What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios আমার প্রিয় কিছু গান (6 Viewers)

শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও প্রনব ঘোষ।
ছায়াছবিঃ সওদাগর
পরিচালকঃ এফ.কবির
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

সুরকারঃ সুবল দাশ


দুটি ভাই যেনো দুটি বন্ধু...
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ বাদল
পরিচালকঃ অশোক ঘোষ

শ্রেষ্ঠাংশেঃ মাহমুদ কলি, শাবানা


Z5v63Cn.jpg


মুসাফিরের এই পরানটারে ডাকছে এখন ঘর...
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম।
ছয়াছবিঃ টাকার খেলা।
কাহিনীকার ও পরিচালকঃ আজিম।
শ্রেষ্ঠাংশেঃ আজিম, সুজাতা, অলিভিয়া, হাসমত প্রমুখ।

সূরকারঃ আজাদ রহমান।


ওগো সুন্দরী ললনা, মতলবটা কি বলো না...

ওগো সুন্দরী ললনা, মতলবটা কি বলো না...
 
শিল্পীঃ মুহাম্মদ আলী সিদ্দিকী ও সাবিনা ইয়াসমিন।
ছায়াছবিঃ রংবাজ।
পরিচালকঃ জহিরুল হক।
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার।
সুরকারঃ আনোয়ার পারভেজ।

অভিনয়েঃ রাজ্জাক, কবরী, আনোয়ার হোসেন প্রমুখ...
মুক্তিরসালঃ ১৯৭৩


EypwJMT.jpg


হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলারে....

হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলারে....

হোই হোই রঙ্গিলা হায় হায় রঙ্গিলা
হোই হোই রঙ্গিলা রঙ্গিলা রে
রিম ঝিম ঝিম বরষায় মন নিলা রে


আমি যে কী করি আহারে সুন্দরী।
জানি না কখন সে মন দিলো রে।।

ঢল ঢল অঙ্গ যে রক্ত কমল।
বৃষ্টির জলে ভিজে করে টলমল

যেন কত তিয়াসায় মধু নিতে মন চায়।
নিষিথে ফুল বনে ভ্রমর এলো রে (হায়)।
হোই হোই রঙ্গিলা রঙ্গিলা রে

চোখে চোখে চঞ্চল ছন্দ দোলে।
ভীরু ভীরু ভালবাসা দৃষ্টি মেলে

আশে পাশে নেই লোক
দুরু দুরু কাঁপে বুক।
চোখেতে মায়াবিনী ধরা দিল রে (ছাড় না)
হোই হোই রঙ্গিলা রঙ্গিলা রে

রিনি ঝিনি কাকনের গুঞ্জরণে।
রাত যেন থেমে গেছে এই লগনে
ভুলে গিয়ে দ্বিধা লাজ
আরো কাছে এসো আজ।

প্রেমেরই আগুনে ।
(আহ) মন জ্বলে রে।।



 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও রুনা লায়লা।
ছায়াছবিঃ আলিফ লায়লা।
পরিচালকঃ এফ কবির চৌধুরী।
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার/ এম.এ মালেক।
সুরকারঃ সুবল দাস।

শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, শাবানা


এনেছি উপহার মাস্তানা সওদাগার...
 
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী ও মিতালী মূখার্জী।
গীতিকারঃ আলাউদ্দীন আলী।
সুরকারঃ সুবল দাস।
ছায়াছবিঃ সোহাগ মিলন।
পরিচালকঃ সুভাষ দত্ত।

শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম রোজিনা।



পেয়েছি আমি তারে, যে ছিলো অন্তরে...
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও নিনা হামিদ।
ছায়াছবিঃ রাজ সিংহাসন।
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার/এম.এ মালেক।
সুরকারঃ সুবল দাস।
পরিচালকঃ এফ কবির চৌধুরী।
শ্রেষ্ঠাংশেঃ উজ্জ্বল,ওয়াসিম, রোজিনা ও অঞ্জু।
প্রযোজকঃ এ.কে.এম জাহাঙ্গীর খান।
নৃত্য পরিচালকঃ ইলিয়াস জাভেদ।
কাহিনীঃ আজিজুর রহমান।
সংলাপঃ শহিদুর রহমান।



তোমারই প্রেমে আমি খেয়েছি মার...
 
শিল্পীঃ বশির আহমেদ ও সাবিনা ইয়াসমিন।
ছায়াছবিঃ রাজ সিংহাসন।
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার/এম.এ মালেক।
সুরকারঃ সুবল দাস।
পরিচালকঃ এফ কবির চৌধুরী।
শ্রেষ্ঠাংশেঃ উজ্জ্বল,ওয়াসিম, রোজিনা ও অঞ্জু।
প্রযোজকঃ এ.কে.এম জাহাঙ্গীর খান।
নৃত্য পরিচালকঃ ইলিয়াস জাভেদ।
কাহিনীঃ আজিজুর রহমান।

সংলাপঃ শহিদুর রহমান।


পূর্ণিমারো চাঁদ তুমি নও, নও রংধনু আকাশের...
 

Users who are viewing this thread

Back
Top