What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (3 Viewers)

শিল্পীঃ খান আরিফুর রহমান
ছায়াছবিঃ কে তুমি
গীতিকারঃ সাইফুর রহমান
সুরকারঃ কাজল রশিদ
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী
পরিচালকঃ এম এস রহমান

মুক্তির সালঃ ১৯৭৩

বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনে...

T9hl8GY.jpg


মাটির পৃথিবী তুমিই বলো আমার কি অপরাধ
নেই কি আমার তোমার বুকে কোন আশা কোন সাধ……
বলে দাও মাটির পৃথিবী
কোথা শান্তি আমার জীবনে
কতদিন এমন করে আমি জ্বলবো দুখের দহনে
বলে দাও মাটির পৃথিবী কোথা আশান্তি আমার জীবনে
আলো ঝলমল বাসর আমার
ভরিয়ে দিল ব্যথা নিরাশার ।।
ভরিয়ে দিল নিরাশায়
মধু স্বপ্ন ভেংগে গেল
কেন আশ্রু আমার নয়নে
বলে দাও মাটির পৃথিবী কোথা আশান্তি আমার জীবনে
কত ছন্দে গানের দুটি মন ।।
দেখেছিনু মিলন ও স্বপন ।।
কেন আমার সেই হাসি গান কান্না হয়ে ভাসায় এ প্রাণ ।।
কেন ছন্দ থেমে গেল
কেন দ্বন্দ আমার ভূবনে
বলে দাও মাটির পৃথিবী কোথা আশান্তি আমার জীবনে
কতদিন এমন করে আমি জ্বলবো দুখের দহনে
আমি জ্বলবো দুখের দহনে
আমি জ্বলবো দুখের দহনে
 
খুব ভালো কালেকশন।ভালো লাগল

খুব ভালো কালেকশন।ভালো লাগল
 
খুব ভালো কালেকশন।ভালো লাগল

খুব ভালো কালেকশন।ভালো লাগল
রিপ্লাইয়ের জন্য অনেক ধন্যবাদ, মামা।
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশিদ আলম ও মোঃ আব্দুল জাব্বার
ছায়াছবিঃ মতিমহল
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ অশোক ঘোষ
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী, মাহমুদ কলি, কল্পনা

মুক্তির সালঃ ১৯৭৭


মাগো তোর চরণ তলে বেহেস্ত আমার...
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ সূখে থাকো
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ আজহারুল ইসলাম খান

শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ববিতা


মান অভিমান সেতো হৃদয়েরই টান...
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ লাইলী মজনু
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
পরিচালকঃ ইবনে মিজান

মুক্তির সালঃ ১৯৮৩


লাইলী তোমার এসেছে ফিরিয়া...

cDpoxn3.jpg



লাইলী তোমার এসেছে ফিরিয়া
মজনু গো আঁখি খোল।
প্রিয়তম! এতদিন বিরহের
নিশি বুঝি ভোর হলো।।
মজনু! তোমার কাঁদন শুনিয়া মরু-নদী পর্বতে
বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর বাহির হয়েছে পথে
আজি দখিনা বাতাস বহে অনুকূল।
ফুটেছে গোলাপ নার্গিস ফুল
ওগো বুলবুল, ফুটন্ত সেই
গুলবাগিচায় দোলো।।
বনের হরিণ-হরিণী কাঁদিনী পথ দেখায়েছে মোরে
হুরী ও পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধরে
পথ দেখায়েছে মোরে।
আমার নয়নে নয়ন রাখিয়া
কি বলিতে চাও, হে পরান-পিয়া।
নাম ধরে ডাকো ডাকো মোরে স্বামী।

ভোলো অভিমান ভোলো।।
 
শালমান শাহ ও শাবনুর জুটির গানগুলো খুবই জনপ্রিয়
নিঃসন্দেহে তাদের জুটির গানগুলো খুবই জনপ্রিয়। আর এই জনপ্রিয়তা শুধু গানের সূর আর কথার জন্য নয়, বরং তাদের জুটির জনপ্রিয়তার জন্যও। তবে আমি এখানে সাধারণত তাদের পূর্বসূরীদের গানকেই প্রাধান্য দিয়েছি। যেহেতু এটা "পুরনো বাংলা ছায়াছবির গান " নিয়ে খোলা থ্রেড সে জন্য !
মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মামা।
 
শিল্পীঃ ফেরদৌসী রহমান
ছায়াছবিঃ মধু মিলন
গীতিকারঃ শহিদুল ইসলাম
সুরকারঃ বশির আহমেদ
পরিচালকঃ কাজী জহির
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা

মুক্তির সালঃ ১৯৭০


কথা বলো না বলো ওগো বন্ধু...


কথা বল না বল ওগো বন্দু,
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও
ছায়া হয়ে তবু পাশে রইবো।
কথা বল না বল ওগো বন্দু,
ছায়া হয়ে তবু পাশে রইবো
ছায়া হয়ে তবু পাশে রইবো।

আমি অভাগিনি শুধু যে তমারই,
আমি অভাগিনি শুধু যে তমারই।
যতই বাথা দিবে সইবো,
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও
ছায়া হয়ে তবু পাশে রইবো

আমি কাদি শুনে হাঁসে বিশ্ব,
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব।
আমি কাদি শুনে হাঁসে বিশ্ব,
কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব।

কতো বেধনায় আ আ আ আয়
কতো বেধনা সয়েছে হৃদ্যয়,
কেমনে তোমায় আমি কইবো।
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও
ছায়া হয়ে তবু পাশে রইবো।

কেন আমি অসহায়া যানি না,
নিয়তির লেখা না না আমি মানি না।
কেন আমি অসহায়া যানি না,
নিয়তির লেখা না না আমি মানি না।

মন বলে গো ও ও ও ও ও–
মন বলে গো তবু তোমার ই শুধু আমি হইবো।
ছায়া হয়ে তবু পাশে রইবো ও ও ও
ছায়া তবু পাশে রইবো
আমি অভাগিনি শুধু যে তোমারে,
যতই বাথা দিবে সইবো ও ও ও
ছায়া হয়ে তবু পাশে রইবো

ছায়া হয়ে তবু পাশে রইবো।।
 
চমৎকার, সুন্দর সব গানের সংগ্রহশালা...
থ্রেডটা আবারো নিবিড়ভাবে ভিজিট করবো...
ছায়া হয়ে তবু পাশে রইবো...
 

Users who are viewing this thread

Back
Top