What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other পরিবেশ দিবসে সবুজ পৃথিবী চান তারকারা (1 Viewer)

3PAlKmZ.png


বিশ্ব পরিবেশ দিবস আজ। ১৯৭২ সালের জাতিসংঘের সাধারণ পরিষদ এ দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিনটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের বিষয়বস্তু 'বাস্তুতন্ত্র পুনরুদ্ধার'। তবে এবারের পরিবেশ দিবসের আরেকটি গুরুত্ব আছে। আজ থেকে জাতিসংঘের বাস্তু পুনরুদ্ধার দশকও (২০২১-২০৩০) শুরু হতে যাচ্ছে। এত দিন ধরে উন্নয়ন কর্মকাণ্ডসহ জীবন-জীবিকার প্রয়োজনে প্রতিবেশের যে ক্ষতি করেছি, তা পুনরুদ্ধারের জন্য বিশ্বের সব কটি রাষ্ট্র আগামী এক দশক ধরে চেষ্টা করবে।

দিনের শুরু থেকেই পরিবেশ দিবসে সবুজ প্রকৃতি গড়তে সোচ্চার বিনোদন অঙ্গনের তারকারা। বলিউড থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় কলিউড (তামিল), মলিউড (মালয়লাম), টলিউড (তেলেগু) এবং স্যান্ডালউডের (কন্নড়) তারকারা টুইটার ও ইনস্টাগ্রামে পরিবেশ নিয়ে কথা বলেছেন। ভক্তদের অনুপ্রাণিত করেছেন সবুজ পৃথিবী গড়তে।

vn1HRjR.jpg


গাছের পরিচর্যায় ব্যস্ত আল্লু অর্জুন, ইনস্টাগ্রাম

তেলেগু তারকা আল্লু অর্জুন পরিবেশ নিয়ে আগে থেকেই বেশ সচেতন। আজ টুইটারে একটি ছবি পোস্ট করে আল্লু অর্জুন একটি পোস্ট দিয়েছেন। সেখানে দক্ষিণী এই তারকাকে দেখা গেছে একেবারে ঘরোয়া পরিবেশে। বাগানের যত্ন নিচ্ছেন তিনি। গাছে পানি দিচ্ছেন। টুইটে লিখেছেন, 'এবারের বিশ্ব পরিবেশ দিবসে আসুন বেশি বেশি গাছ লাগানোর অঙ্গীকার করি। পরিবেশবান্ধব অভ্যাসগুলো রপ্ত করি। প্রকৃতি আমাদের জন্য যা করে, তার মূল্যায়ন করার চেষ্টা করি। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গ্রহকে একটা সবুজ অরণ্যে রূপান্তর করি। এটাই আমার হৃদয়ের কথা।'

VrWKBuo.jpg


মহেশ বাবু ও তাঁর মেয়ে বাগানে গাছের পরিচর্যায় ব্যস্ত, ইনস্টাগ্রাম

আরেক তেলেগু তারকা মহেশ বাবুও পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। বিভিন্ন সময় টুইটার ও ইনস্টাগ্রামে গাছ লাগানো, বাগানের পরিচর্যা নিয়ে পোস্ট দেন। বিশ্ব পরিবেশ দিবসে তিনি টুইটে লিখেছেন, 'এই পরিবেশ দিবসে ধ্বংসের কিনারায় থাকা বাস্তুসংস্থানকে নিয়ে আবার ভাবুন এবং বাস্তুসংস্থানকে পুনরুদ্ধার করুন। আজকের দিন থেকেই চলুন আমাদের গ্রহকে সবুজে ভরিয়ে তুলতে লেগে পড়ি। গাছ লাগাই।'

হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন 'ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে'।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলোর তারকা ও ভক্তরা প্রকৃতি রক্ষায় বেশ সোচ্চার। বিভিন্ন তারকার ফ্যান ক্লাব তারকাদের গাছ লাগানোর বিভিন্ন ছবি দিয়ে বিশ্ব পরিবেশ দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। তেলেগু সিনেমার 'ন্যাচারাল স্টার'খ্যাত নানির তামিলনাড়ুর ফ্যান ক্লাব থেকে ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়েছে টুইটারে। সেখানে নানি গাছ লাগাচ্ছেন, এমন কয়েকটি ছবি দিয়ে কোলাজ করা হয়েছে। ছবিতে লেখা আছে বিশ্ব পরিবেশ দিবস। টুইটে লেখা হয়েছে। 'আসুন প্রকৃতিকে রক্ষা করি। তবেই আমরা সুন্দর ভবিষ্যৎ পাব।'

sGjJBF7.jpg


নানির ভক্তরা এই ছবিগুলো কোলাজ করে ইনস্টাগ্রামে দিয়েছেন, ইনস্টাগ্রাম

তামিল তারকা সুরিয়ার ফ্যান ক্লাব টুইটারে এই তারকার গাছ রোপণের একটি ছবি দিয়ে লিখেছে, 'আজকে একটি গাছ লাগান। আর আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীকে রক্ষা করুন।'

