What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Collected সংগৃহীত কবিতার আসর (2 Viewers)

dukhopakhi

Global Moderator
Staff member
Global Mod
Joined
Mar 3, 2018
Threads
102
Messages
11,887
Credits
110,622
Calculator
Mosque
Calculator
LittleRed Car
LittleRed Car
LittleRed Car
ফেসবুকের বন্ধু তালিকায় থাকা কিছু বন্ধু/বড় ভাই এর পেইজ থেকে সংগৃহীত কিছু কবিতা এখানে আপনাদের সামনে পরিবেশন করছি, আশাকরি আপনাদের ভালো লাগবে।

বিশেষ দ্রষ্টব্যঃ এখানে প্রকাশ করার পূর্বে লেখকগণের অনুমতি নিয়েছি।
 
(১)
"আমার কবিতারা"

মূল লেখকঃ জনাব হায়দার আলী


আমার কবিতারা আজ পালিয়ে বেড়ায়,
আর আমি খুঁজে ফিরি তাদের,
আমার স্মৃতির ক্যানভাসের আনাচকানাচে,
এখানে সেখানে, জমিনে কিংবা
দুর আকাশের ঐ লক্ষকোটি তারায়।
আমার কবিতারা আজ পালিয়ে বেড়ায়,
আর আমি খুঁজে ফিরি তাদের,
আমার কিশোরবেলার সেই শীতের সকালের
কুয়াশাভেজা দূর্বাঘাসে নিঃশব্দে হেঁটে আসা
সেই তুমার রাংগা-নাংগা পায়।
আমার কবিতারা আজ পালিয়ে বেড়ায়,
আর আমি খুঁজে ফিরি তাদের,
রেকর্ড তাপমাত্রার হাড় কাঁপানো এই শীতের
ঘন কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা
এক টুকরো রোদ্দুরের মিষ্টি উষ্ণতায়।
আমার কবিতারা আজ পালিয়ে বেড়ায়,
আর আমি খুঁজে ফিরি তাদের, এই
আধুনিক যুগের ভার্চুয়াল ফেসবুকের
প্রতিটি পেইজের প্রতিটি গদ্যে কিংবা
ভার্চুয়াল কবিদের স্বরচিত কবিতায়।
 
Last edited:
দ্বন্দ্ব অহর্নিশ

মূল লেখক : জনাব শামীম রেজা


আমাকে কোথাও মানায়না
কবিতার আড্ডায় কিংবা ফ্রাইডে নাইট পার্টিতে
সাহিত্য ও শিল্পের বিতর্কে আমি নিতান্তই ব্যাকবেঞ্চার বালক
কিছু কি আমার বলার আছে, অথবা নেই, জানিনা নিজেই
আমি আলো ঝলকানো পানশালায় যেয়ে নিঃসঙ্গ চেয়ার বেছে নেই
মারগারিটা হাতে জেগে ওঠার বদলে আমি ক্রমশ ঘুমিয়ে পড়ি

কিছুই হতে পারিনা আমি, গৃহী, কিংবা বিবাগী
একটা খোলা জানালা আমাকে উস্কানী দেয় ঘর ছাড়ার,
নিশাচর হাতছানী দেয় নির্জন রাস্তা দূরে পালাবার
অথচ যত দূরে যাই, পিছু ফিরে ফিরে
একটি আটপৌড়ে ঘরের জন্যে আমার মন কেমন করে

প্রেমিক কিংবা লম্পট, কোনটাই নই আমি
আলিঙ্গনে আমার হাসফাস লাগে
চেনা চুম্বনে বিস্বাদ
তবু ল্যাম্প পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অপিরিচিতার
'ডু ইয়ু ওয়ানা গো' তে সাড়া দিতে
মোহগ্রিস্তের মত এগিয়ে গেলে
একটি ম্লান কপালের লাল টিপ আমার পথ আগলে দাঁড়ায়
 
শুধু তোমার জন্য

মূল লেখক : আফতাব হোসেন ।



যদি ডাক দাও,
আমি শঙ্খচিল হয়ে আকাশে মেলবো ডানা।
নীলশির পাখি হব,
চঞ্চুতে সাইবেরিয়ার তুষার এনে দেবো নজরানা।

যদি তুমি চাও,
আমি সিন্দাবাদের মত পাল তুলে দেবো নায়।
বাসুকির বর নেব,
সিন্ধু মন্থনে পারিজাত এনে সাজাবো তোমায় ।

যদি ফিরে তাকাও,
আমি অশ্মথের মত ঠায় দাডিয়ে রবো।
ক্রোনাসকে পরাস্ত করে
আমি থমকে যাওয়া এক মহাকাল হব।

যদি একবার হাসো,
এ ধুসর জীবন ভরে যাবে সোনার আলোয়।
আমি পূর্ণিমার চাঁদ হব,
শুধু তোমাকেই ছুঁয়ে রবো ধবল জোছনায়।

