What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

আসুন নির্জনে আড্ডা মারি - ২০২৪ (7 Viewers)

দীপু মামা না হয় তেলাপোকা এক্সপোর্ট করলো, কিন্তু কি ইম্পোর্ট করবো কি ?
উনাদের দুইজনের কি আর আইটেমের অভাব আছে!
 
আপনি রসিক সেটা জানি,
কিন্তু এতোটা রস যে আপনার আছে সেটা জানতাম না !
রস যে একেবারে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে... হে হে হে...
আপনি তাহলে আরো বেশি জিলাপি ভাজার সুযোগ পেয়ে গেলেন। ফ্রি-তে অনেক রস পেয়ে গেছেন 😉
 
সরি, এটা জানা ছিলো না 🙂
ভুলে যাওয়া পথে
ভুল করে কড়া নাড়ি
বহু চেনা দ্বারে,
স্মৃতির সীমানাতে
যতনে আগলে রাখি
গোপন ছবিটারে।
অদ্ভুত ঘোরে
থমকে দাড়িয়ে থাকি
অজানা এক টানে,
হাসিমাখা মুখে
তোমায় দেখে চলি
ছলছল চোখে।

ভুলে গেছেন বললে মানতে পারতাম, কিন্তু জানিনা কথাটা মানতে পারছিনা খান্টি 🙂
 
আপনি যদি উড়ে উড়ে গিয়ে সারাক্ষণ নিজে নিজেই ফাটা বাঁশেই গিয়ে বসেন তো আমরা আর কিভাবে আপনাকে উদ্ধার করতে পারি বলেন!
দুঃখ বিলাসী মন আমার
সুখকে ভীষণ ডরাই,
দুঃখের সাগর দেখলে তাই
খুশিতে নিজেরে হারাই।
 
আমি আসলে এই কথাটাই বলতে চেয়েছি...
অনেকদিন ধরেই আমাদের দেশে অযোগ্যদের নিয়োগ আর পদায়ন করে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে পঙ্গু করে ফেলার একটা ভয়াবহ পায়তারা (ষড়যন্ত্র) চলছে।
বিশেষ করে শিক্ষাখাতে এর প্রবণতা সব থেকে বেশী লক্ষ্য করা গেছে। যার ফলশ্রুতিতে আমাদের শিক্ষার মান আজ প্রায় তলানীতে এসে ঠেকেছে।এসএসসিতে GPA-5 পাওয়া কোনো শিক্ষার্থীকে যখন প্রশ্ন করা হয় জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত আর এর জবাবে যখন শিক্ষার্থী সঠিক জবাব দিতে না পারে সে থেকেই আমাদের শিক্ষার মান স্পস্ট হয়ে যায়। কিংবা ঐ শিক্ষার্থী যখন SSC'র ফুল মিনিং বলতে পারে না তখন আমাদের বুঝে নিতে হয় গলদটা আসলে কোন জায়গায় !
সত্যিই এটা আমাদের জন্য খুবই দূর্ভাগ্যের ব্যাপার !
আপনার কথার সাথে ১০০% একমত হওয়ার পাশাপাশি দু-একটা পয়েন্ট বলতে চাই মামা
১। শিক্ষাটা দেবে শুনি?? শিক্ষকরা তো এখন কোচিং/টিউশন বিজনেস নিয়েই পড়ে আছে।
২। পাঠ্যপুস্তকের টপিকটাই ঠিকমত কভার করে না তাহলে জীবনের প্রয়োজনীয় আদব-কায়দা কখন শেখাবে?? যা এখনকার জেনারেশনের দিকে তাকালেই হয়। এটা বুঝতে পিএইচডি করতে হয় না।
৩। যেই শিক্ষার্থী মেধার মুল্যায়নের জন্য আন্দোলন করল সেই শিক্ষার্থীই কয়েকদিন পর আবার অটোপাশের জন্যও আন্দোলন করে..()...!!!!!
৪। প্রথমে শুরু হয়েছে ভালো স্কুলে ভর্তির জন্য ডোনেশন নেয়া তারপর শুরু হয়েছে ব্যবসায়ী স্কুল খোলা আর এখন চলছে ঘুষ গ্রহণের মাধ্যমে শিক্ষক নিয়োগ ....
৫। বর্তমান শিক্ষকদের মান নির্নয়ের জন্য ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে তাকালে দেখা যায় অনেক ঘটনা বের হয়ে আসছে........... (আমার উল্লেখ করতেও বিবেকে আটকায় কারন আমিও অবসর প্রাপ্ত প্রশিক্ষক)
৬। আর আমার মতে এই সব ঘটনার মধ্যে অন্যতম কারন হলো শিক্ষক দ্বারা শিক্ষার্থীকে শাসনের ক্ষমতা খর্ব করা।
 
