What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সংগৃহীত কৌতুকের আসর (1 Viewer)

dukhopakhi

Global Moderator
Staff member
Global Mod
Joined
Mar 3, 2018
Threads
102
Messages
12,008
Credits
111,433
Calculator
Mosque
Calculator
LittleRed Car
LittleRed Car
LittleRed Car
"তোমার বাঁচার আর কোন আশা নাই গো"

আবুল খুব অসুস্থ।ডাক্তার আবুলকে চেক-আপ করে আবুলের বউকে বাইরে ডেকে নিয়ে বলল—
উনার হার্টের অবস্থা ভালো নয়। উনাকে প্রতিদিন ভালো-ভালো খাবার রান্না করে খাওয়াবেন। উনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা- পয়সা চেয়ে বিরক্ত করবেন না। বাসায় কোনো টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ৬ মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার চলে গেলে আবুল তার বউয়ের কাছে জানতে চাইল যে, ডাক্তার কি বলেছে?
আবুলের বউ উত্তর দিল তোমার বাঁচার আর কোন আশাই নেই গো।
 
অন্ধের!! মিষ্টি

এক তরুণী বাথরুমে গোসল করছে জামা- কাপড় ছেড়ে।
এমন সময় কলিংবেল বেজে উঠল।বাড়িতে কেউ ছিল না।
তাই তরুণী দরজা টা খুলতে গেল। সে পিপ হোল দিয়ে দেখল যে পাশের বাসার অন্ধ ছেলে টা।
ছেলেটি অন্ধ,তাই তরুণী কাপড় দিয়ে শরীর ঢাকার
প্রয়োজন মনে করল না।
দরজা খুলে দিল। ছেলেটি মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে বল্ল আপু অপারেশন এ আমার চোখ ভালো হয়ে গেছে,তাই মিষ্টি দিতে এসেছি
 
"তোমার বাঁচার আর কোন আশা নাই গো"

আবুল খুব অসুস্থ।ডাক্তার আবুলকে চেক-আপ করে আবুলের বউকে বাইরে ডেকে নিয়ে বলল—
উনার হার্টের অবস্থা ভালো নয়। উনাকে প্রতিদিন ভালো-ভালো খাবার রান্না করে খাওয়াবেন। উনার সাথে ভালো ব্যবহার করবেন। শাড়ি-গয়না কেনার জন্য টাকা- পয়সা চেয়ে বিরক্ত করবেন না। বাসায় কোনো টিভি সিরিয়াল দেখবেন না। এভাবে ৬ মাস চললেই উনি সুস্থ হয়ে উঠবেন। ডাক্তার চলে গেলে আবুল তার বউয়ের কাছে জানতে চাইল যে, ডাক্তার কি বলেছে?
আবুলের বউ উত্তর দিল তোমার বাঁচার আর কোন আশাই নেই গো।
Fine

ধন্যবাদ মামা, চলবে ইনশাআল্লাহ
Valo

Nice
 

Users who are viewing this thread

Back
Top