What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected সারপ্রাইজ (1 Viewer)

Pegasus

Member
Joined
Mar 8, 2018
Threads
103
Messages
171
Credits
28,977
:-দেখো এই হারটা কেমন লাগছে?
মেঘার কথা শুনে ওর হাতে থাকে হারটার দিকে তাকালাম।হারটা অনেক দামি সেটা দেখেই বুঝা যাচ্ছে।মেঘার গলায় অনেক মানাবে।কিন্তু কিনে দেবার সামর্থ আমার নেই।
:-একটুও ভালো লাগছেনা।(আমি)
আমার কথা শুনে মেঘার মন খারাপ হলো সেটা ওর মুখের দিকে তাকিয়েই বুঝলাম।
:-তোমার ভালো লাগার দরকার নেই।আমার কাছে ভালো লেগেছে কিনে দাওনা।(মেঘা)
:-আরেকদিন এর থেকে ভালো হার কিনে দিবো।(আমি)
মেঘা মন খারাপ করে হারটা রেখে দিলো।মেঘা বুঝতে পেরেছে কেনো আমি আরেকদিনের কথা বললাম।মেয়েটা এমনি কেমন করে যেনো আমার মনের ভাষা বুঝে ফেলে।
:-আচ্ছা চলো ওদিকটায় যাই।(মেঘা)
:-চলো।
আমি মেঘার পিছু পিছু হাটছি।একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম।দোকানের সামনে একটা সাইনবোর্ড টানানো।তাতে লেখা 1 to 99।এর মানে এখানে ১ থেকে শুরু করে ৯৯ টাকার মধ্যে জিনিস বিক্রি করা হয়।দোকানে অনেক ভিড় জমে আছে।অল্প টাকায় ভালো জিনিসের লোভ কেইবা সামলাতে পারে।সবথেকে বড় ব্যাপার এখনকার যুগে ১ টাকার জিনিস পাওয়া যায় সেটাই অদ্ভুদ ব্যাপার
:-এই কী ভাবছো?
মেঘার হাতের স্পর্শে ঘোর কাটলো।মেঘা আর আমি দোকানের মধ্যে ঢুকলাম।মেঘা একটা হার পছন্দ করলো।হারটার মূল্য সামান্য।মেঘা হারটা হাতে নিয়ে আমার সামনে ধরে বললো
:-এটাতো কিনে দিবে?(মেঘা)
:-দিবো।
মেঘার কেনাকাটা শেষ হলে দুজন একটা পার্কের মধ্যে এসে বসলাম।হারটা কিনে দেওয়াতে মেঘা অনেক খুশি হয়েছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে হোক সেটা কম দামের।কিছু উপহার কম দামের হলেও সেটা অনেকের কাছে অনেক দামি উপহার।
:-ফুসকা খাবে?(আমি)
:-কী মহারাজ আজ কী টিউশনির টাকা পেয়েছেন যার জন্য আজ নিজে ফুসকা খাওয়াতে চাচ্ছেন?(মেঘা)
:-পেয়েছি।(আমি)
মেঘার এই কথা বলার পিছনে কারণ আছে।আমাদের রিলেশনের ১০ মাস হতে চললো।এই ১০ মাসে আমি কখনো মেঘাকে ফুসকা খাওয়ায়েছি কিনা মনে পড়ছেনা।খাওয়াবো কী করে আমাকে প্রতিদিন খুব হিসেব করে চলতে হয়।নিজের পড়ালেখার সব খরচ নিজে চালাতে হয় আবার মাস শেষে বাড়িতেও কিছু টাকা পাঠাতে হয়।
:-এই কোথায় হারিয়ে গেলে?
:-কোথাও না।চলো ফুসকা খাবো।
দুজন একটা ফুসকার দোকানের সামনে গিয়ে ফুসকা অর্ডার করলাম।
:-মামা দুই প্লেট ফুসকা দেন।(আমি)
:-দুই প্লেট না এক প্লেট দিন।(মেঘা)
:-এক প্লেট কেনো?
