What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios আমার প্রিয় কিছু গান (2 Viewers)

শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলাম ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ ওস্তাদ সাগরেদ
পরিচালকঃ দেওয়ান নজরুল
গীতিকারঃ দেওয়ান নজরুল
সুরকারঃ আলম খান
অভিনয়েঃ ওয়াসিম, আলমগির, সোহেলরানা, শাবানা, সুচরিতা

মুক্তির সালঃ ১৯৮১


কেনরে চুমকি কথা কয় না...

কেনরে চুমকি কথা কয় না...

কেনরে চুমকি কথা কয় না
হায়রে হায় বিজলী আর চমকায় না
মুখে তে তালা মেরেছে
বিজলীতে চুম্বক ধরেছে
আগে দুই রানী পিছে রাজা জনি

বাঘের খাঁচায় দুটো হরিণ
নাচে রে বাঘ তা’ধীন তা’ধীন
সুন্দর বনের সুন্দরী গো
মনের বনে ঘর বাঁধো
করো না কো জোড়াজুড়ি
হার মানো তাড়াতাড়ি
ফাঁদে পড়েছ ছাড়া পাবে না।।

যতই রাগো মন্দ না
প্রেমেরই হাল ছাড়বো না
প্রেমের কাটা খোলা দায়
যদি একবার লেগে যায়
যত কর টানাটানি
হবে আরো কানা কানি

এসো করি ভাব কেউ জানবে না।।
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ আনাড়ী
পরিচালকঃ মোস্তাফিজ
মুক্তির সালঃ ১৯৬৯
অভিনয়েঃ নাদিম, শাবানা (রত্না)
গীতিকারঃ আক্তার ইউসুফ

সুরকারঃ আলী হোসেন



লেখাপড়া জানতাম যদি...

লেখাপড়া জানতাম যদি...

( লেখাপড়া জানতাম যদি, তো তোমাকে চিঠি লিখতাম )(২)
ঐ চিঠিতে তোমায় আমি কত কি
লেখার বাহানায় লিখতাম,
কিছু স্বপনেরও কথা,
কিছু গানের কলি লিখতাম।
লেখাপড়া জানতাম যদি, তো তোমাকে চিঠি লিখতাম।
কতো ভালোবাসি তোমাকে,
বলেও বোঝাতে পারিনি,
এই প্রেম তোমাকে আমি
শরমে জানাতে পারিনি,
( মোর দিওয়ানা এই মনে )(২)
লুকানো কথাটি লিখতাম,
লেখাপড়া জানতাম যদি,
তো তোমাকে চিঠি লিখতাম।
ঐ নীলনিলিমায় তুমি
সূর্যের কিরণ হয়ে আছো,
শাওন ঘেরা মেঘপানে
চাঁদের মত হয়ে আছো,
( হায় কবির ভাষায় কত )(২)
আমি যে কবিতা লিখতাম ।
লেখাপড়া জানতাম যদি,
তো তোমাকে চিঠি লিখতাম।
মৌসুমী শীতল হাওয়া
আসে ঝিরিঝিরি যখনই,
কেন যে মরণে আমার,
আগুন জ্বলে তখনই,
( যদি থাকতে বুকের মাঝে )(২)
যতনে তোমাকে রাখতাম।
লেখাপড়া জানতাম যদি,
তো তোমাকে চিঠি লিখতাম
ঐ চিঠিতে তোমায় আমি কত কি
লেখার বাহানায় লিখতাম,
কিছু স্বপনেরও কথা,
কিছু গানের কলি লিখতাম।
লেখাপড়া জানতাম যদি,

তো তোমাকে চিঠি লিখতাম।
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম।
ছবি-শাহী চোর (সাদা কালো )
মুক্তি সময় কাল -ফ্রেব্রুয়ারী ১৯৮৩
মোহাম্মদ শফিউদ্দিন নিবেদিত,
মাসুদ কথাচিত্র ( প্রাঃ) লিঃ প্রযোজিত ও পরিবেশিত,
কাহিনী-দেলোয়ার জাহান ঝন্টু।
সংগীত পরিচালনায়-সুবল দাশ।
অভিনয়ে-জশিম, রোজিনা,আলমগীর,সুচরীতা,আনোয়ারা,আনোয়ার হোসেন,আহম্মেদ শরীফ,সুষমা এবং আরো অনেকে ।

পরিচালক -এম এ মালেক।


আগে আগে রাজা, আর আমার পিছে রানী...

আগে আগে রাজা, আর আমার পিছে রানী...
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও রুনা লায়লা।
ছবি-শাহী চোর (সাদা কালো )
মুক্তি সময় কাল -ফ্রেব্রুয়ারী ১৯৮৩
মোহাম্মদ শফিউদ্দিন নিবেদিত,
মাসুদ কথাচিত্র ( প্রাঃ) লিঃ প্রযোজিত ও পরিবেশিত,
কাহিনী-দেলোয়ার জাহান ঝন্টু।
সংগীত পরিচালনায়-সুবল দাশ।
অভিনয়ে-জশিম, রোজিনা,আলমগীর,সুচরীতা,আনোয়ারা,আনোয়ার হোসেন,আহম্মেদ শরীফ,সুষমা এবং আরো অনেকে ।

পরিচালক -এম এ মালেক।


এই মন ভালোবাসা পেতে চায়, কাছে এসো না...

