What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সপ্তাহের সাধারণ জ্ঞান: ৪ (1 Viewer)

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া তথ্য থেকে তৈরি হয়েছে এই সাধারণ জ্ঞানের কুইজ। নিছক আনন্দের জন্যও কুইজে অংশ নিতে পারেন। উত্তর দেওয়া থাকল লেখার শেষে।

EPxr474.jpg


১. কত সালে দেশে প্রথম জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়?

ক. ১৯৭৫

খ. ১৯৭৬

গ. ১৯৭৭

ঘ. ১৯৭৮

২. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের নাম পরিবর্তন করে দেশের কোন প্রখ্যাত শিক্ষাবিদের নামে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে?

ক. মুহম্মদ জাফর ইকবাল

খ. মোহাম্মদ কায়কোবাদ

গ. জামিলুর রেজা চৌধুরী

ঘ. মাহবুব মজুমদার

৩. বিদ্রোহী সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত ইদ্রিস ডেবি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

ক. দক্ষিণ সুদান

খ. ইথিওপিয়া

গ. কঙ্গো প্রজাতন্ত্র

ঘ. চাদ

৪. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?

ক. শঙ্খ ঘোষ

খ. নির্মলেন্দু গুণ

গ. শহীদ কাদরী

ঘ. হেলাল হাফিজ

৫. সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো কোনো নারী অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন?

ক. সৌদি আরব

খ. মালয়েশিয়া

গ. কানাডা

ঘ. সংযুক্ত আরব আমিরাত

৬. দেশে নারীদের গড় আয়ু কত বছর?

ক. ৭১

খ. ৭৩

গ. ৭৫

ঘ. ৭৭

৭. ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে কে 'গ্লোবাল লিডারস সামিট'-এ যোগ দিয়েছেন?

ক. মালদ্বীপের প্রধানমন্ত্রী

খ. ভুটানের প্রধানমন্ত্রী

গ. নেপালের প্রধানমন্ত্রী

ঘ. বাংলাদেশের প্রধানমন্ত্রী

৮. প্যারিস চুক্তিতে কত সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার (নেট জিরো) কথা বলা হয়েছে?

ক. ২০৪০

খ. ২০৫০

গ. ২০৬০

ঘ. ২০৭০

৯. 'আমি শ্বাস নিতে পারছি না' শব্দগুচ্ছ কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?

ক. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

খ. জর্জ হ্যারিসন

গ. শঙ্খ ঘোষ

ঘ. জর্জ ফ্লয়েড

১০. বিশ্বে প্রথম দেশ হিসেবে 'সিঙ্গেল-ইউজ প্লাস্টিক'-এর ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র

খ. ভুটান

গ. নিউজিল্যান্ড

ঘ. বাংলাদেশ

১১. এ বছর কোন দিবস পালনের সুবর্ণজয়ন্তী পালিত হলো?

ক. বিশ্ব ধরিত্রী দিবস

খ. বিশ্ব পরিবেশ দিবস

গ. আন্তর্জাতিক নারী দিবস

ঘ. আন্তর্জাতিক শ্রমিক দিবস

১২. 'লিডারস সামিট অন ক্লাইমেট' শীর্ষক দুই দিনের সম্মেলন কত তারিখে শুরু হয়েছিল?

ক. ২২ এপ্রিল

খ. ২৩ এপ্রিল

গ. ২৬ মার্চ

ঘ. ২৭ মার্চ

১৩. অনলাইন মিটিং প্ল্যাটফর্ম জুম অ্যাপের প্রতিষ্ঠাতা কে?

ক. ল্যারি পেজ

খ. মার্ক জাকারবার্গ

গ. অ্যান্ড্রু ইয়াং

ঘ. এরিক ইয়ান

১৪. কাপাসিয়া মডেল কী?

ক. শূন্য দুর্নীতির মডেল

খ. মাতৃমৃত্যু কমানোর সফল মডেল

গ. কার্বন নিঃসরণ মডেল

ঘ. জনসংখ্যা নিয়ন্ত্রণ মডেল

১৫. লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান কোথায়?

ক. বান্দরবান

খ. খাগড়াছড়ি

গ. রাজশাহী

ঘ. মৌলভীবাজার

১৬. আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?

ক. প্রশান্ত মহাসাগর

খ. আটলান্টিক মহাসাগর

গ. ভারত মহাসাগর

ঘ. জাপান সাগর

১৭. প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন সম্প্রতি কোন ঘটনাকে গণহত্যা স্বীকৃতি দিয়েছেন?

ক. জাপানে বোমা নিক্ষেপ

খ. আর্মেনীয় হত্যাকাণ্ড

গ. জার্মানির ইহুদি হত্যাকাণ্ড

ঘ. ২৫শ মার্চ কালরাত

১৮. কত সালে সত্যজিৎ রায় একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার) পান?

ক. ১৯৯২

খ. ১৯৯৩

গ. ১৯৯৪

ঘ. ১৯৯৫

১৯. এবারের অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোনটি?

