What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios আমার প্রিয় কিছু গান (1 Viewer)

ছায়াছবিঃ শাহী দরবার
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন
পরিচালকঃ ফখরুল হাসান বৈরাগী
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, শাবানা
মুক্তির সালঃ ১৯৮০


চিরদিন রেখো পাশে ভালোবেসে...

চিরদিন রেখো পাশে ভালোবেসে...
 
গানগুলো আমার ও খুব ভাল লাগে....

আপনার প্রিয় কিছু গান দিতে পারায় আমারও খুব ভালো লাগছে...
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মামা।
 
ছায়াছবিঃ ওস্তাদ সাগরেদ
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও এন্ড্রু কিশোর
গীতিকারঃ দেওয়ান নজরুল ইসলাম
সুরকারঃ আলম খান
অভিনয়েঃ ওয়াসিম, আলমগীর, সোহেল রানা, শাবানা, সুচরিতা
পরিচালকঃ দেওয়ান নজরুল ইসলাম
মুক্তির সালঃ ১৯৮১


চোর চোর সবাই চোর, কে রাখে কার খবর...

চোর চোর সবাই চোর, কে রাখে কার খবর...

চোর চোর সবাই চোর
কে রাখে কার খবর
দুনিয়াটা এক চোরেরই কারখানা
কেউ ঘরে কেউ বাইরে, কেউ ধরে পড়ে না।।


চালাক লোকেরা কেটে পড়ে,
আর বোকার হাতে, হাত কড়া পরে
কেউ সিঁধ কাটে রাত ভরে
কেউ টেলিফোনে কারবার সারে
দুনিয়াটা চিড়িয়াখানা শুধুই গন্ডগোল
কেউ ভুখায় কেউ নেশায়, কেউ সাজে রে পাগল।।


আমার আল্লাহ নবীজীর নাম, বলো মমিন ভাই
আমার আল্লাহ নবীজীর নাম
চুরি বিদ্যা ভাল না সে কি জান না
আমার আল্লাহ নবীজীর নাম
কিয়ামত আর দুরে না সেকি জান না
আমার আল্লাহ নবীজীর নাম, বলো মমিন ভাই
আমার আল্লাহ নবীজীর নাম


ডান হাতেরই খেলা দেখো, পকেট টারে সাবধান রাখো
আরে বাদুর ঝুলে রাস্তা চলা, তার চে ভাল এই পায়ে হাটা
নাচে সাপ বীনের,সুরে, আমরা পেটের দায়

কেউ নাচে কাউ নাচায় এই আজব দুনিয়ায়।।
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ শাপমুক্তি
পরিচালকঃ আজিজুর রহমান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, আলমগীর, অলিভিয়া


U4xZ8VF.jpg



ধীরে ধীরে চল ঘোড়া...

ধীরে ধীরে চল ঘোড়া...


ধীরে ধীরে চল ঘোড়া
সাথী বড় আনকোরা।
রূপনগরের পরী
হায় রে হয়েছে আজ সোয়ারী (হো)


হেলিয়া দুলিয়া চলে
নিয়ে যা যেথা সে যায়
কোমল অঙ্গে যেন
কোন ব্যাথা সে না পায়


তারে যতই দেখি ফেরে না যে আঁখি।
বুঝি না কী যে করি (হায়)


ধীরে ধীরে চল ঘোড়া
সাথী বড় মুখচোরা।
সে যে বোবা নারী
হায় রে হয়েছে আজ সোয়ারী
(হো… হাট ..হাট…)


রঙ্গিলা মৌশন এলো

হলো রঙ্গিন শহর
সুন্দরী সঙ্গিনী পেলাম
পেলাম না মনের খবর


কবে লাজুকলতা বলবে মনের কথা।
আমি তো ভেবে মরি (হায়)


তারে ডেকে বল ঘোড়া
ভাল নয় রাগ করা।
জীবনে প্রথম নারী

পেয়েছি আজ সোয়ারী।।
 
ছায়াছবিঃ দিন যায় কথা থাকে
শিল্পীঃ সুবির নন্দী
গীতিকারঃ খান আতাউর রহমান
সুরকারঃ খান আতাউর রহমান
শ্রেষ্টাংশেঃ ফারুক, কবরী

মুক্তির সালঃ ১৯৭৯


দিন যায় কথা থাকে...