:-আমি খাবো আর তুমি বসে বসে দেখবে।হি হি হি হি হি
:-ঠিক আছে তুমি একা একাই খাও। (মন খারাপ করে)
:-ওলে বাবারে আমার বাবুটা দেখি রাগও করতে জানে। রাগ করেনা বাবু দুজন এক প্লেট ভাগ করে খাবো।
ফুসকা আসলে মেঘা নিয়ে একটা খাওয়া শুরু করলো।মেয়েটা বদের হাড্ডি আমাকে রেখে একা একা ফুসকা খাচ্ছে তাও আমার সামনে বসে।
:- হা করো?(মেঘা)
আমার দিকে একটা ফুসকা দিয়ে।
আমি হা করে মুখের মধ্যে নিলাম।নিমেষেই আমার মধ্যে থেকে অভিমান দুর হয়ে গেলো।মেঘা নিজে একটা খাচ্ছে আর আমাকে একটা করে খাওয়ায়ে দিচ্ছে।ফুসকাওয়ালা মামা মাঝে মাঝে আমাদের দিকে আড় চোখে দেখছে।আমি মেঘার দিকে তাকিয়ে আছি অদ্ভুদ দৃষ্টিতে।
:-ওই এভাবে কী দেখো?(মেঘা)
:-পরী দেখি।(আমি)
:-এই দিনের বেলায় পরী পেলে কোথায়?তোমাকে পাবনা পাঠাতে হবে।
:-আমার সামনে যেই মেয়েটা বসে আছে সেতো নিজেই পরী।
:-হয়েছে আর পাম দিতে হবেনা।
ধ্যাত!মেয়েটা যে কী!একটু প্রশংসা করবো তাও বলে কীনা পাম দিচ্ছি।
:-বাসায় যেতে হবে আমাকে।(মেঘা)
:-চলো।
পার্ক থেকে বেরিয়ে একটা রিক্সা নিলাম দুজনে।মেঘাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে হোষ্টেলে চলে এলাম আমি।আপনাদেরতো পরিচয়ই দেওয়া হয়নি।আমি হুসাইন অনার্স ২য় বর্ষের ছাএ।আর মেঘা আর গালফ্রেন্ড।ইন্টার সেকেন্ড ইয়ারের ছাএী।বড়লোক বাবার একমাএ মেয়ে।
হোষ্টেলে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম।এখন আবার টিউশনিতে যেতে হবে।আমি মধ্যবিও ফ্যামিলির সন্তান তাই নিজের খরচ নিজেকেই চালাতে হয়।
টিউশনি থেকে ফিরে এসে মেঘাকে ফোন দিলাম।
:-কী করো?(আমি)
:-ছাদে বসে চাঁদ দেখি।তুমি?(মেঘা)
:-বসে আছি।ডিনার করেছো?
:-হুম।তুমি?
:-করিনি এখনো।একটু পর করবো।
:-ওকে।আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যায় তোমার কষ্ট হবেনা?
মেঘার কথার কী উওর দিবো ভেবে পাচ্ছিনা।মেয়েটা জানে আমি ওকে প্রচন্ড ভালোবাসি,ওকে ছাড়া মরে যাবো তার পরেও এ কথা বলছে।
:-চুপ করে আছো যে?(মেঘা)
:-কেউ কী নিঃশাস ছাড়া বাঁচতে পারে?(আমি)
:-না।
:-তুমি আমার কাছে নিঃশাসের মত।
:-বুঝলাম।দেখেছো আজ আকাশে কত সুন্দর চাঁদ ওঠেছে?
:-দেখেছি।তবে তুমি আমার পাশে থাকলে আকাশের চাঁদটাকে একদম বাজে লাগে।কারণ চাঁদের আলোর উজ্জলতা তোমার থেকে কম।
:-পাম দেওয়া হচ্ছে না?
:-আচ্ছা তোমরা মেয়েরা এমন কেনো?একটু প্রশংসা করলেই বলো পাম দিচ্ছি।তুমি কী টায়ার যে পাম দিবো।
:-ভালোই যুক্তি দেওয়া শিখে গেছো।
:-হুম।
:-এখন গিয়ে খেয়ে নাও।
:-আরেকটু কথা বলি?
:-আজ আর না।সকালে কথা বলবো।
:-ওকে।
:-বাই
ফোন রেখে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে পড়তে বসতে বললাম।১২ টার দিকে পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম।
সকালে ফোনের শব্দে ঘুম ভাঙ্গলো।এত সকালে মেঘা ছাড়া আর কেউ ফোন দেয়না সেটা আমি জানি।ঘুম ঘুম চোখে ফোন রিচিভ করলাম
:-কী মহারাজ এখনো ঘুমাচ্ছেন?(মেঘা)
:-হুম।(আমি)
:-ওঠবে কখন?
:-একটু পর।কী করো?
