What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সপ্তাহের সাধারণ জ্ঞান: ৩ (1 Viewer)

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া তথ্য থেকে তৈরি হয়েছে এই সাধারণ জ্ঞানের কুইজ। নিছক আনন্দের জন্যও কুইজে অংশ নিতে পারেন। উত্তর দেওয়া থাকল লেখার শেষে।

Fb6pnyq.jpg



১. কোনটি রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম?

ক. মেঘনা

খ. পদ্মা

গ. যমুনা

ঘ. সবগুলো

২. রাসপূর্ণিমা কাদের প্রধান উৎসব?

ক. মণিপুরি

খ. চাকমা

গ. মারমা

ঘ. গারো

৩. জব্বারের বলীখেলা কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা?

ক. রংপুর

খ. বরিশাল

গ. ময়মনসিংহ

ঘ. চট্টগ্রাম

৪. আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে কবে?

ক. ১ মে

খ. ১ জুন

গ. ১ জুলাই

ঘ. ১ আগস্ট

৫. আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ হবে কবে?

ক. ১১ জুন

খ. ১১ জুলাই

গ. ১১ আগস্ট

ঘ. ১১ সেপ্টেম্বর

৬. কত সালে আল-কায়েদা যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা চালিয়েছিল?

ক. ২০০০

খ. ২০০১

গ. ২০০২

ঘ. ২০০৩

৭. সম্প্রতি কোন দেশের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে?

ক. জাপান

খ. রাশিয়া

গ. উত্তর কোরিয়া

ঘ. চীন

৮. সম্প্রতি দেশে কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা শুরু করেছে?

ক. ডিবিবিএল

খ. ব্র্যাক ব্যাংক

গ. স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক

ঘ. বেসিক ব্যাংক

৯. 'রাঙামাটি' উপন্যাসের লেখক কে?

ক. আবুল ফজল

খ. অদ্বৈত মল্লবর্মণ

গ. মং চিন হ্লা

ঘ. আহমদ ছফা

১০. ১৯৭১ সালের ১১ এপ্রিল কে জাতির উদ্দেশে বেতারে ভাষণ দেন?

ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. অধ্যাপক ইউসুফ আলী

১১. সম্প্রতি কোন দেশ প্রথম প্রান্তিকে ৩০ বছরের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে?

ক. যুক্তরাষ্ট্র

খ. বাংলাদেশ

গ. ভারত

ঘ. চীন

১২. কবরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি?

ক. সুতরাং

খ. নীল আকাশের নিচে

গ. দীপ নেভে নাই

ঘ. রংবাজ

১৩. মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একাত্তরের মিছিলের পরিচালক কে?

ক. চাষী নজরুল ইসলাম

খ. সারাহ বেগম কবরী

গ. নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু

ঘ. জহির রায়হান

১৪. কোনটি সারাহ বেগম কবরীর আত্মজীবনী?

ক. আত্মস্মৃতি

খ. যে জীবন চলচ্চিত্রের

গ. আমার জীবন, আমার যাপন

ঘ. স্মৃতিটুকু থাক

১৫. এবারের বিশ্ব ঐতিহ্য দিবসের প্রতিপাদ্য কী?

ক. জটিল অতীত, বৈচিত্র্যময় ভবিষ্যৎ

খ. বৈচিত্র্যময় ভবিষ্যৎ, জটিল অতীত

গ. ঐতিহ্য: বিশ্ব চেতনায়

ঘ. বিশ্ব চেতনায় ঐতিহ্য

১৬. যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধিবিষয়ক প্রধান বিশেষজ্ঞ কে?

ক. টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস

খ. গীতা গোপিনাথ

গ. অ্যান্থনি ফাউচি

ঘ. মাইকেল ক্রেমার

১৭. ভারতের সংবিধানে কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত এলাকার মর্যাদা দেওয়া হয়েছিল কত ধারায়?

ক.৩৭৮

খ.৩৭৮ (ক)

গ.৩০৭

ঘ. ৩৭০

১৮. বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় কবে?

ক. ১৯৭১ সালের ২৬ মার্চ

খ. ১৯৭১ সালের ১৮ এপ্রিল

গ. ১৯৭১ সালের ২ মার্চ

ঘ. ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর

১৯. পারসেভারেন্স কী?

