয়া' ডাকটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগল। জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি, সবগুলো মেয়েই আমাকে 'ভাইয়া' ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমার বউও ভাইয়া ডাকাটা বাদ দিলো না৷ এ জীবন রেখে কী লাভ! ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি৷ নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম, "হ্যাঁ, বলো বইনা৷"
"একটা বিড়াল এনে দিবেন?"
বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম, "বিড়াল দিয়ে কী করবে শুনি?"
"ভাবী বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি।"
একটা মানুষ কী করে এতোটা গাধীরাম হতে পারে চিন্তা করতে লাগলাম। চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাইশা বলল, "এনে দিন না একটা বিড়াল৷"
ছলছল নয়নে ওর দিকে তাকালাম৷ মেয়েটার চেহারা বেশ মনোমুগ্ধকর, মায়া-মায়া ভাব আছে৷ কিন্তু মাথায় যে ঘিলু বলতে কিছু নেই সেটা আমার আর বুঝার বাকি রইল না। বললাম, "আচ্ছা ঠিক আছে, কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে।"
"কিন্তু ভাবি তো বলল, প্রথম রাতে বিড়াল মারতে৷"
রেগে গিয়ে বললাম, "তো ভাবির বাড়ী থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতা, আমার মতো সাদাসিধে ছেলেটার সাথে কেন এমন করছো?"
বউ চুপচাপ শুয়ে পড়ল বিছানায়৷ বউয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে ব্যাচেলারদের মতো রাত কাটাতে হবে। সব ইচ্ছে মনের মধ্যে ধামাচাপা দিয়ে মাঝখানে একটা কোলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম৷ মাঝরাতে বউ আমাদের মাঝের কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, "ভাইয়া, আমার না খুব ভয় লাগছে।"
আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, "মাঝরাতে এখানে ভূত আসে, আলাদা কাউকে দেখলেই ঝাপটে ধরে৷ ভালো করে জড়িয়ে ধরো আমাকে।"
আহ, কী রোমান্টিক অনুভূতি! মনে হচ্ছে এই বুঝি ব্যাচেলর লাইফটা কেটে গেল আমার।।
বউয়ের মুখে ভাইয়া ডাক শুনতে শুনতে কান আমার ঝালাপালা। ছুটি থাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরপর মাইশা আমাকে কল দিচ্ছে। রিসিভ করতেই বলছে, "বাসায় কখন আসবেন ভাইয়া? বাসার ফেরার পথে বিড়াল আনতে ভুলবেন না কিন্তু! আজকে যে করেই হোক বিড়াল মারতে হবে।"
কথায় কথায় ভাইয়া বলাটা বোধহয় মাইশার একটা বদ অভ্যাস৷ কিছু বলার সাহস হচ্ছিলো না কোনোবারই। শুধুমাত্র "হ্যাঁ" বলেই কল কেটে দিচ্ছি প্রতিবার।
বিকেলে যখন ক্যান্টিনে খাওয়াদাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখন আম্মুর কল। রিসিভ করতেই বললেন, "বাবা, মাইশা আমাকে শুধুশুধু প্রশ্ন করছে, ভাইয়া আসবে কখন? আসার পথে মাইশার ভাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো।"
আবেগে দুচোখ বেয়ে আঁড়াই ফোটা জল গড়িয়ে পড়ল। "ঠিক আছে৷" বলে কল কেটে দিলাম।
একটা খাঁচাতে বিড়ালের বাচ্চা নিয়ে বাসার কলিংবেলে হাত চাপলাম৷ দেখলাম মাইশা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই মাইশা জোরে বলতে লাগল, "আম্মু, দেখো ভাইয়া এসেছে৷"
হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখ চেপে ধরলাম। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক-সেদিক ঘুরাছে৷ কিছু বলার চেষ্টাও করছে। মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে আমার রুমে নিয়ে গেলাম৷ বললাম, "তুমি আম্মুর সামনে আমাকে ভাইয়া ডাকবে না।"
"কেন! কী হয়েছে? আজ সারাদিন তো 'ভাইয়া' বলে আপনার কথাই বললাম৷"
আবারও বললাম, "ঠিক আছে, কারোর সামনে আমাকে ভাইয়া ডাকবে না বুঝেছো?"
