What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Other ফিরে দেখা ২০১০-১৯: প্রশংসিত ত্রিশ নাটক (1 Viewer)

Nagar Baul

Board Senior Member
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
1,152
Messages
13,339
Credits
547,766
Pen edit
Sailboat
Profile Music
NIwcMrn.png


দেখতে দেখতে আরেকটি দশক(২০১০-২০১৯) শেষ হতে চলল। এই দশকে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ায় এবং টিভিতে বিজ্ঞাপনের হার বেড়ে যাওয়ায় টেলিভিশনের চেয়ে মানুষ অনলাইন প্ল্যাটফর্মে নাটক দেখায় বেশি আগ্রহী হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ায় নাটক নির্মাণের হার বাড়লেও মান অনেকটাই লোপ পেয়েছে! নাটকে প্রযুক্তির ব্যবহার বাড়লেও সমান্তরালে অশ্লীলতাও বেড়েছে।

মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা যায় এই দশকের নাটকের ট্রেন্ডকে। রোমান্টিক নাটক, নিম্ন বা মধ্যবিত্তদের জীবনঘেষা নাটক, চলমান ইস্যুতে নাটক, গ্রাম বা শহর কেন্দ্রিক কমেডি নাটক এবং টিনেজ ছেলেদের মেস লাইফ কিংবা ট্যুর কেন্দ্রিক নাটক। সবদিক বিবেচনা করে আজকের পর্বে এই দশকের প্রশংসিত নাটকগুলো পাঠকদের মনে করিয়ে দিতে চাই।

সেরা ত্রিশ প্রশংসিত নাটক:

১. কাঁটা(২০১০)- অনিমেষ আইচ (শহীদুজ্জামান সেলিম, দীপান্বিতা, মোশাররফ করিম)
২. পাতা ঝরার দিন (২০১৮)- রেদোয়ান রনি (সৈয়দ হাসান ইমাম, ঈশিতা, মৌসুমী হামিদ)
৩. ফেরার কোনো পথ নেই, থাকে না কোন কালে (২০১০)- মেজবাউর রহমান সুমন (জয়া আহসান, অনিমেষ আইচ)
৪. ফেরার পথ নেই (২০১৮)- আশফাক নিপুণ (মেহজাবীন, আফরান নিশো)
৫. সার্ভিস হোল্ডার (২০১০)- সালাউদ্দিন লাভলু (চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রভা, বৃন্দাবন দাশ)

৬. পাড়ি (২০১৪)- ওয়াহিদ আনাম (মৌসুমী হামিদ, সাজু খাদেম, মারজুক রাসেল, শতাব্দী ওয়াদুদ)
৭. এই শহরে (২০১৯)- আশফাক নিপুণ (আফরান নিশো, মেহজাবীন)
৮. আমরা ফিরবো কবে? (২০১৭)- শাফায়েত মনসুর রানা (সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, জন কবির, অপর্ণা, স্বাগতা, সুদীপ)
৯. কিংকর্তব্যবিমূঢ় (২০১৯)- ইফতেখার আহমেদ ফাহমি (চঞ্চল চৌধুরী, তিশা)
১০. আলো (২০১৪)- তানিম রহমান অংশু (অপি করিম, তমালিকা, পার্থ বড়ুয়া)

১১. সোনালী ডানার চিল (২০১৮)- আশফাক নিপুণ (রাইসুল ইসলাম আসাদ, মেহজাবীন, সাবেরী আলম)
১২. আমাদের সমাজবিজ্ঞান (২০১৯)-শাফায়েত মনসুর রানা (ইয়াশ রোহান, তানজিকা আমিন, তানিয়া আহমেদ)
১৩. কথা হবে তো? (২০১৭)- সৈয়দ আহমেদ শাওকি (নাবিলা, মনোজ কুমার)
১৪. ছিন্ন (২০১৫)- ওয়াহিদ আনাম (তিশা, তারিক আনাম খান, লুৎফর রহমান জর্জ)
১৫. স্বপ্নকুহক (২০১৬)- সুমন আনোয়ার (আফরান নিশো, মৌসুমী হামিদ, রওনক হাসান)

১৬. দ্বন্ধ সমাস (২০১৭)- আশফাক নিপুণ (রওনক হাসান, আবুল হায়াত)
১৭. রাতারগুল (২০১৫)-সুমন আনোয়ার (রওনক হাসান, তিশা, মামুনুর রশীদ)
১৮. আয়েশা (২০১৮)- মুস্তফা সরোয়ার ফারুকী (তিশা, চঞ্চল চৌধুরী)
১৯. ইনসমনিয়া (২০১০)-অনিমেষ আইচ (বিপাশা হায়াত, তারিন, শহীদুজ্জামান সেলিম)
২০. ফুলমতি (২০১৭)- সুমন আনোয়ার (আফরান নিশো, মম, রওনক হাসান, মনিরা মিঠু)

২১. চক্র (২০১৪)- ওয়াহিদ আনাম (তিশা, অর্চিতা স্পর্শিয়া, শতাব্দী ওয়াদুদ)
২২. পুরাঘটিত বর্তমান (২০১৩)- গোলাম কিবরিয়া ফারুকী (অপি করিম, কল্প, নাদের চৌধুরী)
২৩. এক্স ওয়াই জেড সিরিজ (২০১৫)- শাফায়েত মনসুর রানা (জন কবির, অপর্ণা, হিল্লোল, শাফায়েত মনসুর রানা)
২৪. দ্য প্রেস (২০১৫)- মাসুদ হাসান উজ্জ্বল (আফরান নিশো, তিশা)
২৫. অরুপার জন্য (২০১০)- মেজবাউর রহমান সুমন (ইন্তেখাব দিনার, কান্তা মাসউদ)

২৬. মার্চ মাসে শুটিং (২০১৭)- অমিতাভ রেজা (অপূর্ব, নাবিলা, সবিতা সেনগুপ্তা)
২৭. ২৬ দিন মাত্র (২০১৭)- মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (আমজাদ হোসেন, দিলারা জামান)
২৮. তুমি থাকো সিন্ধুপাড়ে (২০১০)- ইফতেখার আহমেদ ফাহমি (মাহফুজ আহমেদ, মেহজাবীন)
২৯. শেষটা একটু অন্যরকম (২০১৭)- গৌতম কৈরি (আশীষ খন্দকার, মম)

৩০. সেলুলয়েড ম্যান (২০১০)- ইফতেখার আহমেদ ফাহমি (সুমাইয়া শিমু, পার্থ বড়ুয়া)।
 

Users who are viewing this thread

Back
Top