হলুদের আয়োজন আর ছোট নেই, ঘরোয়াও নেই; সাজ আর আয়োজনে হয়ে উঠেছে জমকালো। একসময় হলুদের দাওয়াত বিকেলে শুরু হয়ে সন্ধ্যাতেই শেষ হয়ে যেত। আর এখন হলুদের আয়োজন শুরুই হয় সন্ধ্যায়। তবে আয়োজনে পরিবর্তন এলেও এখনো হলুদের আসরে স্বমহিমায় রাজত্ব করছে দেশি উপকরণ। এখনো একই ভূমিকা পালন করে যাচ্ছে সেই পাটি, বাঁশ কিংবা...
অনেকদিন এই সেকশন টা ঘুরে দেখা হয়নি। এখানে একসময় সেট ছবি পোস্ট করতাম। আজ আবারো একটা সেট ছবি নিয়ে এলাম। দেখে থাকতে পারেন, যদি তাইই হয় তাহলে স্কিপ করতে পারেন।