ক. নাসার মঙ্গলযান

খ. পারমাণবিক বোমা

গ. টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান

ঘ. রাশিয়ার তৈরি করোনা প্রতিরোধী টিকা

২০. সম্প্রতি মঙ্গলে উড়ল মানুষের তৈরি প্রথম হেলিকপ্টার। হেলিকপ্টারটির নাম কী?

ক. কুইনাইন

খ. স্পিড ফ্লায়ার

গ. ইনজেনুইটি

ঘ. স্পুটনিক-১

২১. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ শহীদ হন এপ্রিলের কত তারিখে?

ক.১৭ এপ্রিল

খ.১৮ এপ্রিল

গ.১৯ এপ্রিল

ঘ.২০ এপ্রিল

২২. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

ক. জানুয়ারি

খ. এপ্রিল

গ. জুন

ঘ. সেপ্টেম্বর

২৩. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?

ক. ফ্রিল্যান্সার

খ. আউটসোর্সার

গ. আউটসোর্সিং

ঘ. আউটগোয়িং

২৪. বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ বর্তমানে কততম স্থানে রয়েছে?

ক.১৫০

খ. ১৫১

গ.১৫২

ঘ. ১৫৩

২৫. দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সন কোনটি?

ক.১৯৭১-১৯৭৬

খ. ১৯৭২-১৯৭৭

গ.১৯৭৩-১৯৭৮

ঘ. ১৯৭৪-১৯৭৯



সঠিক উত্তর


১. কোনটি রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম?

উত্তর: সবগুলো

২. রাসপূর্ণিমা কাদের প্রধান উৎসব?

উত্তর: মণিপুরি

৩. জব্বারের বলীখেলা কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা?

উত্তর: চট্টগ্রাম

৪. আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে কবে?

উত্তর: ১লা মে

৫. আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শেষ হবে কবে?

উত্তর: ১১ সেপ্টেম্বর

৬. কত সালে আল-কায়েদা যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা চালিয়েছিল?

উত্তর: ২০০১ সালে

৭. সম্প্রতি কোন দেশের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে?

উত্তর: রাশিয়া

৮. সম্প্রতি দেশে কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা শুরু করেছে?

উত্তর: বেসিক ব্যাংক

৯. 'রাঙামাটি' উপন্যাসটির লেখক কে?

উত্তর: অদ্বৈত মল্লবর্মণ

১০. ১৯৭১ সালের ১১ এপ্রিল কে জাতির উদ্দেশে বেতার ভাষণ দেন?

উত্তর: তাজউদ্দীন আহমদ

১১. সম্প্রতি কোন দেশ প্রথম প্রান্তিকে ৩০ বছরের ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে?

উত্তর: চীন

১২. কবরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর: সুতরাং

১৩. মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একাত্তরের মিছিলের পরিচালক কে?

উত্তর: সারাহ বেগম কবরী

১৪. কোনটি সারাহ বেগম কবরীর আত্মজীবনী?

উত্তর: স্মৃতিটুকু থাক

১৫. এবারের বিশ্ব ঐতিহ্য দিবসের প্রতিপাদ্য কী?

উত্তর: জটিল অতীত, বৈচিত্র্যময় ভবিষ্যৎ

১৬. যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধিবিষয়ক প্রধান বিশেষজ্ঞ কে?

উত্তর: অ্যান্থনি ফাউচি

১৭. ভারতের সংবিধানে কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত এলাকার মর্যাদা দেওয়া হয়েছিল কত ধারায়?

উত্তর: ৩৭০

১৮. বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় কবে?

উত্তর: ১৯৭১ সালের ১৮ এপ্রিল

১৯. পারসেভারেন্স কী?

উত্তর: নাসার মঙ্গলযান

২০. সম্প্রতি মঙ্গলে উড়ল মানুষের তৈরি প্রথম হেলিকপ্টার। হেলিকপ্টারটির নাম কী?

উত্তর: ইনজেনুইটি

২১. বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ শহীদ হন এপ্রিলের কত তারিখে?

উত্তর: ২০ এপ্রিল

২২. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

উত্তর: এপ্রিল

২৩. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?

উত্তর: আউটসোর্সিং

২৪. বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ বর্তমানে কততম স্থানে রয়েছে?

উত্তর: ১৫২ (শীর্ষে রয়েছে নরওয়ে)

২৫. দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সন কোনটি?

উত্তর: ১৯৭৩-১৯৭৮
 

Users who are viewing this thread

Back
Top