What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু গাছ - যাদের সম্পর্কে জানলে অবাক হবেন আপনি (1 Viewer)

MOHAKAAL

Mega Poster
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
2,272
Messages
15,995
Credits
1,456,864
Thermometer
Billiards
Sandwich
Profile Music
French Fries
পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গাছ...

পৃথিবীতে ঠিক কত প্রজাতির গাছপালা রয়েছে তার সঠিক হিসেব কষা সত্যিই দুঃসাধ্য ব্যাপার! নানা প্রজাতির এসব গাছের মধ্যে কিছু গাছ এমনও রয়েছে যারা দেখতে খুবই অদ্ভুত অথবা অসম্ভব সুন্দর অথবা ভয়ঙ্কর কিঙ্গবা রহস্যময়। এদের সম্পর্কে অনেকের কৌতূহল থাকলেও প্রায় অনেকেই আমরা এসব গাছ সম্পর্কে খুব একটা জানিনা। শত সহস্র এসব গাছ থেকে কিছু অদ্ভুত গাছ সম্পর্কে আজ আপনাদের জানানোর চেষ্টা করবো। চলুন চেষ্টা করি!

C1q7h1k.jpg


তেলেঙ্গানার সেই রহস্যময় গাছ

১) গাছটি ভারতের অন্ধ্র প্রদেশের তেলেঙ্গানায় অবস্থিত। গাছটির নাম আমি জানিনা। আপনারা কেউ জানলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন! এই গাছটির আজব ও অদ্ভুত বৈশিষ্ট হলো, এই গাছটিতে অসংখ্য জীবজন্তুর নকশা আঁকা রয়েছে। অজগর, কুমির, বিছে, বাঘ, হরিণ সহ অসংখ্য পশু ও পাখিদের আকৃতি আঁকা রয়েছে। কে বা কারা এই গাছের এমন আকৃতি দিয়েছে বা গাছটি প্রাকৃতিকভাবেই এমন কি না বা গাছটির বয়সই বা কত তা কেউ বলতে পারেনা। রহস্যময় এই গাছকে এলাকাবাসী সৃষ্টিকর্তা প্রদত্ত গাছ বলেই মনে করে থাকে। স্থানীয়দের দাবী, পৃথিবীতে ১মাত্র প্রজাতির এই ১টি মাত্র গাছই রয়েছে!

gOv8YIq.jpg


ইউট্রিকুলেরিয়া

২) ইউট্রিকুলেরিয়া নামের এই গাছটি দেখতে খুবই সুন্দর না? কিন্তু জানলে অবাক হবেন যে, এটি একটি মাংসাশী গাছ! দেখতে খুবই সুন্দর এবং নরম কিন্তু ভয়ঙ্কর! গাছটি তার শরীরে বিদ্যুৎ তৈরি করতে পারে এবং তার আশেপাশে ঘুরে বেড়ানো পোকাদের তার নিজের দিকে টেনে আনে ওই বিদ্যুতের সাহায্যে। গাছটি তার শিকারকে খুব নিখুতভাবে মেরে ফেলতে পারে!

LYJ9j3G.jpg


ড্রাগন ব্লাড ট্রি

৩) এই গাছটির নাম ড্রাগন ট্রি। এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। গাছটির উপরের অংশ ছাতার মতো এবং পুরো গাছটি দেখলে মনেহবে যেন অনেকগুলো গাছ একসাথে জোড়া লেগে একটি গাছে পরিণত হয়েছে। এই গাছের কোন অংশে কোন অস্ত্র বা ছুরি দিয়ে আঘাত করলে বা কেটে ফেললে সে ক্ষত থেকে লাল রঙের অদ্ভুত রস বের হয়। এই রসগুলো দেখতে হুবহু রক্তের মতোই!

MLYS1T6.jpg


ভেনাস ফ্লাই ট্র্যাপ

৪) ভেনাস ফ্লাই ট্র্যাপ নামের এই গাছটিও মাংসাশী গাছ। এই গাছটি নিজের ভেতর থেকে এমন এক সুগন্ধ ছড়ায় যার প্রভাবে তার আশেপাশের পোকামাকড় আকৃষ্ট হয়ে যায়। আর যখনই কোন পোকা তার উপরে বসে সুগন্ধ নিতে যায় ঠিক তখনই এই গাছ তাদেরকে আটকে ফেলে! এর ভেতরে প্রচুর পরিমাণে এনজাইম থাকে যা আটক হওয়া পোকাদের গলাতে সাহায্য করে।
 

Users who are viewing this thread

Back
Top