What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সতর্ক হোন (1 Viewer)

dipu

Administrator
Staff member
Administrator
Joined
Mar 3, 2018
Threads
52
Messages
20,990
Credits
137,928
Camera photo
Camera photo
Mosque
Glasses sunglasses
Pistol
Tomato
দয়াকরে সবাই পড়বেন এবং পরিবার ও আপনজনদের সাবধান করবেন।

ইদানীং এক শ্রেনীর রিক্সাচালক বের হয়েছে যারা ভাড়া নিয়ে বেশী দরদাম করবে না, অথবা দরদামের অভিনয় করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। তারপর যখন রিক্সায় উঠবেন তখন অথবা কিছুদুর যাওয়ার পর খেয়াল করলে দেখবেন তারা মোবাইলে কথা বলছে অথবা কন্টিনিউয়াস ইয়ারফোন ইউজ করছে। কথার তালে তালে তারা আপনার গন্তব্যস্থল, বর্তমান অবস্থান এবং কোন রাস্তা দিয়ে যাবে তার বর্ননা দিতে থাকবে তার সঙ্গী কে। কথা বার্তার ধরন এমন হবে, যে আপনি ধরতেই পারবেন না কি হচ্ছে। এছাড়াও রিক্সাচালকের কথা বার্তায় যাত্রী তেমন একটা কান দেয়ও না। কথার ধরন এমন হতে পারে যে "এইত অহন খিলগা তালতলা আছি, যামু মগবাজার ওয়ারলেস; তুই বাইর হ আমি খ্যাপটা নামায় দিয়াই আইতাসি। না মৌচাক দিয়া যামু না রাস্তা খারাপ, ডাক্তার গল্লি দিয়া বাইর হমু।" ইত্যাদি। এরা আসলে ছিনতাইকারী চক্র। আর এদের প্রধান টার্গেট হলো মহিলা ও কম বয়েসি ছেলে-মেয়েরা। যায়গা মত নিয়ে গিয়ে ঘটিয়ে ফেলতে পারে যে কোন ধরনের দুর্ঘটনা। নির্জন রাস্তা, চিপা গলি আর মানুষের আনাগোনা যে সময় কম থাকে সে সময় গুলো এদের টার্গেটে থাকে। আপনি যেদিক দিয়ে যেতে বলেন এরা যাবেনা, বিভিন্ন অজুহাত দেখাবে। মাঝে মাঝে এদের মধ্যে কেও কেও আপনাদের হুশিয়ারও করবে। যেমন " আপা ব্যাগ টা ধইরা বহেন এহানে অনেক ছিনতাই অয়" ইত্যাদি। এরা চিপা গলিতে হেটে কিংবা মোটরসাইকেল ব্যাবহার করে থাকে ছিনতাই করতে।


এই পদ্ধতিতে ছিনতাই করা যায় নিরাপদে ও সহজে সুযোগ বুঝে। তাই এরকম পরিস্থিতিতে বুঝে শুনে, তাদের না বুঝতে দিয়ে নেমে পরুন অথবা ছলেবলে দোকান থেকে কিছু কিনবেন বলে নেমে দোকানে ঢুকে পুলিশ ও নিকট আত্মীয় দের ফোন করুন।

এরকম ঘটনা সি.এন.জি তেও হতে পারে।

তাই সাবধানে থাকবেন।

ভালো থাক আপনজন, পথচলা হোক নিরাপদ ও আনন্দের।
 

Users who are viewing this thread

Back
Top