What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (4 Viewers)

ছায়াছবিঃ মানুষের মন
শিল্পীঃ আবদুল জাব্বার
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ববিতা
পরিচালকঃ মোস্তফা মেহমুদ

মুক্তির সালঃ ১৯৭২


তোমার ভুবনে এতো অসহায়...


তোমার ভুবনে এত অসহায়
মানুষের মন কেন কাঁদে

জীবনের বোঝা বয়ে চলে তার
বলো কোন অপরাধে।।

আশ্রয় খুজে যার কাছে যায়
ফিরে আছে পদাঘাতে
দূর্বার আশা লাঞ্চিত হয়
নিদারুন সংঘাতে।

স্নেহ মমতার বন্ধনে কভু।
কেউ তো নাহি বাধে

মানুষের মন কেন কাঁদে।।
osadharon sundor , valo laglo
 
ছোটবেলায় বিটিভি তে ছায়াছন্দ দেখার জন্য কি আগ্রহটা ছিলো!
 
osadharon sundor , valo laglo
ছোটবেলায় বিটিভি তে ছায়াছন্দ দেখার জন্য কি আগ্রহটা ছিলো!

রিপ্লাইয়ের জন্য দুজনকেই অনেক অনেক ধন্যবাদ !
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও রুনা লায়লা
ছায়াছবিঃ ঝুমকা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দীন আলী
পরিচালকঃ আলমগীর কুমকুম
শ্রেষ্ঠাংশেঃ আলমগীর, ববিতা

মুক্তির সালঃ ১৯৮০


খবর আছে গরম গরম, নারীর নাকি দিল নরম...

4eEq04z.jpg
 
শিল্পীঃ হেমন্ত মুখপাধ্যায় ও শ্রাবন্তি মজুমদার
ছায়াছবিঃ দি ফাদার
গীতিকারঃ পলক বন্দোপধ্যায়
সুরকারঃ ভি. বালসারা
পরিচালকঃ কাজী হায়াত
শ্রেষ্ঠাংশেঃ বুলবুল আহমেদ, সুচরিতা

মুক্তির সালঃ ১৯৭৯. 9/color]


কাটেনা সময় যখন আর কিছুতে...

কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না
জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবর মত কেউ বলে না
আয় খুকু আয় খুকু আয়
আয়রে আমার সাথে গান গেয়ে যা
নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভাল লাগবে না তোর
পিয়ানোয় বসে তুই বাজাবিরে
আয় খুকু আয় খুকু আয় ।
সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি
মনে হয় বাব যদি বলতো আমায়
আয় খুকু আয় খুকু আয়……
আয়রে আমার সাথে আয় এখনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাছ থেকে নেনা তুই আমায় কেড়ে
আয় খুকু আয় খুকু আয় …..
দোকানে যখন আসি সাজবো বলে
খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়
আরশিতে যখনই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয় খুকু আয়…..
আয়রে আমার কাছে আয় মামনি
সবার আগে আমি দেখি তোকে
দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয় খুকু আ……
ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়
আয় খুকু আয় খুকু আয়…।।
আয়রে আমার পাশে আয় মামনি
এ হাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয় খুকু আয়
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ প্রতিনিধি
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ আজিম
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, সুজাতা

মুক্তির সালঃ ১৯৭৬


যৌবনটা এক প্রেম পত্র...

AjiRajW.jpg
 

Users who are viewing this thread

Back
Top