হ্যাঁ, সেই পাহাড়টা
যেখানে ছোট্ট বুনোফুল তুলে তোমার নাকে নাকফুল পড়িয়ে দিয়েছিলাম
ছোট্ট হলুদ ফুল, পানিতে ভেসে যাবে বলে তুমি
ঝর্ণার জলে স্নান করতে চাচ্ছিলেনা, আমি আবার পাহাড়ের চুড়ায় উঠে
আরেকটা ছোট্ট হলুদ বুনোফুল নিয়ে আসতেই তুমি রাজি হলে,
নিজেকে সঁপে দিলে ঝর্ণার কাছে, সারা অঙ্গে ভালোবাসা জড়িয়ে
ছড়িয়ে দিলে আমার শরীরে। আমি সেই থেকে আর স্নান করিনা।
যদি শরীরে লেগে থাকা তোমার সে ভালোবাসা ধুয়ে যায়।
আজ তুমি আমার থেকে অনেক দূরে, আমার সীমানা ছাড়িয়ে
শৈশবের লুকোচুরি খেলার মতো কোথায় যে তুমি লুকোলে,
আমি আর তোমায় খুঁজে পেলাম না।
আমার আকাশ থেকে সূর্যটা ডুবে গেছে অনেক আগেই
আকাশে নেই কোন তারা, শুধুই ঘোর অন্ধকার।
আমাকে নিয়ে যাবে এই অন্ধকার থেকে!!
দোহায় লাগে, তুমি আর লুকিয়ে থেকোনা।
আমার হাতটি ধরে এই আঁধারের মাঝ থেকে নিয়ে যাও।
আমি আলোর মিছিলে তোমার হাতটি ধরে আঁধারের বিরুদ্ধে
প্রতিরোধের পাহাড় গড়বো। রঙ্গিন ফুল দিয়ে রাঙ্গিয়ে নিব আমাদের জীবন।।
আকাশ থাইক্যা সূর্য্য ডুইব্যা গেলে তো আকাশ দেখা যাওনেরই কথা না !!