What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০১৯ (12 Viewers)

Status
Not open for further replies.
ঠিক বলেছেন, মামা। তিনগোয়েন্দা কিংবা কুয়াশা সিরিজ পড়েও যে মজা পাইছি সেটা এখন আর তাদের লেখায় খুঁজে পাওয়া যায় না। অবশ্য এখন আর আগের সেই লেখকরা সবাই নিয়মিত লেখেনও না !! এমনকি এখনকার মাসুদ রানাও নাকি কাজী আনোয়ার হোসেনের নিজের লেখা নয় !



আগেও মাসুদ রানা সিরিজের, অনুবাদ ও সংকলন বই গুলির সবগুলি কাজী আনোয়ার হোসেনের নিজের লেখা/অনুবাদ, ছায়া/ভাব (বিদেশী কাহিনীর) অবলম্বনে ছিল না। এক, দুই, কয়েকজন মিলে কাহিনীর কাঠামো তৈরী করতেন, কাহিনী বিন্যাস করতেন।

তারা হলেন - কাজী আনোয়ার হোসেন,
শেখ আব্দুল হাকিম, ইফতেখার আমিন, রকিব হাসান, নিয়াজ মোরশেদ আরো অনেকে। লেখক হিসাবে নাম থাকতো কাজী আনোয়ার হোসেনের বা শামসুদ্দিন নওয়াবের। কাজী আনোয়ার হোসেনের পুরোনাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন ডাকনাম নবাব বা নওয়াব।

নানা কারনে বিশেষতঃ কাজী আনোয়ার হোসেনের ছেলেরা - কাজী শাহনূর হোসেন ও কাজী মায়মুর হোসেন সেবা প্রকাশনীর দায়িত্ব নেয়ার পর
আগের সেই লেখকরা অনেকেই সেবা প্রকাশনী থেকে দূরে সরে গেছেন বা নিয়মিত লেখেন না।

যদিও প্রিন্টার্স লাইনে লেখক হিসাবে কাজী আনোয়ার হোসেনের নামই যায় (তার জনপ্রিয়তার কারনে), ধারনা করা হচ্ছে বয়সের কারনে কাজী আনোয়ার হোসেন (কাজীদা) বই লেখা/সম্পাদনায় আগের মত সময় দিতে পারেন না।

আগ্রহী পাঠক আগের ও এখনকার বইগুলির ভাষাশৈলী লক্ষ্য করলেই তা বুঝতে পারেন। কাজীদা ও পূর্বোক্ত লেখকদের বর্ণনাভঙ্গি ও ভাষাশৈলী ছিলো অসাধারণ রকমের স্বাদু ও ঝরঝরে। সেবার একজন ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ী হিসাবে যা বেদনার।

আশার কথা এখন কয়েকজন মেধাবী লেখক সেবা প্রকাশনীর বইগুলি লিখছেন, যেমন - গোলাম মওলা নঈম, সায়েম সোলায়মান, অনীশ দাস অপু প্রভৃতি।
 
ডাব চুরি করি নাই
তবে গ্রামে গিয়া মুরগি চুরি করছিলাম
বিচার দিতে আমাদের বাড়িই আসছিল
চাচা কইল, মুরগি খাইতে ইচ্ছা করছে, খাইছে। তোর মুরগির দাম কত?
কয়, ১৫০ টাকা।
চাচায় কয়, খোয়াড়ে গিয়া খুইজা দেখ, কমপক্ষে ২০০ টাকা এরা রাইখ্যা আসছে। তালুকদার বাড়ির পোলারা জুলুম করে না।
দারুন কই‌ছে।
 
মানেটা অতি সহজ। দুই একটা শব্দ উহ্য কইরা কওয়া আর কি।
বই আন পড়তে ব
যারা আমার মত পড়াশোনায় পাকা তাদের কয় আর কি।

হুহু, সেইরাম হইছে মামু...
 
সেটা এখনো পাওয়া যায়, তবে আগের মতো নাই
এখনকার হাওয়াই মিঠাই আর আগের হাওয়াই মিঠাইয়ের মাঝে স্বাদে আর সাইজে বিস্তর ফারাক আছে...
 
ঐ তেঁতুল একটু বেশী খাইলে কেমন যেনো মাথা ঝিম ঝিম করে আর মাথা ঘুরায়...
আমার এরকম হতো বলে সবারই যে হবে এমন কোন কথা নেই। আমি শুধু আমার অভিজ্ঞতা থেকেই বলেছি...

অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ মামা...
 
একটা একটা কইরা খাইয়া দেখাইয়া দিলে পরমান আরো পোক্ত হইবো... 😜
পামু কই ? লিস্টিতে যে কয়টা নাম আছে তার বেশীরভাগই বন্ধ হইয়া গেছে...
 
Status
Not open for further replies.

Users who are viewing this thread

Back
Top