What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other একবারে বিয়ের খবর দেবেন তিনি (1 Viewer)

iBnElWH.jpg


'তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি,
রাখি আগলে তোমায় অনুরাগে,
বলো কীভাবে বোঝাই ভালোবাসি'

এটি ঢালিউড অভিনয়শিল্পী বাপ্পী চৌধুরীর লেখা একটা কবিতা। কয়েক দিন ধরে ফেসবুক স্ট্যাটাসে এই রকম কবিতা লিখে পোস্ট দিচ্ছেন এই ঢালিউড অভিনেতা। তাঁর এসব কবিতা পড়ে কারও কারও মন্তব্য, প্রেমে পড়ে কবি হয়ে উঠেছেন বাপ্পী! এই কথা জিজ্ঞেস করতেই অভিনেতা হেসে জানালেন, প্রেম ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগতই থাক। তবে শিগগিরই বিয়ের খবর দেবেন।

JdTmc5Z.jpg


তিনি ফেসবুকে সম্প্রতি লিখেছেন, 'গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না। কিন্তু জীবনে এমন একজন থাকা, যার প্রতি আপনার অন্ধবিশ্বাস‌‌ আছে। আপনি যদি তাকে সর্বোচ্চ কষ্টও দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে। বলবে, আমি আছি, আমি ছিলাম আর সব সময় তোমারই থাকব, এটাই ভালোবাসা, এটাই জীবন।'

r8SzBnf.jpg


হঠাৎ যে কবি হয়ে উঠলেন? বাপ্পী বলেন, 'এখন তো কাজের পাশাপাশি বাসায় সময় কাটে। কিছু পড়াশোনাও করছি। আর যেহেতু আমি সৃজনশীল মাধ্যমে কাজ করি। ভাবলাম লেখালেখির চর্চা থাকা ভালো। কিন্তু অনেকেই মনে করছেন আমি প্রেমে পড়েছি। প্রেমে পড়ে কবি হয়েছি। আমি শুধু সিনেমাতেই প্রেম করি। বিয়েটা বাবা–মায়ের পছন্দেই করতে চাই। প্রেমের কোনো খবর আমার কাছ থেকে কেউ পাবেন না। একবারে বিয়ের খবর দেব।'

9gh46Ul.jpg


অভিনয়শিল্পী বাপ্পী চৌধুরী, ছবি: ফেসবুক থেকে

বাপ্পীর ফেসবুকে থেকে নানা রকম প্রচারণামূলক ভিডিও শেয়ার হচ্ছিল। এগুলো বাণিজ্যিকভাবে আয়ের উদ্দেশ্যে করছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, 'কয়েক মাস ফেসবুক নিয়ে খুবই ঝামেলায় পড়েছিলাম। আমার আইডি হ্যাক হয়েছিল। অনেক বিচ্ছিরি কিছু পোস্ট শেয়ার হচ্ছিল। অনেকেই মনে করছিলেন আমি নিজেই সব শেয়ার করছি। পরে অনেক চেষ্টা করে আইডি ফিরে পেয়েছি। একটা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। খুশির খবর সম্প্রতি একটি আইডি ভ্যারিফাইড হয়েছে। এখন মনে হয় আপাতত ফেসবুকের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারব।'

Xa9BDf5.jpg


বাপ্পীর অভিনীত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২' ও 'ডেঞ্জার জোন' সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। 'ঢাকা ২০৪০' ও 'কোভিড-১৯ ইন বাংলাদেশ'সহ বেশ কিছু সিনেমার কাজ অসমাপ্ত রয়েছে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে ৭টি সিনেমা। এসব সিনেমা নিয়ে তিনি আশাবাদী। '৫৭০' সিনেমাটি তাঁর ক্যারিয়ারের অন্যতম একটি কাজ হয়ে থাকবে।

KPWEXb9.jpg


'ডেঞ্জার জোন' সিনেমার একটি দৃশ্যে বাপ্পী, ছবি: ফেসবুক থেকে

এই অভিনেতা জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। তার পরের অংশ সিনেমায় তুলে ধরা হয়েছে। তিনি বলেন, 'সিনেমায় আমি একজন সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করেছি। আমার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়। অভিনয় করতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছিলাম।' ৫৭০ পরিচালনা করেছেন আশরাফ শিশির। এটি জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট মুক্তি সম্ভাবনা রয়েছে।

২৫ জুন 'যন্ত্রণা' সিনেমার বাকি অংশের শুটিং শুরু করবেন বাপ্পী চৌধুরী।
 

Users who are viewing this thread

Back
Top