যদি ফিরে আসো,
আমি মরু প্রান্তর বদলে করবো সবুজ বরন।
আমি ঘাসফুল হব,
ব্যাকুল হয়ে রবো শুধুই চুমতে তোমার চরন।

যদি ভালবাসো,
আমি নিজ হাতে দুচোখ তুলে দেবো তোমায়।
চির অন্ধ হয়ে যাব,
আমার চোখ আর কাউকে যেন দেখতে না পায়।

যদি তুমি দাও,
আমি হেমলকে ঠোঁট নিশ্চিন্তে ছোঁয়াবো আবার।
ঈশ্বরের বর পূত্র হব,
শুধু তোমার জন্য, আমি জন্মাবো আরেকবার।


লিভারপুল
১১-১২-২০১৭.
 
জিজ্ঞাসা
মূল লেখকঃ ডাঃ আফতাব হোসেন



বিরাণ পড়ে আছে আমার এক ছটাক কবিতার ভূঁই।
আবেগহীন ধূসর মেঘে হয় না ভাবের বৃষ্টি,
বাতাসের ঠোঁটে আসে না আর প্রেয়সীর চিঠি,
বিবেকের পচা লাশ পোড়ে রৌদ্রের চিতায়,
চিন্তার উঠোন খরায় পুড়ে ছাই।

হাভাতে চাষার মতো
দিনরাত লাঙ্গল চালাই,
শুকনো জমিতে ফলে না আর কিংশুক শব্দের ফসল।

অধরা, তুমি বলতে পারো?
হয়ে কি গেছি আমি নপুংসক কবি?
ঋতুজরায় বন্ধ্যা কি শরীর তোমার?
নাকি বীর্যহীন হয়ে গেছে কলম আমার?

১৭-০৯-১৯।
 
অভিমান
মূল লেখকঃ জনাব শামিম রেজা
_______________________________________

একসময় চোখের ইশারায় খুলে যেতো ভেজানো কপাট
আঙ্গুলের টোকায় জলাশয়ে জাগাতাম অস্থীর ঘূর্ণি
বারুদ-শলাকার এক ঘষাতেই উস্কে দিতে পারতাম কোমল আগুন

একসময় আঙ্গুলে আঙ্গুল জড়ালেই
করতলে করতল মিশে যেত নির্ভুল আলিঙ্গনে
লবনের দামে লবন কিনতাম সুখী ব্যাপারীর মতো

এখন উইপোকায় খেয়ে গেছে কাবিননামার ইশতেহার
যদিও আগের মতই সবকিছু
হাত বাড়িয়ে ছুতে পারার দুরত্বে প্রিয় মানুষ
চেনা ঘর ও ঘরের চৌকাঠ
তবু, কোন মন্ত্রেই আর খোলেনা আলীবাবার স্বর্ণদুয়ার

তুষার গলে যায় নরম রোদের ওমে
লোহা, সেও গলে লেটেন্ট উত্তাপে

আহ, নারীর অভিমান
হিমঘরের মৃতের মত শীতল,
প্রস্তরের মত কঠিন
পদার্থবিদ্যার সব সূত্র অস্বীকার করে
কোন তাপেই গলেনা সে আর...
 
পরকীয়া
মূল লেখকঃ জনাব শামিম রেজা
_________________________________________

আমি কারো একার সত্ত্ব নই, নই কারো কারো কিংবা সবার
আমি নিজস্বই একার
যুতসই সংসারী নই আমি, সন্যাসও টানেনা আমাকে
আমি সারাজনম উজান বাই, ভাটির নাগালের আশে

আমি যতবার ঘর পালাই, দুরে কোথাও যেতে
প্রতিটি দূরে যাবার পথ আমার, ঘরে এসেই মেশে
কোনটাতেই নিপুন নই আমি, প্রেম বা লাম্পট্যে
আমি ভালোবসে সুখ নাহি পাই, পাই বিষাদ বিরহে

আমি আড্ডামুখর ড্রইংরুমে নিঃসঙ্গ চেয়ার হয়ে থাকি
তুমুল কোলাহলে হঠাত উদাসীন,
সহসা আনমনা কর্পোরেট মিটিং এ, তাকে ভেবে
আমি হাটি, হাটি আর হাটি
তপ্ত দুপুরে বা ভেজা বরষায়, তাকে চেয়ে
যে চাহিলে আসেনা, তিয়াগিলে আসে কাছে

সঙ্গমে উপগত আমি নির্লিপ্ত হই অকস্মাৎ
যখন সে আসে সন্তর্পণে, মনে ও নিউরনে
আমি তাকে পেড়েক বিঁধে আটকে রাখি বুকে

আহ কবিতা !
যার সাথে আমার অনিবার্য পরকীয়া...
 

Users who are viewing this thread

Back
Top