"আচ্ছা ঠিক আছে।"
শান্তভাবে আমার পাশে মাইশা বসে বিড়ালটা নিয়ে খেলা করছে। কিছুক্ষণ পর মাইশা বলল, "বিড়ালটা খুব কিউট, এটাকে আমি আর মারবো না। আদর করবো।" আমি আর কিছু বললাম না।
প্রথমবার যখন শশুরবাড়িতে গেলাম। লক্ষ্য করলাম ভাবির সাথে বসে মাইশা কী যেন গুঁজুর-গুঁজুর করছে। আঁড়ি পেতে শোনার চেষ্টা করলাম। ভাবি বলছে, "কিরে! বিড়াল মারলি?"
মাইশা উত্তর দিলো, "উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন, কিন্তু বিড়ালের বাচ্চাটা দেখে খুব মায়া হলো তাই এটাকে বাসাতেই রেখে দিয়েছি।"
দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো। লক্ষ্য করলাম ভাবি মিটিমিটি হাসছে।
অল্প কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো৷ কিন্তু মাইশার মুখের ভাইয়া ডাকটা সরাতে পারলাম না আর৷ যাইহোক, ব্যাচেলর লাইফ থেকে তো মুক্তি পেলাম। তবে মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝেনা কিন্তু, সবসময় পিঁছু পড়েই থাকে।
বিয়ের পাঁচ মাস যেতেই লক্ষ্য করলাম মাইশা ঘনঘন বমি করছে৷ আম্মুও কেমন জানি দুষ্টূমির নজরে আমার দিকে তাকায়৷ বেশ হাসিখুশি পরিবারের সবাই, কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে৷ রাত হতে মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, "আচ্ছা, সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন?" বিশ্বাস করেন ভাই, এরপর যা শুনলাম আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
মাইশা মিটিমিটি হাসলো, আমার বুকে মুখ লুকালো। আর আস্তে করে বলল, "আপনি মামা হতে চলেছেন।"
এইটা কি দিছেন, ভাইয়া ?
আমার তো হাসির ঠ্যালায় দম বন্ধ হইয়া যাওনের দশা হইছে !!
 
শুভ সকাল!
কাল বড় মামায় ফোন দিয়েছিলেন। অনেক্ষন কথা বললাম উনার সাথে, উনি এখনও ভাল আছেন। সেখানে না কি আবার নতুন করে আক্রমন চালিয়েছে করোনা। উনারা আগামী ১৮ তারিখে সব খুলে দিতে চেয়েছিলেন, সেটাও মনেহয় অনিশ্চিতের দিকেই যাচ্ছে। উনাকে আমাদের আড্ডা খানায় প্রতিদিন হাজিরা দিতে বলেদিলাম। বাংলা লিখতে উনার অপারগতার কথায় বলেছি পৃথিবীর যেকোন ভাষায় শুধু লিখে যাবেন "অ্যাঁই বালাচি, বুইচ্চেন্নি"।
 
আজকের রম্য (অনেকেই পড়েছেন, তারপরেও দিলাম)ঃ
ডিফিকাল্টিজ
আমার ছোট ছেলেটার খৎনা করার পর থেকেই বাসায় সবাই একটা আতঙ্কিত অবস্থায় আছি। প্রথম কয়দিন ব্যথা বেদনা নিয়ে ছিল। কোন আতঙ্ক ছিল না। এখন ব্যথা নাই। বেদনা নাই। কিন্তু সবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে ছেলেটা। বাসায় যেই আসুক, সবার সামনেই প্যান্ট খুলে দেখিয়ে বলে, 'দেখছোনি দাক্তার বেতা আমি নুনু কাতি দিসে।' এইটুকু তাও মানা যায়। বাচ্চা ছেলে। বয়স মাত্র সাড়ে তিন বছর। সবাই শুনে মজাই পায়।
গণ্ডগোল দেখা দিলো ওর নানা যেদিন ওকে দেখতে আসে সেদিন থেকে। আমার শ্বশুর মশাই ঘরে ঢুকে বসতেও পারেনি তখন। ছেলে ঢ্যাং ঢ্যাং করে নানু ভাই বলে চিৎকার করে বলে উঠলো, 'নানু ভাই, দাক্তার বেতা আমার নুনু কুত করি কাতি দিসে। তোমার নুনু কাটছে নাকি দেকিতো। দেকাও তো।' এই বলে ওর নানার প্যান্ট ধরে টানাটানি শুরু করে দিলো।
