What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (2 Viewers)

old is gold. great collection. butone or two links doesn't work

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মামা।
আমার দিক থেকে সবগুলো লিঙ্কই কাজ করছে। কোনটায় সমস্যা, সেটা যদি কেউ ম্যানশন করে দিতেন, তবে খুব ভালো হতো...
 
fantastic work dude. keep it

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মামা। আমি চালিয়ে নিচ্ছি। আপনাদের এই উৎসাহই আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরনা, মামা।
 
শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ দুই জীবন
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান
শ্রেষ্ঠাংশেঃ আফজাল, দিতি

মুক্তির সালঃ ১৯৮৬


তুমি আজ কথা দিয়েছো...


8FnzICR.jpg


তুমি আজ কথা দিয়েছ বলেছ
ও দুটি মন ঘর বাধবে।।
একাকী জীবনে তুমি আসবে।।

পান্থ পাখি নীড়ে আসবে বুঝি ফিরে
শান্ত পৃথিবীতে থাকবে তুমি সাথে
গোধূলির মায়াতে দুটি প্রান
ভালবেসে আলো জ্বালবে।।

স্বপ্ন আশাগুলো পাপড়ি মেলে দিল
স্বর্গ হাতে এলো সুখ যে সাথী হল।
জীবনের সাজানো খেলাঘর

হাসি গানে ভরে উঠবে।।
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ পিতা মাতা সন্তান
গীতিকারঃ মিল্টন খন্দকার
সুরকারঃ আলম খান
পরিচালকঃ এ.জে মিন্টু
শ্রেষ্ঠাংশেঃ আলমগীর, শাবানা

মুক্তির সালঃ ১৯৯১


তুমি আরো কাছে আসিয়া...
তুমি আরো কাছে আসিয়া
আমায় যাওনা ভালবাসিয়া
তুমি আরো কাছে আসিয়া
আমায় যাওনা ভালবাসিয়া
আমিযে বন্ধু তোমারি লাগিয়া

তুমি আরো কাছে আসিয়া
আমায় যাওনা ভালবাসিয়া
আমিযে বন্ধু তোমারি লাগিয়া
তুমি আরো কাছে আসিয়া
আমায় যাওনা ভালবাসিয়া

চিনেছে নয়ন হাজারে একজন
তুমিযে আমার সেই আপনজন

পেয়েছে এ মন, প্রেমেরো রতন
রাখবে এ বুকে, করিয়া যতন

সাগরে নদী গেলো যে মিশিয়া..

তুমি আরো কাছে আসিয়া
আমায় যাওনা ভালবাসিয়া

তুমি আরো কাছে আসিয়া
আমায় যাওনা ভালবাসিয়া

তোমারি ছোয়ায়, যেন মুছে যায়
যদি দুঃখের মেঘ, কখনো ঘনায়

আসে যদি ঝড়, ভেঙে পরে ধড়
পাশে রবো তবু, সারাটি প্রহর

জীবনও যাবে হাঁসিয়া হাঁসিয়া

তুমি আরো কাছে আসিয়া
আমায় যাওনা ভালবাসিয়া

তুমি আরো কাছে আসিয়া
আমায় যাওনা ভালবাসিয়া

আমিযে বন্ধু তোমারি লাগিয়া

হুঁম হুঁম হুঁম.....

হুঁম হুঁম হুঁম.....
 
hariye jawa dinguli

স্মৃতিময় সেই দিনগুলোকে ধরে রাখার একটা প্রয়াস, মামা।
থ্রেড ভিজিটের জন্য মামাকে অনেক ধন্যবাদ...
 

Users who are viewing this thread

Back
Top