What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ওয়ানপ্লাস নর্ড এন ১০০ এবং এন১০ ৫জি আসছে মধ্যম দাম ও আকর্ষণীয় ফিচার নিয়ে (2 Viewers)

xcOuK47.jpg


নর্ড সিরিজের নতুন দুইটি ফোন, ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি ও ওয়ানপ্লাস নর্ড এন১০০ এর ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস নর্ড এর এই এন (N) সিরিজে কম দামে ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স এর প্রতিশ্রুতি দিয়েছে ওয়ানপ্লাস। দুইটি ফোনেই সফটওয়্যার হিসেবে থাকছে ওয়ানপ্লাস এর অক্সিজেন ওএস ভার্সন ১০.৫। ওয়ানপ্লাস এর এই অক্সিজেন ওএস অন্যান্য কাস্টম এন্ড্রয়েড রম থেকে ভালো পারফরম্যান্স দিয়ে এসেছে।

চলুন একনজরে জেনে নেওয়া যাক, ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড এন১০০ এর মূল ফিচারসমূহ।

ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি স্পেসিফিকেশন

0vk0rbQ.jpg


স্পেসিফিকেশনওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি
ডিসপ্লে৬.৪৯ইঞ্চি + ৯০হার্জ রিফ্রেশ রেট
চিপসেটস্ন্যাপড্রাগন ৬৯০
র‍্যাম৬জিবি
ইন্টারনাল স্টোরেজ১২৮জিবি
ব্যাটারি৪৩০০মিলিএম্প
চার্জিংওয়ার্চ চার্জ ৩০টি
রিয়ার ক্যামেরা৬৪মেগাপিক্সেল মেইন ক্যামেরা
৮মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড
২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা
২মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর
ফ্রন্ট ক্যামেরা১৬মেগাপিক্সেল

ওয়ানপ্লাস নর্ড এন১০০ স্পেসিফিকেশন

z1cYbJD.jpg


স্পেসিফিকেশনওয়ানপ্লাস নর্ড এন১০০
ডিসপ্লে৬.৫২ইঞ্চি
চিপসেটস্ন্যাপড্রাগন ৪৬০
র‍্যাম৪জিবি
ইন্টারনাল স্টোরেজ৬৪জিবি
ব্যাটারি৫০০০মিলিএম্প
চার্জিং১৮ওয়াট
রিয়ার ক্যামেরা১৩মেগাপিক্সেল মেইন ক্যামেরা
২মেগাপিক্সেল পোর্ট্রেইট লেন্স
২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা৮মেগাপিক্সেল

উল্লেখ্য যে, দুইটি ফোনেই থাকছে রিয়ার মাউন্টেড ফিংগারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও টাইপ-সি ইউএসবি সাপোর্ট তো থাকছেই। তবে নর্ড এন১০ এ ৫জি থাকলেও, নর্ড এন১০০ তে ৫জি সুবিধা থাকছেনা।

বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে কম দামের ওয়ানপ্লাস স্মার্টফোন হতে যাচ্ছে ওয়ানপ্লাস নর্ড এন১০০ ডিভাইসটি৷ ওয়ানপ্লাস নর্ড এন সিরিজ দ্বারা কোম্পানিটি তাদের স্মার্টফোনগুলোকে আরো সহজলভ্য করার মাধ্যমে পরবর্তী প্রযুক্তিসমূহের প্রতিনিধিত্ব করতে চাচ্ছে।

ওয়ানপ্লাস নর্ড এন১০ ৫জি ফোনটির মূল্য ৩২৯ পাউন্ড। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড এন১০০ ফোনটি পাওয়া যাবে ১৭৯ পাউন্ডে। আপাতত শুধুমাত্র ইউরোপে এবং পরবর্তীতে উত্তর আমেরিকাতে ফোন দুইটি পাওয়া যাবে।
 

Users who are viewing this thread

Back
Top