থানাকা না কেনা, ভিক্ষুর দাহ দেখতে মন না টানা, সূর্যাস্ত দেখার জন্য ছুটে চলা, নতুন বন্ধুর সঙ্গে পরিচয়—এসবেই একটা দিন পার। উপাদেয় রাতের আহার সেরে ঘুম। অপেক্ষা ভোরের।
‘থানাকা’ মাখেন না, এমন কোনো বার্মিজ নারী-পুরুষ খুঁজে পাওয়া যাবে না। থানাকাগাছের বাকল গুঁড়া করে পেস্ট বানিয়ে দুই গালে মেখে থাকেন...