What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট ১০ টি স্থান (1 Viewer)

SoundTrack

Board Senior Member
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
530
Messages
13,426
Credits
283,450
Recipe pizza
Loudspeaker
১৪৯ মিলিয়ন বর্গ কিলোমিটার (৫৭.৫ মিলিয়ন বর্গমাইল) বেশ বিশাল পরিমাণের জায়গা এবং পুরো পৃথিবীর মোট ভূমির পরিমাণ । তবে বিশাল এই পরিমাণের ভাগীদার গ্রহে বসবাসকারী ৭,১২৫,০০০,০০০ জন মানুষ এবং হিসাব করলে দেখা যায়, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে গড়ে ৪৮ জন করে। কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো। পৃথিবীর কিছু অংশে প্রচুর মানুষের বসবাস আর কিছু অংশ ধু ধু মরুভূমি। নিউইয়র্ক এ প্রতি বর্গকিলোমিটার এ বাস করে ১০,৭২৫ জন মানুষ, সিঙ্গাপুর এ বাস করে প্রতি বর্গকিলোমিটারে ৭,৩০০ এর কিছু বেশি এবং হংকং এ এই সংখ্যা ৬,৪০০- যার ফলে এই স্থানগুলোকে নিরবিচ্ছিন্ন সাবওয়ে যাত্রার মত বিরক্তিকর মনে হতে পারে। তবে পৃথিবীতে ওয়েস্টার্ন সাহারা এর মতও কিছু স্থান রয়েছে যেখানে জনসংখ্যার ঘনত্ব প্রশান্তিদায়ক পর্যায়ে (যদি একাকীত্বের প্রতি ভালবাসা থাকে) – প্রতি বর্গ কিলোমিটারে ২.২ জন মানুষ। তাহলে এমন কোন কোন জায়গা আছে পৃথিবীতে যেখানে সব কিছু ছেড়ে ছুড়ে চলে গেলেও কোন আক্ষেপ থাকবেনা? ঝটপট গুছিয়ে নিন বাইনোকুলার কারণ এখন আমরা যে ১০ টি জায়গার ব্যাপারে জানবো, সেই জায়গাগুলোতে সবথেকে নিকটতম মানুষ খুঁজতে হলেও বাইনোকুলার এর দরকার পরতে পারে!

১০. অস্ট্রেলিয়া(Australia)- প্রতি বর্গ কিলোমিটারে ৩ জন মানুষ

PSKGBS_001.jpg


সিডনি, অস্ট্রেলিয়া - Source: Travel + Leisure

ভ্রমণ পিপাসুদের ভ্রমণের তালিকায় উপরের দিকে যে সকল স্থানের নাম খুঁজে পাওয়া যায় তাদের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আরেকটি দিক দিয়ে অস্ট্রেলিয়াকে সেরা ১০ এর তালিকায় খুঁজে পাওয়া যায় তা হল কম জনসংখ্যার দেশ হিসেবে। ৭.৬৯ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপে মাত্র ২৩,৭৬৬,৫০০ জন মানুষের বসবাস; অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে ৩.০৯ জন মানুষ বাস করে। তবে, এই পরিসংখ্যানটি অন্যান্য অধিবাসীদের পরিসংখ্যানের মতই বিভ্রান্তিকর। বেশিরভাগ অস্ট্রেলিয়ান বাস করে উপকূল ঘেঁষা শহরে যার ফলে অংকিত বৃত্তের মত সুবিশাল এলাকা জুড়ে লোকালয় সৃষ্টি হয়েছে- অস্ট্রেলিয়ান আউট ব্যাক- যার বেশিরভাগ অংশ মরুভূমি এবং যার কদর ভ্রমণের স্থান হিসেবেই বেশি। এই মরু অঞ্চল অস্ট্রেলিয়াকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক, সমতল এবং চাষবাসের অনুপযুক্ত মহাদেশ যদিও দেশের অপর প্রান্তে ঘনবর্ষণ বনাঞ্চল বিদ্যমান।
 

Users who are viewing this thread

Back
Top