What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি-২০২০ (10 Viewers)

Status
Not open for further replies.
আপনি কি আড়াল ছেড়ে প্রকাশ্যে চলে এসেছেন নাকি !!
ঠিকানা বলেন, কোথায় গেলে আপনার দেখা পাবো...
ঘুমন্ত শহরে, রুপালি রাতে
আমি আছি আছি তোমার স্মৃতিতে...........
 
খুব ভোরে বাতাসের ভালোই অস্তিত্ব ছিলো ! একেবারে বেহেস্তি বাতাসের পরশ লাগিয়ে এসেছিলাম ঘরের বাইরে বেরিয়ে। গেইট পার হয়ে একটু সামনে গেলে হয়তো আরেকটু বেশী বাতাসের দেখা পাওয়া যেতো। কিন্তু ভয়ের কারনে ওদিকে আর যাইনি। ইদানিং ফজরের পর পরই প্রচুর লোকজন রাস্তায় বেরিয়ে পরে। ওই সময় পুলিশ কিংবা সেনাবাহিনীর টহল না থাকায় এই সুযোগে অনেকেই শুধু শুধু ঘুরাঘুরিতে ব্যস্ত হয়ে যায়...
তবে গতো রাতে বাইরে একেবারেই বাতাসের অস্তিত্বই ছিলো না !
ভোরের বাতাস আমিও পেয়েছি.........
 
আড়ালে নাকি এই ধরনের ড্রাগ পাওয়া যায় না। ওখানে নাকি অন্য ধরনের ড্রাগের বিনিময় হয়। আর সে কারনেই আলু মামা নাকি আড়াল ছেড়ে বেরিয়ে এসেছেন।
এখন ভালো করে খোঁজ নিয়ে দেখেন, বর্তমানে আলু মামা প্রকাশ্যে কোথায় আছেন। সেখানে গেলে হয়তো এক দুই বোতল পাইলেও পাইতে পারেন !!
এতো অভাব Hexisol এর!!!
 
আমি বলদা গার্ডেনে কখনো যাইনি। একসময় এই গার্ডেনের ব্যাপক সুনাম ছিলো। কিছুদিন আগে আপনার কাছ থেকে জানলাম, এখন অবস্থা খুবই খারাপ। বেশ কিছু নোংরা কাজও নাকি ওখানে হয়। তারপরেও একবার শুধু ঘুরে দেখার জন্য মাঝে মধ্যেই মনটা টানে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর যদি এই বিপদ কোনদিন কেটে যায়, একদিন যাবো বলদা গার্ডেন দেখতে। তখন আপনার সেই ক্যাকটাসটাও দেখে আসবো, মামা !
মনে হয় আমার সেই ক্যাকটাসটা দেখতে পারবেন না। কারন, বলদা গার্ডেনে দুইটা ভাগ: সিবলী আর সাইকি। সাইকিতে ঢুকতে দেয়া হয়না, সেটা শুধু ঐ গার্ডেনের ফরেস্ট অফিসারদের আবাসস্থল আর হারিয়ে যাওয়া অনেক উদ্ভিদের সমাহার সেখানে। গোল্ডেন ব্যারেল ক্যাকটাস সহ এমাজন লিলিও সেখানে আছে। আমি একবার সেই এমাজন লিলিতে উঠেছিলাম, বেশ বড় সাইজের ছিলো। আমার ভয় লাগলেও লিলি কিন্তু আমাকে ফেলে দেয়নি।
 
সে জন্যই দুপরের আগে আগেই এক পশলা ছোট অথচ কার্য্যকরী বৃস্টি হয়ে গেলো...
বাতাসটা এখন পর্যন্ত হিমেল আছে ☺
 
করোনার চিকিতসায় নিয়োজিত ডাঃ মইনের মৃত্যু (ইন্নালিল্লাহে... ... ... রাজেউন।)
সর্বশক্তিমান ওনার বিদেহী আত্মাকে জান্নাত নসিব করুন।
আমিন। নিশ্চই তাহার নিকটই ফিরিয়া যাইতে হইবে................
 
মানুষ কতটা পশু হ‌য়ে যা‌চ্ছে তার জ্বলন্ত নমুনা।
একারণেই কি এই কেয়ামত চীন এবং যুক্তরাষ্ট্রের মারফত................
 
লগইনের পরেও নাকি হচ্ছে ? !!
পিসিতে বা মোবাইলে এখনও পর্যন্ত লগইনের পরে কোন ঝামেলা পাইনি।

এইটা নিয়ে আমার বড় আপত্তি আছে মামা। যারাই এই অভিযোগ করছে তারা সকলেই এডাল্ট ফোরাম হিসেবেই এখানে সাইন আপ করেছে এবং বেশিরভাগ সময়ই লগ ইন করে এডাল্ট সেকশেনেই ঘুরাঘুরি করে। তখন পরিবারের অন্য কেউ দেখেনা?

ফোরামের আয়ের জন্য যদি আমরা এটুকু সহ্য করতে না পারি, তাহলে আমার আর বলার কিছু নাই।

অযথা পরিবারের অন্যরা দেখবে এই দোহাই দেয়া আমার কাছে সমিচীন মনে হয়না। পরিবারের অন্যরা যদি দেখতে চায় তবে শুধু ফ্রন্ট পেজ কেন, চাইলে অন্য পেইজও তারা দেখবে, এইটা নিশ্চিত।
 
এখন তো প্রায় সব ফার্মেসীতেই বড় বড় হরফে চোখের সামনে লিখে রেখেছে যে, এখানে কোনো হেক্সাসল আর হ্যান্ড সেনিটাইজার পাওয়া যায় না !!
বাসায় হ্যান্ড স্যানিটাইজার বানাইয়া নেন সেটা আরো ভালো।
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top