:-বসে আছি।শোনো আজ আমার খালাতো ভাই আসবে।ওকে নিয়ে বিকেলে ঘুরতে যেতে হবে।ওর সামনে তোমার সাথে কথা বলতে পারবোনা।তুমি ঠিকমত খাওয়া দাওয়া করো।আর আমি সুযোগ পেলে তোমায় ফোন দিবো।তুমি ভুলেও আমাকে ফোন দিওনা
:-ওকে।তুমিও ঠিকমত খাওয়া দাওয়া করে নিও।
:-করবো।এখন রাখি।বাই
:-বাই
বিছানা ছেড়ে ওঠে বসলাম।আজ শুক্রবার।সকালে টিউশনি নেই।বিকেলে শুধু একটা আছে।রুমমেটরা বাড়িতে গেছে।রুমটা গোছাতে হবে।ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুম গোছাতে লেগে গেলাম সপ্তাহে এই একদিনই ফ্রি থাকি।রুম গোছাতে গোছাতে ১২ টা বেজে গেলো।এরপর গোসল করে নামাজে গেলাম।
বিকেলবেলা।
টিউশনি থেকে ফিরছি হঠাৎ মেঘাকে দেখলাম একটা ছেলের সাথে বসে রিক্সায় করে যাচ্ছে।ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম।এটাই তাহলে মেঘার খালাতো ভাই।মেঘা আমাকে দেখে না দেখার ভান করে চলে গেলো।আমি ভাবলাম হয়তো খালাতো ভাই ছিলো এই জন্য।তবে মনের মধ্যে হিংসে হচ্ছিলো অন্যছেলের সাথে মেঘাকে দেখে।যতই ওর খালাতো ভাই হোক।হোষ্টেলে এসে বাড়িতে ফোন দিয়ে সবার সাথে কথা বললাম।
আজ ২ দিন হতে চললো মেঘা আমাকে ফোন দেয়না।আমাকে ফোন দিতে মানা করেছে তাই আমিও দিইনি-আমি ফোন দিলে যদি কোন সমস্যা হয় এই ভেবে।রাতে একটা মেসেজ দিয়েছিলাম কিন্তু কোন রিপ্লে আসেনি।হয়তো সুযোগ পায়নি তাই ফোন দেয়নি।তবে মেঘার সাথে কথা না থাকতে অনেক কষ্ট হচ্ছে।কথা না বলে আর থাকতে পারছিনা তাই ফোন দিয়েই ফেললাম।দুবার রিং হওয়ার পর ফোন রিচিভ হলো।
:-ওই তোমাকে না বলেছি আমি ফোন না দেওয়া পর্যন্ত ফোন দিবেনা।(মেঘা)
:-দুই দিন হতে চললো তোমার সাথে কথা হয়না।অনেক কষ্ট হচ্ছিলো তাই ফোন দিলাম।(আমি)
:-আচ্ছা বিকেল ৫ টায় পার্কে এসো।
:-আমারতো টিউশনি আছে।
:-একদিন টিউশনি বাদ দিলে কিছু হবেনা।
:-আচ্ছা আসবো।
:-এখন রাখছি বিকেলে দেখা হবে।
:-ওকে।
ফোন রেখে মনের মধ্যে কিছুটা শান্তি অনুভব করছি।মেঘার সাথে দুদিন পর দেখা হবে এটা ভেবে অনেক ভালো লাগছে।
বিকেলে ৫ টার আগেই চলে গেলাম।পার্কে বসে চারদিক দেখছি। অনেক কাপল এসেছে।সবাই গল্প করতে ব্যস্ত।আবার অনেক ফ্যামিলিও এসেছে।এই পার্কটা অনেক সুন্দর সেই জন্যই এত লোকজন আসে এখানে।মেঘা আসলো ৫:৩০ এ।মেঘার সাথে মেঘার খালাতো ভাইও এসেছে।
:-কেমন আছেন?(মেঘা)
মেঘা আমাকে আপনি করে বলছে!অনেকটা অবাক হলাম।হয়তো ওর খালাতো ভাই আছে এজন্য আপনি করে বলছে।তবে কী আমিও আপনি করে বললো?
:-ভালো।আপনি?(আমি)
:-ভালো।নিরব এ হলো হুসাইন ভাইয়া।আগে উনার কাছে প্রাইভেট পড়েছিলাম।আর ভাইয়া এ হলো নিরব আমার হবু বর।
মেঘার কথা শুনে আমি যেনো আকাশ থেকে পড়লাম।কী বলছে ওএসব?আমি ওর প্রাইভেট স্যার+ভাইয়া?
:-কী বলছো এসব?(আমি)
:-বুঝলাম না।(মেঘা)
:-নিরব তোমার হবু বর হলে আমি কে?
