তোমার ছুড়ে দেওয়া শব্দগুলোকে কুড়িয়ে আমি একটা মাল্য গেঁথেছি
কাব্য মাল্য,
কথার পিঠে কথা, শব্দের সাথে শব্দ জুড়ে অনুভূতির সুতো দিয়ে;
ঐযে তুমি আকাশের দিকে কিছু শব্দ উড়িয়ে দিয়েছিলে,
সেখান থেকেও ধরেছি দু একটা। শুধু আনতে পারিনি বুকের জমিন খুড়ে
গেঁথে যাওয়া শব্দগুলোকে।
আনতে পারিনি বললে ভুল হবে, আমি আনিনি
ওগুলো আনলে যে বুকটা একেবারে শুন্য হয়ে যাবে।।
তোমার দুচোখের ক্যানভাসে জলরঙে আঁকা নীরব কথাগুলোকেও
গেঁথে নিয়েছি স্বযতনে, আর তোমার ঠোঁটে লেগে থাকা কথা টাকে
লকেট বানিয়ে ঝুলিয়ে রেখছি। দেখ কি সুন্দর দ্যুতি ছড়াচ্ছে।।
শৈশবে পুকুরে ভাসিয়ে দেওয়া নৌকাটা যেভাবে লাল পদ্মে আটকে গেছিলো
ঠিক সেভাবেই তোমার কথা দিয়ে গাঁথা মালাটা আমার বাহু জড়িয়ে আছে,
এই কাব্য মাল্য নিয়ে আমি তোমার বাড়ির পাশের মেঠোপথ ধরে
ঘুড়ির মতোই উড়ে আসছি, সুতো ছিড়ে তোমার উঠোনে পড়বো বলে।
তুমি বারান্দা থেকে দৌড়ে এসে আমাকে কুড়িয়ে নিয়ে তোমার আকাশে উড়াবে
আর আমি উড়তে উড়তে তোমার উতফুল্য হাসি দেখবো।