What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ত্রাস সৃষ্টিকারী বিশ্বের ১০ টি মাফিয়া গ্রুপ (1 Viewer)

MECHANIX

Board Senior Member
Elite Leader
Joined
Apr 12, 2018
Threads
695
Messages
11,929
Credits
228,361
Audio speakers
Cake Chocolate
Soccer Ball
Profile Music
Bikini
মাফিয়া! শুনলেই হয়তো অনেকের গায়ের রোম দাঁড়িয়ে যায়। কেউ কেউ হয়তো আবার স্মৃতির পাতা হাতরে হাতরে চলে যান 'গডফাদার' ছবির দৃশ্যপটে। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন, বাস্তবের মাফিয়া গল্প/ছবির মতই হবে, তাহলে আপনাদের ভুল ধারণা ভাঙ্গা দরকার। বাস্তবের মাফিয়া আরও ভয়ংকর, আরও হিংস্র। তো আসুন জেনে নেওয়া যাক, তেমনই দশটি মাফিয়া দল সম্পর্কে।

১.ইয়াকুজা (Yakuza)

এই কোরীয় জাপানিজ অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেটটি মাফিয়া জগতের একদম শীর্ষে আছে। চলন-বলনেই যার প্রমাণ পাওয়া যায়। তাদের অফিস বিল্ডিং আছে, আছে বিজনেস কার্ডও এবং মাঝে মাঝেই তারা স্থানীয় সংবাদপত্রের প্রধান ফোকাসে থাকে। পরিহিত কালো বিজনেস স্যুট এবং ডগা কাটা কনিষ্ঠা (little finger) আঙ্গুল, এই হলো তাদেরকে চেনার সবচেয়ে সহজ উপায়।

TSKBDMG_001.jpg


ইয়াকুজা - Source: Ethereum World News

ওদের বস ইউবিতসুমে (yubitsume) নামে পরিচিত। রাজনীতি এবং বিভিন্ন কর্পোরেট বোর্ডের ডিরেক্টররাও এই অর্গানাইজেশনের সদস্য। এ থেকেই এর প্রতাপ সম্পর্কে আঁচ করা যায়। অনেকে আবার এদের গোকুডো (Gokudo) নামেও ডেকে থাকে। যদিও তাদের কুখ্যাতির কমতি নেই, তবুও ২০১১ সালের সুনামির পর এই মাফিয়া অর্গানাইজেশনটিই ত্রাণ নিয়ে সবার আগে এগিয়ে গিয়েছিল।
 

Users who are viewing this thread

Back
Top