দিন যায় কথা থাকে...


দিন যায় কথা থাকে...।।

সে যে কথা দিয়ে রাখলোনা
ভুলে যাওয়ার আগে ভাবলোনা।।
সে যে কথা লেখা আছে বুকে...
দিন যায় কথা থাকে...

সে কথা নয়নে আগুন আল্পনা আঁকে
স্মৃতির পাপীয়া চোখ গেল বলে ডাকে।।
সে জ্বালা যন্ত্রনা কাওকে বলবো না
বলবো আছে কি যে সুখে...

দিন যায় কথা থাকে...।।

মন পাখি তুই থাকরে খাচায় বন্দী
আমিতো করেছি দূঃখের সন্গে সন্ধি।।
কি আছে পাওনা কার কাছে দেনা
যাক সে হিসাব চুকে...

দিন যায় কথা থাকে...।।

সে যে কথা দিয়ে রাখলোনা
ভুলে যাওয়ার আগে ভাবলোনা।।
সে যে কথা লেখা আছে বুকে...
দিন যায় কথা থাকে...

দিন যায় কথা থাকে...।।
 
শিল্পীঃ মোঃ খুরশিদ আলম
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
ছায়াছবিঃ অনুরোধ
মুক্তির সালঃ ১৯৭৭
পরিচালকঃ দিলীপ বিশ্বাস

শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী, উজ্জ্বল


হায় হায় প্রেমে পড়লে বারোমাসি গান সবাই গায়...

হায় হায় প্রেমে পড়লে বারোমাসি গান সবাই গায়...
 
ছায়াছবিঃ আলিফ লায়লা
শিল্পীঃ রুনা লায়লা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার/ এম এ মালেক
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ এফ কবির চৌধুরী

শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, শাবানা


যে জীবন দেনেওয়ালা, সে জীবন লেনেওয়ালা...

যে জীবন দেনেওয়ালা, সে জীবন লেনেওয়ালা...
 
ছায়াছবিঃ যৌতুক
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
সুরকারঃ নিজাম-উল-হক

শ্রেষ্ঠাংশেঃ বুলবুল আহমেদ, ববিতা



জীবনের এ খেলাঘরে রঙ বে রঙের নমুনা...

জীবনের এ খেলাঘরে রঙ বে রঙের নমুনা...


ফুলবনে এত ফুল, ফুল তো কথা কয় না
গুনগুনিয়ে ভ্রমর ফেরে, বুকে নিয়ে যাতনা


জীবনের এ খেলাঘরে রঙ বে রঙের নমুনা
এ সময় যায় চলে যায় বসে রবে না ।।
রঙের এত ছড়াছড়ি সে তো গো চায় না ।
এ সময় যায় চলে যায় বসে রবে না ।।


এই আকাশ এই বাতাস বুকের পিপাসা
এই আলো হাসি গান এই মনের আশা
এই নিয়ে চলেছি চলার খেয়ালে
খুশীর এ রঙ কেন হৃদয় ছোয়ালে
রঙের এত ছড়াছড়ি সে তো গো চায় না ।
এ সময় যায় চলে যায় বসে রবে না ।।


ফুল কলি ফোটে অলির পরশে
বনে বনে ঘুঘু কোয়েলা হরসে
আকাশের চাঁদ জানে কারে সে যে চায় ।।
ঝর্ণা ধারা জানে কার পানে সে ধায়
রঙের এত বাহার শোন চিরদিন রয় না ।
এ সময় যায় চলে যায় বসে রবে না ।।


জীবনের এ খেলাঘরে রঙ বে রঙের নমুনা
এ সময় যায় চলে যায় বসে রবে না
রঙের এত ছড়াছড়ি সে তো গো চায় না ।

এ সময় যায় চলে যায় বসে রবে না ।।
 

Users who are viewing this thread

Back
Top