Wb5J5kr.jpg


নারিকেল গাছ লাগাতে ব্যস্ত তামিল তারকা সুরিয়া, ইনস্টাগ্রাম

গত বছর আগস্টে তেলেগু তারকা মহেশ বাবুকে উদ্দেশ্য করে 'সবুজ ভারত ও সুস্থ স্বাস্থ্য' স্ট্যাটাস দিয়ে তামিল তারকা থালাপতি বিজয় একটি পোস্ট দিয়েছিলেন। পোস্টে বিজয়কে দেখা গেছে গাছ রোপণ করতে। সেই ছবিগুলো দিয়ে তাঁর ফ্যান ক্লাব টুইটারে পোস্ট দিয়েছে। সেখানে লেখা হয়েছে, 'সুন্দর ভবিষ্যতের জন্য প্রকৃতিকে রক্ষা কর'।

ZNTDnN8.jpg


গাছ লাগাচ্ছেন তামিল তারকা থালাপতি বিজয়, ইনস্টাগ্রাম

বলিউড তারকাদের কেউ কেউ ইনস্টাগ্রাম ও টুইটারে পরিবেশ নিয়ে কথা বলেছেন। মাধুরী দীক্ষিত টুইটার ও ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে অরণ্যের ভেতর দিয়ে হেঁটে আসছে মাধুরী। ক্যাপশনে লিখেছেন, 'আমাদের মা পৃথিবীর সৌন্দর্যকে ধরে রাখা খুব সহজ। আজ বিশ্ব পরিবেশ দিবসে আসুন একটা সুন্দর ভবিষ্যতের জন্য প্রকৃতিকে লালন-পালনের অঙ্গীকার করি।'

gV3a7OX.jpg


আয়ুষ্মান খুরানা পরিবেশ দিবসে এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন।

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা পরিবেশ দিবসে একটি ছবি দিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে লিখেছেন, 'পরিবেশ দিবসে আমি এই ছবি শেয়ার করতে চাই। ছবিটি আমি "আনেক" ছবির শুটিংয়ে দক্ষিণ পূর্ব ভারত থেকে তুলেছিলাম। এই রাস্তা দিয়ে খাসি পাহাড়ে পৌঁছানো যায়। এরপর এক কিলোমিটার গিয়ে শুটিং লোকেশনে পৌঁছাই। সম্প্রতি এখানে ১০০ মিলিয়ন বছর আগের বিশাল ডাইনোসরের ফসিল পাওয়া গেছে। আমাদের দেশে প্রচুর অকল্পনীয় জিনিস আছে। এগুলো সংরক্ষণ করা হোক। অসাধারণ বিষয়টি।'

এ ছাড়া কঙ্গনা রনৌত ইনস্টাগ্রাম আপডেট নামে টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। সেখানে কঙ্গনার গাছ লাগানোর একটি ছবি দেওয়া হয়েছে। হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ ছাড়া কঙ্গনা গত ২৫ মে একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা গেছে তিনি গাছ লাগাচ্ছেন। ছবির সঙ্গে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। তাতে লেখা ছিল, 'আজ আমি ২০টি গাছ লাগিয়েছি। আমরা কেবল ভাবি, কী পেলাম। মাঝেমধ্যে এটাও ভাবতে হয় যে আমি এই গ্রহকে কী দিলাম। মুম্বাইয়ে তকতে ঘূর্ণিঝড়ে ৭০ শতাংশ গাছ হারিয়েছি, গুজরাটে হারিয়েছি অর্ধেকের বেশি। এই গাছ এক দশকেরও বেশি সময় ধরে বেড়ে উঠেছে। প্রতিবছর এভাবে ঘূর্ণিঝড়ে আমরা কীভাবে এদেরকে নষ্ট হতে দিই!'

4KTI1jK.jpg


গাছ রোপণ করছেন কঙ্গনা রনৌত, ইনস্টগ্রাম

ওই স্ট্যাটাসে তিনি প্রকৃতি রক্ষা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। মুম্বাই ও গুজরাটের স্থানীয় সরকারের কাছে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। পোস্টের শেষের দিকে প্রকৃতির উপকারিতা নিয়ে বলেন, 'প্রকৃতি শুধু বাতাসকে পরিশুদ্ধই করে না, তারা আমাদের অক্সিজেনও দেয়। আসুন আমাদের শহরকে বাঁচাই। আমাদের গাছ বাঁচাই। আমাদের গ্রহকে বাঁচাই। পৃথিবীকে বাঁচানোর এটাই একমাত্র পথ।'

এ ছাড়া সিদ্ধার্থ মালহোত্রা, দিয়া মির্জা ও অজয় দেবগন পরিবেশ দিবস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিব্যক্তি শেয়ার করেছেন।
 

Users who are viewing this thread

Back
Top