What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

যৌনতা নির্ভর যত বাংলা সিনেমা (1 Viewer)

Bergamo

Forum God
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
9,653
Messages
117,045
Credits
1,241,450
Glasses sunglasses
Berry Tart
Statue Of Liberty
Profile Music
Sandwich
JXbTk30.jpg


দিনদিন খোলামেলা হয়ে যাচ্ছে টালিউড। একের পর এক তৈরি হচ্ছে যৌনতা নির্ভর ছবি। এসব অনেক ছবিই সবাইকে নিয়ে দেখার মতো নয়। তাই বলে কি থেমে থাকছে কিছুই ? না।

যৌনতা নির্ভর টালিউডের সেসব চলচ্চিত্র নিয়ে বাংলাফ্রেম.কম এর পাঠকদের জন্য এবারের আয়োজন…

ছত্রাক: ২০১১ সালের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ভারতীয় বাংলা ছবি ‘ছত্রাক’। এই ছবিটি বাংলার পাশাপাশি ইংরাজিতেও ডাবিং হয়। শ্রীলঙ্কান পরিচালক ভিমুক্তি জয়াসুন্দরা ছবিটি নির্মাণ করেন। এই ছবিতে পাওলি দামের একটি ওরাল সেক্স দৃশ্য এমএমএস আকারে ফাঁস হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যায় এই ছবির মুক্তি।

বেডরুম: ‘বেডরুম’-এর পরিচালক মৈনাক ভৌমিক। ছবিতে রয়েছে আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, উষসী, পার্নো মিত্র, পাওলি দাম, রাহুল, তনুশ্রী, অনুব্রত। এই সিনেমাটি বেশ কয়েকটি দৃশ্য রয়েছে উষ্ণ আবেদনের ছোঁয়া। ২০১২-তে মুক্তি পায় ছবিটি।

গাণ্ডু: ছবিটি কনসেপ্ট সাদা-কালো। অভিনয় করেছেন ঋ ও অনুব্রত। যৌনতা, নগ্নতা কী নেই এই ছবিতে। এই সিমাটি নিয়েও বিতর্ক কম হয়নি। কৌশিক মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০১০ সালে।

নাগরদোলা: ২০০৫ সালে এই ছবিটি নির্মিত হয়। অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। যৌনতার মোড়কে ভরপুর এই ছবিটির পরিচালক রাজ মুখোপাধ্যায়।

কসমিক সেক্স: ২০১৪ সালে অনলাইনে বিশ্বের দরবারে হাজির হয় ‘কসমিক সেক্স’। এই ছবিতে অভিনয় করেছেন ঋ। বাউলতত্ত্ব নিয়ে তৈরি ছবিতে সাহসী ঋ এককথায় প্রশংসার দাবিদার। ছবিটি পরিচালনা করেছে অমিতাভ চক্রবর্তী।

অন্তরমহল: ২০০৫ সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের এই ছবিটি। এই ছবিতে অভিনয় করেন সোহা আলি খান, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রূপা গঙ্গোপাধ্যায় প্রমুখ।
 
গান্ডু ছবিটা ঠিক আছে তবে ফুল হার্ডকোর নয়,পোষ্ট করার জন্য ধন্যবাদ এই রকম আরো পোষ্ট করুন প্লিজ

Sent from my GT-S7580 using Tapatalk
 

Users who are viewing this thread

Back
Top