বুকের ভিতর বাক্য পাখির বাস
বুকের ভিতর কথার গৃহস্থালি
বুকের ভিতর শব্দেরই নির্যাস
জলের রূপে বুকেতেই উছলি।
তোমায় যখন বলবো প্রিয় কথা
তোমায় যখন দেখবো প্রিয় আলোয়
তোমায় যখন সাজতে দেবো পাতা
তখন তুমি ঝলকাবে নিজ আলোয়।
বুকের ভিতর আদর খেলা করে
বুকের ভিতর বাঁধার প্রাচীর ভাঙা
বুকের ভিতর তোমার মুখটা ধরে
রোজ মায়াটা করছে তোমায় রাঙা!
তুমি যখন চোখে রাখছো চোখ
তুমি যখন বানের মত আসো
তুমি যখন ভুলিয়ে দিচ্ছো শোক
সত্য কথা আমায় ভালোবাসো!
তখন আমার সকল অনুর্বর
জিয়নকাঠির ছোঁয়ায় নেচে ওঠে
তোমার বীজনে সমীরণ চঞ্চল
আমাকে শেখায় কীভাবে ফুল ফোটে।