What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

পানির নিচে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড (1 Viewer)

৩ জুন ছিল বিশ্ব বাইসাইকেল দিবস। বাইসাইকেল নিয়ে কত বিচিত্র বিশ্ব রেকর্ডের তথ্যই না মেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে। এখানে পড়ুন ৫টি রেকর্ডের কথা।

১. দীর্ঘতম বাইসাইকেল

zg3QHHR.jpg


অস্ট্রেলিয়ার বার্নি রায়ান গত বছর পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম বাইসাইকেল তৈরি করে তাক লাগিয়ে দেন। তাঁর তৈরি সাইকেলটির দৈর্ঘ্য ১৫৫ ফুট ৮ ইঞ্চি। সাইকেলটি নিয়ে তিনি ২০২০ সালের ১৪ নভেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পেনেসভিলে ঘুরে বেরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। রায়ানের আগে যিনি দীর্ঘতম বাইসাইকেল তৈরি করে রেকর্ড করেছিলেন, তিনিও অস্ট্রেলীয় নাগরিক।

২. প্যাডেল মেরে বিদ্যুৎ উৎপাদন

VvYGuum.jpg


মাইকেল ফ্যারাডের ডায়নামো তত্ত্ব ব্যবহার করে সাইকেলের প্যাডেল মেরে বৈদ্যুতিক আলো তৈরি হয়তো অনেকেই দেখেছি। কিন্তু এই তত্ত্ব মেনে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া যায়, তা দেখিয়েছেন যুক্তরাজ্যের নিক চারম্যান। ২০১৯ সালের ৩ আগস্ট তিনি সাইকেল নিয়ে হাজির হন লন্ডনের গ্রিনপার্কে। সেখানেই বাইসাইকেলে প্যাডেল মেরে ৩০ সেকেন্ডে ১৬ হাজার ৪৬০ জুল বিদ্যুৎ উৎপাদন করেন চারম্যান।

৩. সাইকেল নিয়ে দেয়ালে

GiSnBNb.jpg


স্পেনের বেনিতো রসের দখলে আছে বাইসাইকেলে চড়ে দেয়াল বেয়ে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর রেকর্ডটি। ইতালির রোমে ২০১২ সালের ১২ এপ্রিল তিনি একটি বাইসাইকেল নিয়ে সবার সামনে একটি খাড়া দেয়ালের প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছান।

৪. পানির নিচে দুই চাকায়

xsDzsYP.jpg


পানির নিচে সাইকেল চালিয়ে সবচেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়েছেন জার্মানির জেন্স স্টোৎজনার। ৬ হাজার ৭০৮ মিটার বা প্রায় ২২ হাজার ৮ ফুট দূরত্ব তিনি পাড়ি দেন পানির নিচে। জার্মানির একটি ৮৬ মিটার দীর্ঘ সুইমিংপুলের তলদেশে গিয়ে ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর তিনি ৭৮ বার এক পাড় থেকে অন্য পাড়ে সাইকেল চালিয়ে এই রেকর্ড অর্জন করেন।

৫. হাত ছাড়াই সাইকেল চালিয়ে

BvusG8C.jpg


সাধারণত সাইকেল চালাতে পায়ের মাধ্যমে প্যাডেল দেওয়ার পাশাপাশি ভারসাম্য রাখতে দরকার পড়ে হাতেরও। কিন্তু ভারতের তামিলনাড়ুর ভিটি ভিগনেশ কুমার হাত ছাড়াই শুধু পায়ে প্যাডেল মেরেই ঘণ্টার পর ঘণ্টা সাইকেল চালাতে পারেন। ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি ১২২ কিলোমিটার বা প্রায় ৭৬ মাইল পথ হাতের সাহায্য ছাড়া সাইকেল চালিয়ে রেকর্ড গড়েন তিনি।
 

Users who are viewing this thread

Back
Top