:-আপনি আমার বড় ভাইয়া।
এবার আর সহ্য করতে পারলাম না।চিৎকার করে বললাম
:-আমি যদি তোর বড় ভাই হই তাহলে এতদিন আমার সাথে কেনো রিলেশন করেছিস?
:-আস্তে কথা বলো।
:-কী আস্তে কথা বলবো।
:-আশেপাশে অনেক মানুষ আছে আস্তে কথা বলো।আর আমি তোমাকে কোনদিনই ভালোবাসিনি। তোমার মত একটা গরিব ছেলেকে ভালোবাসবো আমি?হাও ফানি।এতদিন জাষ্ট টাইমপাস করেছি।
মেঘার কথা শুনে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি।আমি কী স্বপ্ন দেখছি?নিজের হাতে নিজেই চিমটি কাটলাম।না স্বপ্ন দেখছি।এই কী সেই মেঘা যে আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলো আমাকে ছেড়ে কখনো যাবেনা।
:-আমাদের সামনের মাসে বিয়ে।নিরব উনাকে একটা কার্ড দিয়ে দাও।(মেঘা)
নিরব আমার কাছে এসে একটা কার্ড ধরিয়ে দিলো।এরপর মেঘা আর নিরব চলে গেলো।আমি শুধু নিরব দর্শক হয়ে দেখছি সবকিছু।কী হতে কী হয়ে গেলো কিছুই বুঝলাম না।আমার চোখ দিয়ে অঝোর ধারায় শুধু পানি পড়ছে।কোন মতেই নিজেকে থামাতে পারছিনা।মেঘা আমার সাথে এমন করবে ভাবতেও পারিনি।
হোষ্টেলে এসে বিছানায় গা এলিয়ে দিলাম।খুব মাথা ব্যথা করছে।আমি একটু টেনশন করলেই মাথা ঘোরে।একবারতো মাথা ঘুরে পড়ে গিয়ে হাতে অনেকটা কেটে গিয়েছিলো।রিলেশন শুরুর আগে আমার ফ্রেন্ডরা মানা করেছিলো মেঘার সাথে রিলেশন করতে।মেঘা বড়লোক ঘরের মেয়ে আর আমি মধ্যবিও ঘরের ছেলে।মধ্যবিও ঘরের সন্তানদের স্বপ্ন দেখতে নেই সেটা আজ বুঝতে পারছি।
"হুসাইন এই হুসাইন তোর আজ টিউশনি নেই"
রুমমেটের ডাকে ঘুম ভেঙ্গে গেলো।কখন ঘুমিয়ে পড়েছি জানিনা।
:-আছে।(আমি)
:-যাবিনা।
:-যাবো।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৭টা বাজে।৭:৩০ এ টিউশনিতে পৌঁছাতে হবে।বিছানা ছেড়ে ওঠে ফ্রেশ হয় নিলাম।প্রচন্ড ক্ষুদা লেগেছে।এখনো রান্না হয়নি তাই না খেয়েই যেতে হবে।পকেটে টাকা নেই যা দিয়ে বাইরে খাবো।টিউশনির যা টাকা পেয়েছিলাম সব বাড়িতে পাঠিয়ে দিয়েছি।আব্বু অসুস্থ তাই টাকা দিয়ে আব্বুকে ডাক্তারের কাছে যেতে বলেছি।মধ্যবিও পরিবারের সন্তানদের শখ আল্লাদ এগুলো থাকতে নেই।আমারো নেই।মাঝে অনেক খারাপ লাগে এই ভেবে যে আমি কেনো মধ্যবিও ঘরের সন্তান হলাম।কিন্তু পরোক্ষণেই এটা ভেবে শান্তি পায় যে আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন।
টিউশনি থেকে ১০টায় হোষ্টেল এ ফিরলাম।হোষ্টেলে আসতেই আমার রুমমেট বললো
:-হুসাইন তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে।(রুমমেট)
:-এখনি?(আমি)
:-না। ১১:৪০ এ যাবো।।
:-আচ্ছা যখন যান আমাকে বলবেন।
:-ওকে।
খাওয়া দাওয়া করে নিয়ে কিছু কাজ করতে বসে গেলাম।কাল ২টা টিউশনিতে পরীক্ষা নেওয়ার কথা।মেঘা আমাকে ছেড়ে যাওয়ায় কতটা কষ্ট হচ্ছে সেটা একমাএ আমিই বুঝতেছি তবুও আমাকে সবকিছু করতে হচ্ছে।আমার দিকে আমার পুরো ফ্যামিলি চেয়ে আছে। আমাকে ভেঙ্গে পড়লে চলবেনা।