ক. নোম্যান্সল্যান্ড

খ. নোম্যাডল্যান্ড

গ. সোল

ঘ. মাঙ্ক

২০. দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নাম কী?

ক. এফবিসিসিআই

খ. এফবিসিআই

গ. বিজিএমইএ

ঘ. বেসিস

২১. সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

ক. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

খ. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

গ. ভারত ও পাকিস্তান

ঘ. ইরান ও চীন

২২. জাতিসংঘ-এসকেপের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা প্রস্তাব পেশ করেন?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পাঁচ

২৩. এ বছর থেকে নতুন কোন পদক প্রদান করা হবে?

ক. বঙ্গবন্ধু সার্ক কৃষি পুরস্কার

খ. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক

গ. শেখ হাসিনা পরিবেশ পদক

ঘ. শেখ রাসেল আইসিটি পদক

২৪. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?

ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

খ. শেরেবাংলা এ কে ফজলুল হক

গ. মাওলানা হামিদ খান ভাসানী

ঘ. কোনোটিই নয়

২৫. করোনা মোকাবিলায় বাংলাদেশ, নেপালসহ ৯টি দেশের জন্য ১ হাজার ৪০০ কোটি ডলার তহবিল গঠন করেছিল বিশ্বব্যাংক। সেখান থেকে বাংলাদেশ পেয়েছে—

ক. ২৫ কোটি ডলার

খ. ৩৫ কোটি ডলার

গ. ৪৫ কোটি ডলার

ঘ. ৫০ কোটি ডলার


সঠিক উত্তর


১. কত সালে দেশে প্রথম জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়?

উত্তর: ১৯৭৬

২. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের নাম পরিবর্তন করে দেশের কোন প্রখ্যাত শিক্ষাবিদের নামে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে?

উত্তর: জামিলুর রেজা চৌধুরী

৩. বিদ্রোহী সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত ইদ্রিস ডেবি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

উত্তর: চাদ

৪. 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?

উত্তর: শঙ্খ ঘোষ

৫. সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো কোনো নারী অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন?

উত্তর: কানাডা (অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড)

৬. দেশে নারীদের গড় আয়ু কত বছর?

উত্তর: ৭৫ (পুরুষের ৭১)

৭. ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে কে 'গ্লোবাল লিডারস সামিট'-এ যোগ দিয়েছেন?

উত্তর: বাংলাদেশের প্রধানমন্ত্রী

৮. প্যারিস চুক্তিতে কত সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার (নেট জিরো) কথা বলা হয়েছে?

উত্তর: ২০৫০

৯. 'আমি শ্বাস নিতে পারছি না' শব্দগুচ্ছ কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?

উত্তর: জর্জ ফ্লয়েড

১০. বিশ্বে প্রথম দেশ হিসেবে 'সিঙ্গেল-ইউজ প্লাস্টিক'-এর ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ?

উত্তর: বাংলাদেশ (২০০২ সালের ১ জানুয়ারি)

১১. এ বছর কোন দিবস পালনের সুবর্ণজয়ন্তী পালিত হলো?

উত্তর: বিশ্ব ধরিত্রী দিবস (১৯৭০ সাল থেকে পালিত হচ্ছে)

১২. 'লিডারস সামিট অন ক্লাইমেট' শীর্ষক দুই দিনের সম্মেলন কত তারিখে শুরু হয়েছিল?

উত্তর: ২২ এপ্রিল

১৩. অনলাইন মিটিং প্ল্যাটফর্ম জুম অ্যাপের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: এরিক ইয়ান

১৪. কাপাসিয়া মডেল কী?

উত্তর: মাতৃমৃত্যু কমানোর সফল মডেল

১৫. লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান কোথায়?

উত্তর: মৌলভীবাজার

১৬. আন্তর্জাতিক তারিখ রেখা কোন সাগরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?

উত্তর: প্রশান্ত মহাসাগর

১৭. প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন সম্প্রতি কোন ঘটনাকে গণহত্যা স্বীকৃতি দিয়েছেন?

উত্তর: আর্মেনীয় হত্যাকাণ্ড

১৮. কত সালে সত্যজিৎ রায় একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার) পান?

উত্তর: ১৯৯২ সালে

১৯. এবারের অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোনটি?

উত্তর: নোম্যাডল্যান্ড

২০. দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নাম কী?

উত্তর: এফবিসিসিআই

২১. সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

উত্তর: ইরান ও চীন

২২. জাতিসংঘ-এসকেপের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা প্রস্তাব পেশ করেন?

উত্তর: চার

২৩. এ বছর থেকে নতুন কোন পদক প্রদান করা হবে?

উত্তর: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক

২৪. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?

উত্তর: শেরেবাংলা এ কে ফজলুল হক

২৫. করোনা মোকাবিলায় বাংলাদেশ, নেপালসহ ৯টি দেশের জন্য ১ হাজার ৪০০ কোটি ডলার তহবিল গঠন করেছিল বিশ্বব্যাংক। সেখান থেকে বাংলাদেশ পেয়েছে—

উত্তর: ৫০ কোটি ডলার
 

Users who are viewing this thread

Back
Top