What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

2017, GOA ভ্রমনের সময় তোলা কিছু ছবি, বেক্তিগত কিছু নেই, ভ্রমন পিপাসুদের জন্য কিছু তথ্য। (1 Viewer)

choto79

Forum God
Elite Leader
Joined
Mar 8, 2019
Threads
2,943
Messages
228,911
Credits
1,182,370
Euro Banknote
Strawberry
Doughnut
Billed Cap
Hamburger
Tokyo Tower
২০১৭ সালে আমি এবং আমার এক বন্ধু হতাথ সফরে গেছিলাম ভারত তথা এশিয়ার একটি বিখ্যাত সমুদ্র রাজ্য GOA, যেখানে আমি দেখেছি ভারতীয় থেকে অনেক গুনে বেশি বিদেশি ভ্রমন পিপাসু, রাশিয়া আমেরিকা এবং ব্রিটিশ যেখানে ভারতীয়দের থেকেও অনেক বেশি সঙ্খায়। ৬ দিনের সফরে আমরা ৩০ টির বেশি সমুদ্র সইকত ঘুরেছি, GOA তে মোট সইকত ৪২, এবং বছরের কিছু সময় এর মধ্যে কিছু সইকত ভারতীয়দের জন্যও বন্ধ থাকে। কিন্তু আমরা সেইসময়ের কিছুদিন আগে যাওয়ায় সেগুল ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম।

যদি আপনারা কখন GOA যাবার সুযোগ পান, তাহলে অবশ্যই যেখানে যাবেন তারমদ্ধে সবচে প্রধান হল বাঘা বিচ, যা কিনা রাত্রি জিবনের জন্য প্রসিদ্ধ।

তাছাড়া আরেকটি যা আপনি করতে পারেন সেটি হল Scuba Diving যেটি একটি সারা জিবনের অভিজ্ঞতা।

তাছাড়া আপনি চাইলে Cruse Ship ভ্রমন করতে পারেন, সমুদ্রের মাঝে Party, অসম্ভব মজা।

ছোট খাট অনেককিছু আছে Adventure Sports, যেমন Para Selling, Para Gliding, Banana Ride, Speed Boat Ride, Snorkeling আরও অনেক।

কিছুদিন যদি কোন সিনেমার নায়কের জীবন বাচতে চান পকেটে টাকা নিয়ে ঘুরে আসুন।


OyO Rooms এর সউজন্নে থাকার সুন্দর বাবস্থা ছিল, ঘুরতে ফিরতে খিদা পেলে খাওয়া সেরে নিতাম তার মধ্যে।

সবচে বিশেষ হল, scuti দৈনিক ৩০০ টাকায় ভাড়া নিয়ে গুগল ম্যাপের সাহায্যে ঘুরেছি যত পেরেছি ততটাই।

বিকালের পর একটাই ঠিকানা বাঘা, রাত যত গভীর হয় লোক সমাগম তত বেশি, রাতে জিবন্ত হয় বাঘার তট।
বাঘা যাবার রাস্তা যেটি সেটি টিটস লেন নামে বিখ্যাত। অসংখ্য টাটু আকার দোকান, তারচে বেশি ডিস্ক। দেশি থেকে বেশি বিদেশি লোকের সমাগম। গান বাজছে সারা রাত, টিটস লেন জেগে আছে সারা রাত, এখানের সময় উলটো। এরা সূর্যাস্তের পর এদের সকাল হয়, রাত্রি হয় সূর্যোদয়ের পর। চাইলে সারা রাত কাটাতে পারবেন বাঘার তটে, সময় বুঝতেই পারবেন না।
অসংখ্য নরনারি রাশিয়া থেকে আসে, এমনকি রাস্তার দোকানের নাম ইংরেজির বদলে লেখা রাশিয়ার ভাসায়।

আরেকটা বিখ্যাত জিনিস যার নাম ফেনি, ( প্রধানত নারকেল থেকে তৈরি অ্যালকোহল পানিও, এবং দামি ফেনি কাজুবাদাম থেকেও তৈরি হয়) অসাধারন একটি পানিয়, বিদেশি পানিয় থেকে এর কদর অনেক বেশি। কিন্তু এতি আপনি GOAর বাইরে কোথাও পাবেন না।

কিছু ছবি ও আরও কিছু তথ্য সমেত থাকছে আরও কিছু পোস্ট এরপর।

সাথে থাকুন এবং মতামত জানান আমার নতুন কিছু করার চেষ্টায় যেটি করলাম আপনাদের কেমন লাগলো।
 

Users who are viewing this thread

Back
Top