What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

H6zwIBC.jpg


ডিজিটাল দুনিয়ায় একজন জ্যেষ্ঠ শিল্পীকে স্মরণ করার এর চেয়ে সুন্দর উপায় কী হতে পারে! প্রিয় শিল্পী শ্রীদেবীকে অনুসরণ করে তাঁর মতো সেজে ছবি তুলে, তাঁকে উৎসর্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন শ্রীলেখা মিত্র। শ্রীদেবীর নাচের মুদ্রা অনুকরণ করে ভিডিও ক্লিপস বানিয়ে আপ করলেন ইনস্টাগ্রামে। শ্রীলেখা মিত্র অকপটে বললেন, 'শ্রীদেবীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক।'

2dZiJcV.jpg


শ্রীলেখা মিত্র, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় পশ্চিম বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রায়ই নিজের নতুন নতুন ছবি দিয়ে আর নানা রকম মন্তব্য করে সাড়া ফেলে দেন তিনি। আজ শুক্রবার কিছু ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন এ শিল্পী। যেখানে নানা রঙের শাড়ি পরেছেন তিনি।

roRWavh.jpg


১৩ আগস্ট চিত্রনায়িকা শ্রীদেবীর জন্মদিন

পর্দায় শ্রীদেবী যেমনটি সাজতেন, ঠিক তেমন সাজ শ্রীলেখার। উপলক্ষ শ্রীদেবীর জন্মদিন। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে শ্রীলেখা এভাবে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ ১৩ আগস্ট চিত্রনায়িকা শ্রীদেবীর জন্মদিন। ১৯৬৩ সালের এই দিনে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন শ্রীদেবী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি হঠাৎ মারা যান তিনি।

RmlCLNt.jpg


শ্রীলেখা মিত্র, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

প্রয়াত শিল্পী শ্রীদেবীর সঙ্গে শ্রীলেখার কিছু জায়গায় মিল আছে। দুজনকে নিয়ে নানা সময়ে তাঁদের কর্মক্ষেত্রে সমালোচনা, রাজনীতি হয়েছে। এর মধ্যেও নিজেদের কাজ করে যেতেন তাঁরা। দুজনের জীবনে নানা উত্থান–পতন। পরীক্ষণমূলক কাজে নিজেকে সঁপে দিতেন। চ্যালেঞ্জ নিতে পছন্দ তাঁদের। আর নামের মিল তো আছেই, আদ্যক্ষর 'শ্রী'। হয়তো এসব কারণে শ্রীদেবীর প্রতি তাঁর বাড়তি অনুরাগ।

uaKXvAT.jpg


শ্রীলেখা মিত্র, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

কলকাতা থেকে প্রকাশিত সেখানকার স্থানীয় গণমাধ্যম টিভিনাইন বাংলা ডিজিটালে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেছেন, 'শ্রীদেবী আমার আত্মীয় নন কিন্তু আমি তাঁর সঙ্গে আত্মিক যোগাযোগ অনুভব করি। "চালবাজ", "মিস্টার ইন্ডিয়া" ছবিগুলো দেখতাম, "লামহে" দেখে বড় হয়েছি। শিখেছি। তিনি সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। পুরোদস্তুর অভিনেত্রী।'

শ্রীলেখা মিত্র আরও বলেন, 'সত্যি কথা, শ্রীদেবীর মতো আর কাউকে পাইনি। কাজের বিষয়ে দারুণ সততা ছিল তাঁর মধ্যে। তাঁর নাচ, গান, দেখা, শরীরী ভাষা এককথায় অসাধারণ!'

XncNpVS.jpg


শ্রীদেবীর নাচের মুদ্রা অনুকরণ করে ভিডিও ক্লিপস বানিয়ে আপ করলেন ইনস্টাগ্রামে

জানা গেছে, শ্রীলেখাদের বাড়ির সবাই শ্রীদেবীর ভক্ত। তাঁর বাবাও শ্রীদেবীর ভক্ত। টিভিনাইন বাংলা ডিজিটালে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র আরও বলেন, 'একদিন আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, যদি দ্বিতীয় জনম পাও, প্রথমে কার সঙ্গে আগে দেখা করবে? মায়ের সঙ্গে, নাকি শ্রীদেবীর সঙ্গে? সেদিন বাবা উত্তর দেয়নি। তবে আমার মনে হয়, মাকে নিয়েই শ্রীদেবীর সঙ্গে দেখা করবে বাবা। আর আমার সঙ্গে যে পরপারে শ্রীদেবীর দেখা হবেই, এটা আমি বিশ্বাস করি।' কখনো শ্রীদেবীর সঙ্গে দেখা হয়নি, এই আফসোস শ্রীলেখার সারা জীবনের। তাঁর কাছে সব সময়ই শ্রীদেবী সেরা।

mxso4RJ.jpg


শুটিং স্পটে শ্রীলেখা, ইনস্টাগ্রাম

চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করে প্রতিষ্ঠিত শ্রীলেখা মিত্র বাংলাদেশে বেশি পরিচিতি পেয়েছেন রিয়েলিটি শো 'মীরাক্কেল'–এর কারণে। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ তালিকায় ছিলেন বেশ কয়েকজন প্রতিযোগী।

XOoineL.jpg


শ্রীলেখা মিত্র, ইনস্টাগ্রাম

পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের সঙ্গে বরাবরই বিচারকের আসনে দেখা গেছে ভারতের এই সুপরিচিত অভিনয়শিল্পীকে। শ্রীলেখার আসন্ন চলচ্চিত্রের নাম 'ন্যায়: জাজমেন্ট ডে'। ছবিটি পুরোদস্তুর রাজনৈতিক, যেখানে তিনি একজন নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। তবে এই মুহূর্তে তিনি বেশি ব্যস্ত আসন্ন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। শ্রীলেখা অভিনীত আদিত্য বিক্রম সেনগুপ্তের 'ওয়ানস আপন আ টাইম ইন কলকাতা' ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে।

g6foquW.jpg


শ্রীলেখাদের বাড়ির সবাই শ্রীদেবীর ভক্ত, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

উৎসবে অংশ নিতে ১৭ তারিখ ভারত ছাড়বেন শ্রীলেখা। প্রথমে সুইজারল্যান্ডে ১৪ দিন থাকবেন। তারপর ভেনিসে। জানালেন, ভেনিস চলচ্চিত্র উৎসবের জন্য তাঁর রেড কার্পেট লুক তৈরি হচ্ছে।
 

Users who are viewing this thread

Back
Top