What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মুক্তি পেলো ওয়ানপ্লাস ৯ সিরিজের স্মার্টফোন ও ওয়ানপ্লাস ওয়াচ (1 Viewer)

aRr2AFU.jpg


২০২১ সালের নিজেদের ফ্ল্যাগশিপ লাইন-আপ, ওয়ানপ্লাস ৯ সিরিজ লঞ্চ করেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো এবং ওয়ানপ্লাস ৯আর – এই তিনটি ফোন মুক্তি পেয়েছে। এর সাথে আরো লঞ্চ করা হয়েছে ওয়ানপ্লাস ওয়াচ।

ওয়ানপ্লাস ৯ সিরিজের প্রত্যেকটি ফোনেই রয়েছে ৫জি সাপোর্ট। চলুন জেনে নেয়া যাক ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো, ওয়ানপ্লাস ৯আর এবং ওয়ানপ্লাস ওয়াচ সম্পর্কে বিস্তারিত।

pSJeCgj.jpg


OnePlus 9 Pro – ওয়ানপ্লাস ৯ প্রো

ওয়ানপ্লাস ৯ সিরিজের মূল আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা সেটাপ। অসাধারণ ক্যামেরা পারফরম্যান্স এর জন্য হ্যাসেলব্লেড এর সাথে পার্টনারশিপ করেছে ওয়ানপ্লাস। ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটিতে ব্যবহৃত হয়েছে সনির আইএমএক্স ৭৮৯ সেন্সর। ওয়ানপ্লাস ৯ প্রো তে রয়েছে কার্ভ এজ ডিসপ্লে। ফোনটির সাইড প্যানেল অ্যালুমিনিয়ামের। ফোনটির রিফ্রেশ রেট ১ থেকে ১২০ হার্জ এর মধ্যে অটো-এডজাস্টেবল।

9ploOlP.png


OnePlus 9 – ওয়ানপ্লাস ৯

ওয়ানপ্লাস ৯ প্রো ফোনটি চলবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা। গেমিংয়ের জন্য ফোনটিতে রয়েছে ৫ স্তরের কুলিং সিস্টেম। ফোনটতে ওয়ার্প চার্জিং সাপোর্ট রয়েছে, যার ফলে আধা ঘন্টার মধ্যেই ফোনটি ১০০% চার্জ করা যাবে।

ওয়ানপ্লাস ৯ ফোনটিতে ওয়ানপ্লাস ৯ প্রো এর প্রায় সকল ফিচারই বিদ্যমান। বাদ পড়েছে কার্ভ এজ ডিসপ্লে, থাকছে ফ্ল্যাট ডিসপ্লে। ওয়ানপ্লাস ৯ ও চলবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা।

TJ4g5Fb.jpg


OnePlus Watch – ওয়ানপ্লাস ওয়াচ

একই সাথে মুক্তি পাওয়া ওয়ানপ্লাস ওয়াচ এ রয়েছে ১.৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা নিয়ন্ত্রণ করা যাবে ৪৬ মিলিমিটার সার্কুলার ডায়াল দ্বারা। ১১০ টি এক্টিভিটি ফিচার এর পাশাপাশি রক্তে অক্সিজেনের পরিমাণ ও নির্ণয় করা যাবে স্মার্টওয়াচটি দ্বারা। স্মার্টওয়াচটি ওয়াটার ও ডাস্ট-রেসিস্টেন্ট এর পাশাপাশি সুইম-প্রুফ ও। ওয়ানপ্লাস এর স্মার্টওয়াচ, ওয়ানপ্লাস ওয়াচ এর দাম পড়বে ১৪,৯৯৯ ভারতীয় রুপি।

একনজরে ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো ও ওয়ানপ্লাস ৯আর

ওয়ানপ্লাস ৯ওয়ানপ্লাস ৯আরওয়ানপ্লাস ৯ প্রো
ডিসপ্লে৬.৫৫ ইঞ্চি৬.৫৫ ইঞ্চি৬.৭০ ইঞ্চি
প্রসেসরস্ন্যাপড্রাগন ৮৮৮স্ন্যাপড্রাগন ৮৭০স্ন্যাপড্রাগন ৮৮৮
ফ্রন্ট ক্যামেরা১৬ মেগাপিক্সেল১৬ মেগাপিক্সেল১৬ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা৪৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ৪৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল
র‍্যাম৮ জিবি / ১২ জিবি৮ জিবি / ১২ জিবি৮ জিবি / ১২ জিবি
স্টোরেজ১২৮ জিবি / ২৫৬ জিবি১২৮ জিবি / ২৫৬ জিবি১২৮ জিবি / ২৫৬ জিবি
ব্যাটারি৪৫০০ মিলিএম্প৪৫০০ মিলিএম্প৪৫০০ মিলিএম্প

ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ৯ প্রো ও ওয়ানপ্লাস ৯আর এর দাম

ভারতের বাজারে ৩৯,৯৯৯ রুপিতে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৯ সিরিজ এর সবচেয়ে কমদামি ফোন। অন্যদিকে ৬৯,৯৯৯ রুপিতে পাওয়া যাবে ওয়ানপ্লাস ৯ প্রো এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্ট।

QR2kv99.jpg


OnePlus 9R – ওয়ানপ্লাস ৯আর

ওয়ানপ্লাস ৯আর এর ৮ জিবি র‍্যাম ভার্সন এর দাম ৩৯,৯৯৯ রুপি। ফোনটির ১২ র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ রুপি। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত ফোনটির ব্যাকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ।

ওয়ানপ্লাস ৯ এর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ রুপি। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এর দাম ৪৯,৯৯৯ রুপি। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এর ওয়ানপ্লাস ৯ প্রো এর দাম ৬৪,৯৯৯ টাকা। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওয়ানপ্লাস ৯ প্রো এর দাম ৬৯,৯৯৯ রুপি।
 
These are the rules that are to be followed throughout the entire site. Please ensure you follow them when you post. Those who violate the rules may be punished including possibly having their account suspended.

যারা কমেন্ট করবেন, দয়া করে বানান ঠিক রাখুন। উত্তেজিত অবস্থায় দ্রুত কমেন্ট করতে গিয়ে বানান ভুল করবেন না। আমরা যারা কমেন্ট পড়তে আসি, আমাদের কমেন্ট পড়তে অনেক অসুবিধা হয়।

Users who are viewing this thread

Back
Top