মধ্যযুগের খ্যাতিমান ফারসি কবিদের অন্যতম কবি সাদির আসল নাম আবু মুহাম্মদ মুসলিহ আল দিন বিন আবদাল্লাহ শিরাজি। তিনি শেখ সাদি বা সাদি শিরাজি নামেও পরিচিত। তাঁর লেখক ছদ্মনাম শিরাজের সাদি। তাঁকে শাস্ত্রীয় সাহিত্য-ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয়। তিনি পার্সিয়ান পণ্ডিতগণের মধ্যে "মাস্টার অব স্পিচ"...