১১:৪০ এরুমমেটের সাথে রওনা দিলাম।জানিনা কোথায় যাচ্ছি।আমার মনটা খুব খারাপ হয়ে আছে।মনের মধ্যে কেউ হাতুরি দিয়ে পিটাচ্ছে আর সেখান থেকে অঝোরে রক্ত ঝরছে।
একটা গলির মধ্যে দিয়ে ঢুকলাম আমরা।রাস্তায় কোন মানুষ দেখা যাচ্ছেনা।এতরাতে দেখা যাওয়ার কথাও না।এই গলিটা আমার পরিচিত।মেঘার সাথে এই পথ দিয়ে অনেকবার গিয়েছি।গলির শেষ মাথায় একটা রেষ্টুরেন্ট সেই রেষ্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম।রেষ্টুরেন্টের ভিতর মোট ২টা বড় বড় রুম।একটার ভিতরের দিকে আরেকটা বাইরের দিকে।ভিতরেটাতে বিয়ে অনুষ্ঠান এসব হয়।আমি আর আমার রুমমেট ভিতরে ঢুকলাম।যেই রুমে অনুষ্ঠান হয় সেখানে ঢুকতেই বিদ্যুৎ চলে গেলো।৩০ থেকে ৩৫ সেকেন্ড পর সবগুলো লাইট জ্বলে ওঠলো।সাথে ভেসে আসলো **Happy Birthday to you Dear hossain**।
সামনে একটা টেবিল।টেবিলের উপর বড় একটা কেক।টেবিলের চারপাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ।ঘড়ির দিকে তাঁকিয়ে দেখি ১২ টা বাজে।আজ আমার জন্নদিন সেটা ভুলেই গিয়েছিলাম।সবাইকে আমি চিনি।মেঘা,নিরব, আমার সব ফ্রেন্ড,মেঘার সব ফ্রেন্ড।আমি শুধু সবার মুখের দিকে তাঁকিয়ে আছি।মেঘা আমার কাছে এসে হাত ধরে টেবিলের সামনে নিয়ে আসলো।মেঘা আজ অনেক সেঁজেছে।একদম পরীর মত লাগছে ওকে।আমার মনে হচ্ছে আমি কোন স্বপ্ন দেখছি।
:-কীহলো কেট কাঁটবেনা?(মেঘা)
আমার ঘোর কিছুতেই কাটছেনা।
:-কীহলো ভাইয়া চুপ করে আছেন কেনো?ভাবছেন এসব কীকরে হলো?সব মেঘা আপুর প্লান। আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতকিছু।(নিরব)
একক্ষণে সবকিছু পরিষ্কার হলো।ছিঁ আমি মেঘার সম্পর্কে কত বাজে ধারণা করেছিলাম।এখন নিজেকে নিজের কাছে ছোট মনে হচ্ছে।মেঘা আমার হাত ধরে কেট কাটলো।মেঘা নিজ হাতে আমাকে কেক মুখে তুলে দিলো আর আমি মেঘার মুখে।সবাইমিলে অনেক আনন্দ করলাম।
অনুষ্ঠান শেষ হতে রাত ১টা বেজে গেলো।একএক করে সবাই চলে গেলো।আমি, মেঘা,নিরব আর আমার রুমমেট থাকলাম শুধু।মেঘাকে ওর বাসায় পৌঁছে দিতে হবে।আমার রুমমেট আর নিরবকে বললাম আগে আগে যেতে।আমি আর মেঘা পাশাপাশি হাঁটছি।
:-আমাকে এতটা কষ্ট না দিলেও পারতে!(আমি)
:-সরি বাবু।আমি তোমাকে কষ্ট দিতে চাইনি।তোমাকে শুধু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।তুমি চাইলে আমাকে তোমার থেকে বেশি কষ্ট দিতে পারো।(মেঘা)
:-আমি তোমাকে কখনোই কষ্ট----
বাকি কথাগুলো আমার মুখেই আটকে গেলো। মেঘার কোমল ঠোঁটের স্পর্শে আমার মুখ দিয়ে কোন আওয়াজ বের হলোনা।এই প্রথম মেঘা আমাকে কিস করলো।নিজে কখনো করেনি আমাকেও করতে দেয়নি।এরকম অনুভুতি পেলে আমি হাজার কষ্টও সহ্য করতে রাজি আছি।

**সমাপ্ত***
 

Users who are viewing this thread

Back
Top