What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (4 Viewers)

শিল্পীঃ জাফর ইকবাল
ছায়াছবিঃ বদনাম
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ববিতা, জাফর ইকবাল

মুক্তির সালঃ ১৯৮৪


হয় যদি বদনাম, হোক আরো...

হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
অন্ধ গলির এই যে আঁধার
বন্ধু হলো আজ আমার।।

জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো
কেঁদে কেঁদে বলে প্রাণ।।
বকুল শুকালো সুবাস হারালো
আর কিছু বাকি নেই হারাবার।।

দুখের আগুনে পুড়ে গেছে অন্তর
ঝড়ে ভেঙ্গে গেছে
বালুচরে বাঁধা ঘর।

এখন মরণ এলে
কাছে ডেকে নিলে

ছুটে যাব ভেংগে পারাবার।।
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ অশ্রু দিয়ে লেখা
সুরকারঃ আলী হোসেন
গীতিকারঃ ড. মুহাম্মদ মনিরুজ্জামান
পরিচালকঃ কামাল আহমেদ
মুক্তির সালঃ ১৯৭২

শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, সুজাতা, শাবানা


jdcbEg1.jpg


অশ্রু দিয়ে লেখা এ গান....


অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,

কখনো ফেলে যেওনা।।
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ অশ্রু দিয়ে লেখা
সুরকারঃ আলী হোসেন
গীতিকারঃ ড. মুহাম্মদ মনিরুজ্জামান
পরিচালকঃ কামাল আহমেদ
মুক্তির সালঃ ১৯৭২

শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, সুজাতা, শাবানা


jdcbEg1.jpg


ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যাই...


ও দুটি নয়নে স্বপনে চয়নে
নিজেরে যে ভুলে যাই
তুলনা খুজে না পাই
আজ মন রাখা হল দায়
হায় রে আজ মন রাখা হল দায়

আকাশে ঝিলের জলে যেদিকে তে চাই আমি
তোমার রূপের ছোয়া শুধু পাই আমি
হৃদয়ে কী সুর বাজে নিজের মাঝে নেই আমি
তোমার চোখে হারিয়েছি এই আমি

উপমা তোমার তুমি ছাড়া যে।
কিছুতে মেলে না হায়।।

দখিনা ফোঁটায় যখন ফুলের বনে মঞ্জুরী
তোমার কথাই বলে যেন গুঞ্জরী
ভ্রমরা উড়ে এসে মুখে বসে ছল করি
ফুলের পরাগরেনু ভেবে ভুল করি

হৃদয় তোমার কারে দিবে গো।

সে কথা বলো না হায়।।
 
শিল্পীঃ এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ নাগপূর্ণিমা
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান
পরিচালকঃ মাসুদ পারভেজ
শ্রেষ্ঠাংশেঃ সোহেল রানা, ববিতা

মুক্তির সালঃ ১৯৮০


তুমি যেখানে আমি সেখানে সেকি জাননা...

তুমি যেখানে আমি সেখানে সেকি জাননা
একই বাঁধনে বাঁধা দু’জনে
ছেড়ে যাব না ।।

তুমি বৃষ্টির মেঘ
আমি রংধনু
তুমি গন্ধের ফুল
আমি তার রেণু ।।
হে হে হে…এ

তোমার ছায়া আমি
আমার ছায়া তুমি
একই সাথে চলি
আমার আশা তুমি
তোমার ভাষা আমি
একই কথা বলি

তুমি পৃথিবীর চোখ
আমি তার তারা
তুমি ঝর্ণার সুর
আমি তার ধারা
হে হে হে…এ

যেমন আছি পাশে
তেমন ভালবেসে
কাছে যদি থাকি

জীবন থেকে দূরে
মরণ রবে সরে
সুখে হবো সুখী

তুমি জঙ্গীর মন থেকে
নাও কথা
তুমি বন্ধুর হাত ধরে
দাও কথা
হে হে হে…এ

তুমি যেখানে আমি সেখানে সেকি জাননা
একই বাঁধনে বাঁধা দু’জনে
ছেড়ে যাব না ।।

তুমি বৃষ্টির মেঘ
আমি রংধনু

তুমি গন্ধের ফুল
 
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাই আল হাদী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ মায়ের আঁচল
গীতিকারঃ মোহাম্মদ রফিকুজ্জামান
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ আজিজুর রহমান
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ফারুক, সুচরিতা...


তুমি যে আমার স্বপ্ন, রাত্রি দিনের ভাবনা...
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ দোলনা
সুরকারঃ আলম খান
পরিচালকঃ সিবলী সাদিক
শ্রেষ্ঠাংশেঃ আলমগীর, রোজিনা

মুক্তির সালঃ ১৯৯০


তুমি আমার কতো চেনা...

CjKBFf1.jpg


তুমি আমার কত চেনা
সে কি জান না
এই জীবনের আশা তুমি
তুমি আমার ঠিকানা।।

ভালবাসা কারে যে বলে
ভালবেসে তুমি শেখালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে

ভালবাসা কারে যে বলে
ভালবেসে তুমি শেখালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে।।

আমি শুধু তোমাকে পেতে
এসেছি গো এই জগতে
বেধে নিব ভাগ্য আমার

বন্ধু তোমারই সাথে।।
 
শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ দোলনা
সুরকারঃ আলম খান
পরিচালকঃ সিবলী সাদিক
শ্রেষ্ঠাংশেঃ আলমগীর, রোজিনা

মুক্তির সালঃ ১৯৯০


তুমি আমার কতো চেনা...

CjKBFf1.jpg


তুমি আমার কত চেনা
সে কি জান না
এই জীবনের আশা তুমি
তুমি আমার ঠিকানা।।

ভালবাসা কারে যে বলে
ভালবেসে তুমি শেখালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে

ভালবাসা কারে যে বলে
ভালবেসে তুমি শেখালে
এত কাছে এলে গো যেন
হৃদয়ে লুকিয়ে গেলে।।

আমি শুধু তোমাকে পেতে
এসেছি গো এই জগতে
বেধে নিব ভাগ্য আমার

বন্ধু তোমারই সাথে।।
 

Users who are viewing this thread

Back
Top