এই মন ভালোবাসা পেতে চায়, কাছে এসো না...
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছবি-শাহী চোর (সাদা কালো )
মুক্তি সময় কাল -ফ্রেব্রুয়ারী ১৯৮৩
মোহাম্মদ শফিউদ্দিন নিবেদিত,
মাসুদ কথাচিত্র ( প্রাঃ) লিঃ প্রযোজিত ও পরিবেশিত,
কাহিনী-দেলোয়ার জাহান ঝন্টু।
সংগীত পরিচালনায়-সুবল দাশ।
অভিনয়ে-জশিম, রোজিনা,আলমগীর,সুচরীতা,আনোয়ারা,আনোয়ার হোসেন,আহম্মেদ শরীফ,সুষমা এবং আরো অনেকে ।

পরিচালক -এম এ মালেক।



ঝনক ঝনক বাজে পায়েল...

ঝনক ঝনক বাজে পায়েল...
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশিদ আলম ও রুলিয়া রহমান
ছবি-শাহী চোর (সাদা কালো )
মুক্তি সময় কাল -ফ্রেব্রুয়ারী ১৯৮৩
মোহাম্মদ শফিউদ্দিন নিবেদিত,
মাসুদ কথাচিত্র ( প্রাঃ) লিঃ প্রযোজিত ও পরিবেশিত,
কাহিনী-দেলোয়ার জাহান ঝন্টু।
সংগীত পরিচালনায়-সুবল দাশ।
অভিনয়ে-জশিম, রোজিনা,আলমগীর,সুচরীতা,আনোয়ারা,আনোয়ার হোসেন,আহম্মেদ শরীফ,সুষমা এবং আরো অনেকে ।

পরিচালক -এম এ মালেক।


ইরান তুরান ঘুরে, আমি এসেছি দরবারে...

ইরান তুরান ঘুরে, আমি এসেছি দরবারে...
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশিদ আলম
ছবি-শাহী চোর (সাদা কালো )
মুক্তি সময় কাল -ফ্রেব্রুয়ারী ১৯৮৩
মোহাম্মদ শফিউদ্দিন নিবেদিত,
মাসুদ কথাচিত্র ( প্রাঃ) লিঃ প্রযোজিত ও পরিবেশিত,
কাহিনী-দেলোয়ার জাহান ঝন্টু।
সংগীত পরিচালনায়-সুবল দাশ।
অভিনয়ে-জশিম, রোজিনা,আলমগীর,সুচরীতা,আনোয়ারা,আনোয়ার হোসেন,আহম্মেদ শরীফ,সুষমা এবং আরো অনেকে ।

পরিচালক -এম এ মালেক।


কেনো ভাবো আনাড়ী, ও রাজ নন্দিনী...

কেনো ভাবো আনাড়ী, ও রাজ নন্দিনী...
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশিদ আলম
ছবি-শাহী চোর (সাদা কালো )
মুক্তি সময় কাল -ফ্রেব্রুয়ারী ১৯৮৩
মোহাম্মদ শফিউদ্দিন নিবেদিত,
মাসুদ কথাচিত্র ( প্রাঃ) লিঃ প্রযোজিত ও পরিবেশিত,
কাহিনী-দেলোয়ার জাহান ঝন্টু।
সংগীত পরিচালনায়-সুবল দাশ।
অভিনয়ে-জশিম, রোজিনা,আলমগীর,সুচরীতা,আনোয়ারা,আনোয়ার হোসেন,আহম্মেদ শরীফ,সুষমা এবং আরো অনেকে ।

পরিচালক -এম এ মালেক।



আরে শোনো শাহাজাদী...
 
শিল্পীঃ রুনা লায়লা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
ছায়াছবিঃ মানসী

পরিচালকঃ ফখরুল হাসান বৈরাগী


মন চায় প্রতিদিন তুমি আমি একদিন...

মন চায় প্রতিদিন তুমি আমি একদিন
হাত রেখে দুটি হাতে দূর কোথাও উধাও হতে
যেথায় পৃথিবী রঙ্গিন।।


এত কাছাকাছি তবু মনে হয়
এ তো কিছু নয়
তোমারে পেয়েছি ***
এ হৃদয় সে ও কিছু নয়
আরো তোমারে নিবির করে
এ অন্তরে পাব ভেবে হই উদাসি।।


ধরা তো দিয়েছি এ পরাজয়
লাগে মধুময়
মরমে মরেছি একই অসময়
কি জানি কী হয়
এই আমাকে একলা রেখে
এক পলকে করো না কো সঙ্গীবিহীন
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশিদ আলম ও রুনা লায়লা
ছায়াছবিঃ সওদাগর
ছবিটির গান লিখেছেন মোট তিনজন
তারা হলেনঃ গাজী মাজহারুল আনোয়ার, এম.এ মালেক ও জাঁহানারা ভুইয়া।
সুরকারঃ সুবল দাস।
আলমগির পিকচার্সের ব্যানারে ছবিটির পরিচালক ছিলেনঃ এফ. কবির।
বেগম বদরুন্নাহার নিবেদিত ছবিটির প্রযোজক ছিলেনঃ এ.কে.এম জাহাঙ্গীর খান।
ছবিটি নায়িকা 'অঞ্জু'র অভিনীত প্রথম বাংলাদেশী ছবি।
এই ছবিতে অঞ্জুর বিপরীতে নায়ক হিসাবে অভিনয় করেছিলেন "ওয়াসিম"

পার্শ্ব অভিনেতা হিসাবে জাভেদের সাথে ছিলেন দিলারা।


ও আমার মরমিয়া, পাষাণে বেঁধেছো হিয়া...
 

Users who are viewing this thread

Back
Top