ভুলে যাওয়া পথে
ভুল করে কড়া নাড়ি
বহু চেনা দ্বারে,
স্মৃতির সীমানাতে
যতনে আগলে রাখি
গোপন ছবিটারে।
অদ্ভুত ঘোরে
থমকে দাড়িয়ে থাকি
অজানা এক টানে,
হাসিমাখা মুখে
তোমায় দেখে চলি
ছলছল চোখে।

ভুলে গেছেন বললে মানতে পারতাম, কিন্তু জানিনা কথাটা মানতে পারছিনা খান্টি 🙂

দুঃখ বিলাসী মন আমার
সুখকে ভীষণ ডরাই,
দুঃখের সাগর দেখলে তাই
খুশিতে নিজেরে হারাই।
মামা যে এখন অবসর এ আছেন সেটা এখন আমি পুরোপুরি শিওর হলাম
 
আপনার কথার সাথে ১০০% একমত হওয়ার পাশাপাশি দু-একটা পয়েন্ট বলতে চাই মামা
১। শিক্ষাটা দেবে শুনি?? শিক্ষকরা তো এখন কোচিং/টিউশন বিজনেস নিয়েই পড়ে আছে।
২। পাঠ্যপুস্তকের টপিকটাই ঠিকমত কভার করে না তাহলে জীবনের প্রয়োজনীয় আদব-কায়দা কখন শেখাবে?? যা এখনকার জেনারেশনের দিকে তাকালেই হয়। এটা বুঝতে পিএইচডি করতে হয় না।
৩। যেই শিক্ষার্থী মেধার মুল্যায়নের জন্য আন্দোলন করল সেই শিক্ষার্থীই কয়েকদিন পর আবার অটোপাশের জন্যও আন্দোলন করে..()...!!!!!
৪। প্রথমে শুরু হয়েছে ভালো স্কুলে ভর্তির জন্য ডোনেশন নেয়া তারপর শুরু হয়েছে ব্যবসায়ী স্কুল খোলা আর এখন চলছে ঘুষ গ্রহণের মাধ্যমে শিক্ষক নিয়োগ ....
৫। বর্তমান শিক্ষকদের মান নির্নয়ের জন্য ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে তাকালে দেখা যায় অনেক ঘটনা বের হয়ে আসছে........... (আমার উল্লেখ করতেও বিবেকে আটকায় কারন আমিও অবসর প্রাপ্ত প্রশিক্ষক)
৬। আর আমার মতে এই সব ঘটনার মধ্যে অন্যতম কারন হলো শিক্ষক দ্বারা শিক্ষার্থীকে শাসনের ক্ষমতা খর্ব করা।
ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গেও একই ছবি। মার খাওয়ার ভয়ে শিক্ষকেরা কাউকে কম নম্বর দিতে চান না। কোন স্কুলে নাকি কম নম্বর দেওয়ার অপরাধে কোন শিক্ষককে গাছে বেঁধে পেটানো হয়েছিল।
 

Users who are viewing this thread

Back
Top