Please follow forum rules and posting guidelines for protecting your account!

Self-Made আমার উনি জীবন আমার (1 Viewer)

Welcome to Nirjonmela Desi Forum !

Talk about the things that matter to you!! Wanting to join the rest of our members? Feel free to sign up today!

itachi.uchiha

Member
Joined
Jun 11, 2023
Threads
1
Messages
101
Visit site
Credits
615
আমার উনি আমার জীবন'

আমার উনি জীবন আমার
ওনার জন্য সবকিছু
ওনার সুখই আমার সুখ।

এইতো সেদিন উনি হঠাৎ চেয়ে বসলেন
হীরের আংটি। না দিলে না খেয়ে থাকবেন-
এটা কোনো কথা? আমার উনি সবকিছু
যা ছিলো সব দিয়ে দিলাম কিনে।
উনি খুশি হলেন।
বাবার চিকিৎসার জন্য জমিয়েছিলাম টাকাটা।
তাতে কি? আমার উনি জীবন আমার
ওনার জন্যই তো আমার সব।
বাবা তো বুড়ো হয়েছেন। বৃদ্ধাশ্রম ঠিকানা।

আমার উনি যা বলবেন তাই।
উনি কাপড় কাঁচতে জানেন না
ওনার হাত দু'টো ব্যাথা হবে।
তাইতো মা'কে দিলাম কাপড় কাঁচতে।
ওনার শাড়ির একটা কোনা ছেড়াই ছিলো।
মা ছিঁড়েছে এই অপবাদে পাঠিয়ে দিলাম বৃদ্ধাশ্রম।
মা নেই তাতে কি? আমার উনি তো আছেন
আমার উনি জীবন আমার।

আমার উনি যা চাইবেন তাই।
উনি চান আমি ভুলে যাই আমার বন্ধুদের।
গেলাম ভুলে তাদের যারা আমার আপন।
যারা না খেয়ে আমায় দিয়েছে। যাদের -
কাছ থেকে পয়সা নিয়ে নিয়ে চাকরী খুঁজেছি।
যারা মৃতপ্রায় আমায় রক্ত দিয়ে বাঁচিয়েছিলো।
আমায় উপরে তুলতে গিয়ে যারা আজও নীচে।
ওনার পছন্দ না আমার এই নিম্নশ্রেণীর বন্ধুদের।
করেছে নাহয় কিছু উপকার। তাতে কি?
আমার উনি যা চেয়েছেন তাই হবে।
ওনার বন্ধু আমার বাসায় করুক নাহয় পার্টি।
আমার নীম্নশ্রেণীর বন্ধু না এলেই হয়।

কবে যেন উনি নিজের বড়ভাইটার সাথে
যোগাযোগ বন্ধ করে দেন আমার।
দিলে দেবেন। তাতে কি? ভাই-ই তো।
কতজনের কত ভাই মরে যায়।
উনি বললে তাই-ই করবো।
কতটুকু করেছেই-বা আমার জন্য সে?
নিজের পকেটমানি দিয়ে দামী চকলেট,
নতুন জামা-কাপড়ে ভাগ বসালে কিছু না বলা।
মুরগীর দু'টো পা-তেই আমার অধিকার। তার একটাও না পাওয়া।
দামী দামী সব আমার। তার যত সস্তা।
আমার দোষে নিজে মার খাওয়া।
ভয় পাবো বলে জড়িয়ে ধরেছিলাম,
বিপদে পড়লে সবার আগে ডেকেছিলাম।
এসবই তো? এসব তার দ্বায়িত্ব নয় কি?
সেসব তো সবাই করে।
সব ভুলে যাবো। আমার উনি জীবন আমার।
শুনলাম উনি ওনার ভাইটাকে এনে রাখবেন বাসায়। তার নাকি যত্ন হচ্ছেনা।

আমার বাবা অসুস্থ,মা বৃদ্ধাশ্রমে,
বন্ধু সবাই অপরিচিত আজ।
ভাই আমার পাশে নেই।

তাতে কি? আমার উনি তো আছেন।
 

Users who are viewing this thread

Back
Top