বিয়ের ছয়মাস পর আমার মনেহলো, আর না। অনেক হয়েছে, আমি আমার শাশুড়িকে আর সহ্য করতে পারবো না। এই সংসারে হয়ত আমি থাকবো, নয়ত আমার শাশুড়ি থাকবে। এই মহিলার সাথে এক ঘরে, এক ছাদের নিচে থাকা আমার পক্ষে আর সম্ভব না। কিন্তু সমস্যা হচ্ছে, আমি আমার স্বামী রুপমকে এসব কথা কোনমতেই বলতে পারছিলাম না। রুপমের...