ইজ্জতের চল্লিশা বলে যদি কিছু থেকে থাকে তাহলে এটাই সেটা। আমার বাবা ওর মুখ চেপে ধরে বলে, 'ছিঃ দাদাভাই, এসব পচা কথা বলে না।' ও তানাবানা করে কোন রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, 'দাদাভাই তোমার নুনু কাতছে নাকি দেকি তো।' বাসার সব পুরুষ মানুষ গুলা পরেছে বিপাকে। মহিলারা না পারছে জোরে হাসতে। না পারছে হাসি চাপিয়ে রাখতে। না পারছে কিছু বলতে। বউ আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। গা জ্বলে সেই হাসি দেখলে। এক ফাঁকে কানের কাছে এসে ফিসফিস করে বলে গেলো, 'ছেলে জিজ্ঞাস করলে ঠিকঠিক উত্তর দিও কিন্তু।'
আগে জানতাম ঘরের শত্রু বিভীষণ। এখন দেখি বিভীষণের জায়গা পুরোদমে দখল করেছে বউ। কোথায় ছেলেকে একটু শাসন করবে তা না। উলটা ছেলেকে আরো উস্কায়। নিজের ভাইকে পর্যন্ত ফাঁসায়। ছেলেকে বলে, 'মামাকে জিজ্ঞাস করো বাবাই।' ওর মামাকে সেদিন দেখে আমার এতো মায়া লাগছিলো। ইচ্ছে করছিলো বেচারার মাথায় হাত বুলিয়ে বলি, 'কি করবি ভাই। কিছু করার নাই। যার এমন একটা বোন আছে। তার দুনিয়াতে আর শত্রু না থাকলেও চলে। আল্লাহ্‌ আল্লাহ্‌ কর।'
বড় মেয়ের প্রাইভেট টিউটরকেও পাকড়াও করে ছেলে। সেই মাস্টার সেই যে গেছে আজ চার দিন হলো আসার কোন নাম গন্ধ নাই। কি বলে খুব অসুস্থ। অসুস্থ নাকি কি সেটা তো বুঝি। আমি মেয়ের পড়ালেখা কেমন চলছে জিজ্ঞাস করতে গিয়েছিলাম। পিছনে পিছনে কখন যে সেখানে এসে আমার গুণধর পুত্র হাজির হয়েছিলো টেরও পাইনি। মেয়ের টিচারকে সরাসরি জিজ্ঞাস করছে, 'তিচার, তুমি কি মুতুলমান অইতো। তোমার নুনু কি দাক্তার কাতি দিসে। আমি মুলুতমান অই গেতি।'
ছেলের কথা শুনে মেয়ের দেখি মুখ লাল হয়ে গেছে। ও কি করবে বুঝতে পারছে না। ওর টিচারের অবস্থা আরো শোচনীয়। ছাত্রীর সামনে এমন কথা সে যে শুনবে এমনটা মনে হয় দুঃস্বপ্নেও দেখেন নাই। আমি ছেলের মুখ চেপে ধরে বগলদাবা করে আমাদের রুমে নিয়ে এলাম। আমার প্রায় পিছন পিছন মেয়েও রুম থেকে দৌড়ে বের হলো। একটু পরে রান্না ঘরে মা মেয়ের সে কি হাসি। মেয়েটাও হয়েছে মায়ের কার্বন কপি। একটু পরে বউ এসে টিচারকে বলল, 'আজ আপনি চলে যান। ও পড়বে না।' বলে টিচারের সামনেই বউ দম ফাটানো হাসি দিলো। টিচার তো আর দুনিয়ায় নাই। পুরুষের আছেই এই এক সম্বল। তার অবস্থা এখন কম্বল।
টিচার যাওয়ার পরে বউকে দিলাম একটা রাম ঝাড়ি, 'এটা কি রকম অসভ্যতা। মেয়ের টিচারের সামনে এভাবে হাসলে কেন? এমন একটা অস্বস্তিকর অবস্থায় কেউ হাসে? উনি কি মনে করবেন এখন! ভাববে একটা অভদ্র মহিলা তুমি।' বউকে কি বলি আর বউ করে কি। ও হাসতে হাসতে পেট চেপে কোন রকমে বলল, 'যা মনে হয় ভাবুক গিয়ে... পেটের ভিতরে হাসি আরেকটু হলেই বাস্ট করতো... হিহিহি! তিচার তুমি মুতুলমান অইতো! হিহিহি...হিহিহি!' কাকে কি বলি আমি। বউয়ের মাথায় মস্ত ডিফিকাল্টিজ আছে।
