What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ইতিহাসের কি পুনারাবৃত্তি ঘটে? ঘটে থাকলে সেই ইতিহাস কী? (1 Viewer)

NewAlien

Member
Joined
Mar 30, 2021
Threads
96
Messages
128
Credits
5,511
হ্যা, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।

ইতিহাসের পুনরাবৃত্তি এটি ইতিহাসের একটি স্বাভাবিক প্রবণতা। কিছু ঐতিহাসিক স্মৃতি যা সময়ের সাথে সাথে বিবর্ণ হওয়ার পথে, সেগুলি পুনরায় বর্তমানের কোনো এক ঘটনার সামনে নিজেকে উপস্থাপন কর, এবং আজ যা ঘটছে তা ভ্যবিষতেও পুনরাবৃত্তি হওয়ার সম্ভবনা আছে।

ইতিহাসের পুনরাবৃত্তির হাজারো উদহারণ আছে, আমি আপনাকে মানব ইতিহাসের সবচেয়ে সেরা পুনরাবৃত্তির ঘটনাগুলি জানাবো।

চলুন তবে আমরাও আজ ইতিহাসের ঘটনাগুলির সঙ্গে নিজেদের পুনরাবৃত্তি করি:-

মায়া ক্যালেন্ডার (The Mayan Calendar):

main-qimg-077bea9459841a4209e81c564f090735
The Mayan Calendar

[ক্যালেন্ডারের দু-বার আবিষ্কার ও বিকাশ]

প্রাচীন মায়া সভ্যতার (2600 B.C) সঙ্গে আমাদের আধুনিক সভ্যতার কোন যোগসূত্র নেই। তারা কিভাবে বিলীন হয়ে গিয়েছে সে সম্পর্কেও ইতিহাসবিদরা স্পষ্ট তত্ত্ব দিতে অক্ষম, এখন পর্যুন্ত। মায়ানরা আজে থেকে ৪,৬০০ বছর আগে এতটাই উন্নত দিনপুঞ্জিকা বিকাশ করেছিল যা সৌরজগতের সমস্ত গ্রহের গতিবিধি ও আনহানিক গতির নির্ভুল ব্যাখ্য ও ভবিষ্যৎবাণী দিতে সক্ষম ছিল।

আজ আমরা আবার নতুন করে দিনপুঞ্জিকা আবিষ্কার করে বিকাশ করতে সক্ষম হয়েছি (মায়ানদের সাহায্য ছাড়া)।

আন্টিকেথেরা মেকানিজোম (Antikythera mechanism):

Antikythera mechanism

[কম্পিউটারের দু-বার আবিষ্কার ও বিকাশ]

আধুনিক কম্পিউটারের পিতা Charles Babbage (১৭৯১-১৮৭১)। যা মানব ইতিহাসের এক যুগান্তকারী আবিস্কারক। আন্টিকেথেরা মেকানিজোম (Antikythera mechanism) হলো সেই কম্পিউটার যা প্রাচীন গ্রিক বিজ্ঞারা আবিষ্কার করেছিলেন (সম্ভবত ক্রিস্টপূর্ব ২৫০-৮৭ অব্দে)। এখন আন্টিকেথেরা মেকানিজোমকেই প্রথম এনালগ কম্পিউটার হিসাবে উল্লেখ করা হয়।

ব্রেণ অপারেশন(Brain surgery):



Sushruta

[অপারেশনের দু-বার আবিষ্কার ও বিকাশ]

Brain surgery কে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে উঁচু ধাপের অবস্থান কে চিন্নিহিত করে। যার সম্পর্ণ প্রাপ্য সম্মান পশ্চিমা দেশের চিকিৎসকগণ পেয়ে থাকে। কিন্তু Brain surgery-র প্রথম আবিস্কারক ছিলেন ভারতের কাশীতে বসবাসকারী চিকিৎসক Sushruta (সম্ভবত ক্রিস্টপূর্ব ৬০০ অব্দে। Sushruta-কে ভারতীয় শল্য চিকিত্সা এবং চক্ষুবিদ্যার জনক বলা হয়।

হুনুমান চল্লিশা (Hanuman Chalisa):

main-qimg-c5fbfc9cfa17b7b2e6e1c5c430f4dffc


Hanuman Chalisa

[পৃথিবী থেকে সূর্যের দূরত্বের পরিমাপ আবিষ্কার দু-বার]

যদিও তুলসীদাস ১৬ শতকে হুনুমান চল্লিশা লিপিবদ্ধ করেন, কিন্তু হুনুমান চল্লিশ বহু প্রাচীন যা জনশ্রুতির মধ্য ছিল। হুনুমান চল্লিশার একটি প্রোগ্রামে (হিন্দুধর্ম অনুসারে মন্ত্র) পৃথিবী থেকে সূর্যের দূরত্বের পরিমাপ বর্ণনা করা আছে। কতদিন আগে? কে? কিভাবে? এই দূরত্ব পরিমাপ করেছেন তা আজও ব্যাখ্যা দেয়া সম্ভব হয়নি। হুনুমান চল্লিশার এই প্রোগ্রাম আধুনিক নক্ষেত্র বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করে প্রাচীন সভ্যতা হয়তো আমাদের চেয়ে বেশি সুপেরিয়র ছিল।

হুনুমান চল্লিশার প্রগগ্রামে ছিল "যুগ সহস্র যোজনা পারা ভানু ,লীলায় ঠাঁই মধুর ফালা ঝানু"।

ক্যালকুলেশন [হিন্দু বৈদিক বিজ্ঞানীদের (মুনিঋষি) একক অনুসারে] :

১ যুগ =১২,০০০ বছর , ১ সহস্র =১০০০, ১ যোজনা = ৮ মাইল।

যুগ × সহস্র × যোজনা = পারা ভানু

১২,০০০ × ১,০০০ × ৮ = ৯৬,০০০,০০০ মাইল।

১ মাইল =১.৬ কিলোমিটার

৯৬,০০০,০০০ × ১.৬ = ১৫৩,৬০০,০০০ কিলোমিটার।

বর্তমান বিজ্ঞানীদের হিসাব অনুসারে ১৫১,৯৯০,০০০ কিলোমিটার (১৫১.৯৯ মিলিয়ন)।

প্রাচীন মিশরের বিদ্যুৎ(Electricity of ancient Egypt):

Electricity of ancient Egypt

আমরা যে ইলেকট্রিসিটি আজ ব্যবহার করি যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কার ও বিকাশ। কিন্তু আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে (আনুমানিক ক্রিস্টপূর্ব ২,৭৫০) প্রাচীন মিশরীয়রা প্রথম বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন।

মানব ইতিহাসে পাতায় এমন হাজারো উদহারণ আছে (ছোট আবিষ্কার থেকে শুরু করে বড় আবিষ্কার) যা একই ঘটনা দুই বার করে ঘটেছে। কোনো কোনো ঘটনা দুইয়ের অধিকবারও ঘটেছে। তাই সহজেই বলা যায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে স্বাভাবিক প্রবণতা অনুসারে।
 

Users who are viewing this thread

Back
Top