Please follow forum rules and posting guidelines for protecting your account!

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিবার কেন পাকিস্তানে থাকে? (1 Viewer)

Welcome to Nirjonmela Desi Forum !

Talk about the things that matter to you!! Wanting to join the rest of our members? Feel free to sign up today!

billionbd2024

Member
Joined
Jan 8, 2024
Threads
19
Messages
177
Visit site
Credits
7,784
এক কথায় উত্তর, কারন তারা সবাই পাকিস্তানি।

সোহরাওয়ার্দী নিজে জন্মের পর থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতীয়, ১৯৪৯ সাল পর্যন্ত ভারতীয়, এর পরে ১৯৬৩ সাল পর্যন্ত পাকিস্তানি ছিলেন। তার আত্মীয়দের মধ্যে কেউই বাংলাদেশি বা বাংলাদেশ ঘেষা ছিলেন না তার এক ছেলে ছাড়া।
  • তার ভাই হাসান শহীদ সোহরাওয়ার্দী, একজন পাকিস্থানি শিক্ষাবিদ, কবি, লেখক, ভাষাবিদ, সমালোচক ছিলেন। তিনি পাকিস্থানেই মারা যান।
  • সোহরাওয়ার্দীর প্রথম স্ত্রী বেগম নিয়াজ ফাতিমা ১৯২২ এ মারা গেলে তিনি বিয়ে করেন ভেরা আকেকজান্দ্রোবনা টিশেনকো কল্ডারকে যিনি পোলিশ বংশোদ্ভূত একজন রাশিয়ান অভিনেত্রী ছিলেন।
  • সোহরাওয়ার্দীর মেয়ে বেগম আখতার সুলেইমান ১৯৭১ সালে সরাসরি ইয়াহিয়া সরকারের পক্ষে সাফাই দেন। তিনি এ কথা পর্যন্ত বলেন তার বাবা অখন্ড পাকিস্থানে বিশ্বাসী ছিলেন।
  • তার নাতনি শাহিদা জামিল ছলেন পাকিস্থানী একজন আইনজীবি ও রাজনীতিবিদ। তিনি পাকিস্থান এর আইনমন্ত্রী ও ছিলেন।
  • সোহরাওয়ার্দীর কাজিন শায়িস্তা সোহরাওয়ার্দী ইকরামুল্লাহ ছিলেন পাকিস্থানী রাজনীতিবিদ ও রাষ্ট্রদূত।
main-qimg-a8c89418f5a232bd411d49b74789ac81-pjlq

  • তার ভাতিজি প্রিন্সেস সারভাত আল হাসান কলকাতায় জন্মগ্রহন করে, বর্তমানে জর্ডানের রাণী।
  • শায়িস্তা সোহরাওয়ার্দী ইকরামুল্লাহ এর মেয়ে, মানে সোহরাওয়ার্দীর ভাগনি সালমা সোবহান একজন বাংলাদেশী আইনজীবিন, রেহমান সোবহান এর স্ত্রী। তিনি আইন ও শালিস কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
তার ছেলে রশিদ সোহরাওয়ার্দী বা রবার্ট অ্যাশবি বাদে কেউই বাংলাদেশ এর স্বাধীনতার পক্ষে ছিলেন না। সবাই অখন্ড পাকিস্তান চেয়েছিলেন। সোহরাওয়ার্দীর মেয়ে বেগম আখতার সুলেইমান সহ তার অন্যান্য আত্মীয় গন সরাসরী ইয়াহিয়া সরকারকে সমর্থন দিয়েছিলেন। এ জন্যে রশিদ সোহরাওয়ার্দী তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন ধিরে ধিরে। ১৯৯৬ সালে তিনি আওয়ামিলীগের নির্বাচনী প্রচারে অংশ নেন। ২০১৯ সালে ৭৯ বছর বয়সে মারা যান।

উপরের লিস্ট থেকে দেখতেই পাচ্ছেন তারা কেউই বাংলাদেশি ছিলেন না সরাসরি শুধু সোহরাওয়ার্দীর কাজিনের মেয়ে সালমা সোবহান ছাড়া। তার ও কারন হলো তিনি রেহমান সোবহান এর স্ত্রী ছিলেন।
 

Users who are viewing this thread

Back
Top