আমিও এখন বাসায় আসি একটু দেরি করে। বাবাই ঘুমিয়ে যাওয়ার পরে। এখানে ওখানে ঘুরি। কোন বন্ধুকে পেলে আড্ডা দেই। কারণ আরেক ডিফিকাল্টিজ এসে হাজির হয়েছে বাসায়। বউয়ের তিড়িংতিড়িং লেঞ্জা- আমার ছোট শ্যালিকা। মান ইজ্জৎ যতোটা পারি নিজেকেই তো সামলাতে হবে। ছোট শ্যালিকার সামনে বাবাই এমন কিছু বললে সেটা আমি মরার আগ পর্যন্ত ওর মুখে শুনবো।
একবার বিয়ের প্রথম প্রথম শ্বশুরবাড়ি গিয়েছি। ওরা ভাইবোন সবাই মিলে রাতে আড্ডা দিচ্ছিলো। আমার এসব আড্ডা ফাড্ডা পছন্দ না। রাত বাজলো দেড়টা। ঘুমও আসে না। নতুন বিয়ে। বউ ছাড়া বিছানা মানে লবণ ছাড়া তরকারি। লজ্জা শরমের মাথা খেয়ে ড্রয়িংরুমের দরজার কাছে গিয়ে বউকে ডাক দিয়ে বললাম, 'এই একটু শুনে যাও তো।' ব্যস! কপাল পুড়লো। ভাঙ্গা রেকর্ডও বাজতে থাকলো। শ্যালিকা এখনো পর্যন্ত সবার সামনে আমাকে খোঁচা মেরে বলে, 'এই একটু শুনে যাও তো।'
আমার শ্বশুর শাশুড়িকে পর্যন্ত সকালে নাস্তার টেবিলে বলে দিলো, 'দুলাভাই তো আপুকে ছাড়া ঘুমাইতে পারে না। কত সুন্দর করে মিউমিউ করে ডাকলো- এই একটু শুনে যাও তো।' ওনারা দু'জনে রাগ দেখালেন ঠিক; কিন্তু ঠোঁটের কোণে গা জ্বালানো হাসির আভা। এরা পুরা ফ্যামিলিই একটা ডিফিকাল্টিজ ফ্যামিলি। এখন বুঝি সেদিন লজ্জা শরমের মাথা খাওয়া উচিৎ হয়নি।
বাচ্চারা নতুন কিছুতে বেশিদিন স্থায়ী হয় না। কিন্তু বাবাই তো দেখি একেবারেই উলটা। ও এই ব্যাপারটা ভুলছেই না। ওকে এটা ভুলাতে নতুন কিছু একটা করা লাগবে। বকা দিয়ে লাভ নাই। আসলে ছেলের মাথা খাচ্ছে ওর মা। ছেলে গতকাল ঘুমানোর আগে ওর মাকে বলছিল, 'মা আমার ইতার একতা তেপ্পি (সেলফি) তুলি দাও তো।' ওর মাও দেখি মহা উৎসাহে ঘুরিয়ে ফিরিয়ে তুলছে। আর আমার দিকে সেই গা জ্বালানো হাসি দিচ্ছে। ঠিক ঐ সময় শ্যালিকা কেন যেন রুমে এলো। আর আমার কি ভাগ্যবানের কপাল। বাবাই ওর মাকে বলল, 'বাবারতারও তেপ্পি তুলি দাও। আমি তুমি খামনি এক তাতে।'
 
দুপুরে একটু বার হয়েছিলাম বাজার করার জন্য। ফিরার সময় ঝুম বৃষ্টি।
অনেকটাই ভিজলাম।
ভালো লাগলো খুব।
ইস, আমারও কালকে খুব ভিজতে ইচ্ছে করছিলো, কিন্তু উপায় ছিলো না।
 
আমার কিছু হয়নি।
গিন্নী অসূস্থ্য হয়ে পড়ছিলেন। গাইনী সমস্যা। দুইদিন ক্লিনিকে থাকা লাগছিলো। আজ দুপরের পরে মোটামুটি সূস্থ্য হবার প্রেক্ষিতে সন্ধ্যার দিকে বাসায় নিয়ে এসেছিলাম। রাত দশটার দিক থেকে আবারো অসূস্থ্যতা বোধ করছেন। এখানে বর্তমানে গাইনী ডাঃ হিসাবে যারা আছেন তাদের উপর পুরোপুরি ভরসা করতে পারতেছি না। এই ব্যাপারে ওনি সাধারণত ডাঃ ফিরোজাকে দেখিয়ে থাকেন। করোনা পরিস্থিতির কারনে ঢাকায় যোগাযোগ করা হয়নি। কাল সকালে ফোন করে খোঁজ নিতে হবে ফিরোজা ম্যাডামের ক্লিনিক খোলা আছে কিনা। খোলা থাকলে যদি সিরিয়াল পাই, তবে ওখানেই দেখানোর ব্যবস্থা করতে হবে।
দোয়া করবেন, মামা।
দোয়া করি ভাবীর দ্রুত সুস্থ্যতার জন্য। সেই সাথে ফিরোজা ম্যাডামের নাগাল পাওয়ার জন্যও দোয়া করি।
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top