What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সপ্তাহের সাধারণ জ্ঞান: ১ (1 Viewer)

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া তথ্য থেকে তৈরি হয়েছে এই সাধারণ জ্ঞানের কুইজ। নিছক আনন্দের জন্যও কুইজে অংশ নিতে পারেন। উত্তর দেওয়া থাকল লেখার শেষে।

qP0oXIf.jpg


১. মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে?

ক. ৩০ মার্চ, ২০২১

খ. ৩১ মার্চ, ২০২১

গ. ১৮ মার্চ, ২০২১

ঘ. ২৬ মার্চ, ২০২১

২. মেট্রোরেলের কোচগুলো তৈরি হয়েছে কোন দেশে?

ক. চীন

খ. যুক্তরাষ্ট্র

গ. জাপান

ঘ. তাইওয়ান

৩. কোন বন্দর দিয়ে মেট্রোরেলের কোচ দেশে পৌঁছে?

ক. মোংলা বন্দর

খ. চট্টগ্রাম বন্দর

গ. পায়রা বন্দর

ঘ. কক্সবাজার বন্দর

৪. দক্ষিণ এশিয়ায় লিঙ্গবৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি?

ক. ভারত

খ. নেপাল

গ. ভুটান

ঘ. বাংলাদেশ

৫. বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?

ক. জাতিসংঘ

খ. সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)

গ. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

ঘ. সেন্টার ফর হেলথ অ্যান্ড জেন্ডার ইকুইটি

৬. সম্প্রতি প্রকাশিত 'বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি' বইটির লেখক কে?

ক. আকবর আলি খান

খ. মোহাম্মদ ইউনুস

গ. ওয়াহিদউদ্দিন মাহমুদ

ঘ. খোন্দকার ইব্রাহিম খালেদ

৭. সম্প্রতি কোন বাংলাদেশি জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির 'বাংলাদেশ চেয়ার' নির্বাচিত হয়েছেন?

ক. অধ্যাপক শাহরিয়ার আলম

খ. অধ্যাপক রায়হান আহমেদ

গ. অধ্যাপক হারুন-অর-রশিদ

ঘ. অধ্যাপক রফিকুল ইসলাম

৮. সম্প্রতি প্রেসিডেন্টের সঙ্গে মতানৈক্যের জের ধরে কোন দেশের তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমান) প্রধান একযোগে পদত্যাগ করেছেন?

ক. যুক্তরাষ্ট্র

খ. ব্রাজিল

গ. ইকুয়েডর

ঘ. আর্মেনিয়া

৯. কোন মোবাইল ফোন প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ করতে শুরু করেছে?

ক. নকিয়া

খ. এইচটিসি

গ. শাওমি

ঘ. মটোরোলা

১০. দেশে এখন পর্যন্ত কতটি স্টার্টআপকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে?

ক. ১৭২টি

খ. ১৭০টি

গ. ১৮৭টি

ঘ. ১০৯টি

১১. মানুষের তৈরি বিশ্বের গভীরতম খাল কোনটি?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ. কোনোটিই নয়

১২. আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার কত?

ক. ৩৮ শতাংশ

খ. ৩৫ শতাংশ

গ. ৪২ শতাংশ

ঘ. ৩৪ শতাংশ

১৩. ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় কতজন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়?

ক. ১ হাজার ৬৪২ জন

খ. ১ হাজার ৫০৯ জন

গ. ১ হাজার ২০০ জন

ঘ. ১ হাজার ৯০৮ জন

১৪. ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?

ক. ৭০ ডলার

খ. ২১ ডলার

গ. ৯৮ ডলার

ঘ. ৪৫ ডলার

১৫. কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের?

ক. ২০৩১ সাল

খ. ২০৪১ সাল

গ. ২০৫০ সাল

ঘ. ২০৭১ সাল

১৬. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে 'ইতিহাসের মহানায়ক' নামে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করেছে—

ক. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

খ. বাংলা একাডেমি

গ. বাংলাদেশ আওয়ামী লীগ

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭. বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশের বেশি পণ্য পরিবহন হয় কোন খাল দিয়ে?

ক. চীনের গ্র্যান্ড খাল

খ. সুয়েজ খাল

গ. গ্রিসের করিন্থ খাল

ঘ. কোনোটিই নয়

১৮. সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?

ক. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

খ. ১৮৭৯ সালের ২৭ নভেম্বর

গ. ১৯৬৯ সালের ২ জানুয়ারি

ঘ. ১৮৬৭ সালের ১৭ নভেম্বর

১৯. সম্প্রতি বিশাল এক পণ্যবাহী জাহাজ সুয়েজ খালে আটকে যায়। জাহাজটির নাম কী?

ক. এভার গ্রিন

খ. এভার গিভেন

গ. সুইজ জায়ান্ট

ঘ. কুইন ম্যারি

২০. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষাকার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে?

ক. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়

গ. গাজীপুর বিশ্ববিদ্যালয়

ঘ. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৃজনশীল বিশ্ববিদ্যালয়

২১. যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্প্রতি কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের যে গোপন শিবিরটি বন্ধ করে দিয়েছে, তার নাম কী?

ক. সেভেন্থ ক্যাম্প

খ. ক্যাম্প সিক্স

গ. ক্যাম্প-সেভেন

ঘ. সিক্রেট ক্যাম্প

২২. আন্তর্জাতিক আর্থিক প্রকাশনা এশিয়ামানি দেশের কোন ব্যাংককে বাংলাদেশের সেরা ডোমেস্টিক ব্যাংক ২০২১ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

খ. সাউথ ইস্ট ব্যাংক

গ. ব্র্যাক ব্যাংক

ঘ. ডাচ-বাংলা ব্যাংক

২৩. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

ক. ৬ এপ্রিল

খ. ৮ এপ্রিল

গ. ৪ এপ্রিল

ঘ. ৭ এপ্রিল

২৪. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশের বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য অভিহিত করে সে দেশের কোম্পানিগুলোকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং একটি হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন?

ক. চীন

খ. যুক্তরাষ্ট্র

গ. ভারত

ঘ. যুক্তরাজ্য

২৫. সংবিধান সংশোধনীর ফলে কোন রাষ্ট্রপ্রধানের ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত?

ক. ভ্লাদিমির পুতিন

খ. জো বাইডেন

গ. নরেন্দ্র মোদি

ঘ. কোনোটাই নয়


সঠিক উত্তর


১. ৩১ মার্চ, ২০২১

২. জাপান

৩. মোংলা বন্দর

৪. বাংলাদেশ

৫. সুইজারল্যান্ডভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)

৬. আকবর আলি খান

৭. অধ্যাপক হারুন-অর-রশিদ

৮. ব্রাজিল।

৯. শাওমি

১০. ১৭০টি

১১. গ্রিসের করিন্থ খাল

১২. ৩৮ শতাংশ

১৩. ১ হাজার ৬৪২ জন

১৪. ৭০ ডলার

১৫. ২০৪১ সালে

১৬. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

১৭. সুয়েজ খাল

১৮. ১৮৬৯ সালের ১৭ নভেম্বর

১৯. এভার গিভেন (জাপানি মালিকানাধীন)

২০. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

২১. ক্যাম্প-সেভেন

২২. ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)

২৩. ৭ই এপ্রিল

২৪. যুক্তরাষ্ট্র

২৫. ভ্লাদিমির পুতিন
 

Users who are viewing this thread

Back
Top